আমার লেখা কবিতা " ভালো থেকো প্রিয় "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালো থেকো প্রিয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আলো আঁধারের মাঝে অভিমানের তীর
হৃদয় এসে বিঁধলো হাসিমুখে মেনে নিয়েছি প্রিয়।
কেন ভুল বুঝলে জানি না প্রিয়
তবে তুমি বুঝবে সময় পেরিয়ে গেলে
আমার দেখা দৃশ্য ছিলো কুয়াশার আবরণ ঢাকা।
আমার প্রতিটি প্রহর ছিল তোমার জন্য
বৈশাখের কোন এক গোধূলি সন্ধ্যায়
দমকা হাওয়াতের এলোমেলো হলো হৃদয়ের দৃশ্যপট।
দিগন্তের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাসে এখনো ভাবি
ফেলে আসা সোনালী সেই অতীত।
বিষাদের কাঁটা হৃদয়ে বিঁধলো
ক্ষতবিক্ষত হলো এই হৃদয়
বুক চিরে যদি দেখাতে পারতাম
তোমায় হয়তো তুমি বুঝতে।
ঠুনকো বাতাসে ভেঙ্গে গেল হৃদয়ের বাতিঘর
স্বপ্নগুলো বালিচিকায় মাঝে গেলো হারিয়ে।
নির্বাক চোখে তাকিয়ে দেখেছি শুধু
ব্যর্থ জীবনের গল্প।
হৃদয়ের অন্তরালে উঠেছে দেয়ার
হবে না আর হৃদয়ের লেনাদেনা ।
হৃদয়ের মাঝে আজ বড় শূন্যতা
জানি কখনো আর পূরণ হবে না
তোমাকে হারিয়ে ফেলার শূন্যতা।
ভাষাহীন কণ্ঠস্বরে আজও চোখের
ইশায় বলবো ভালো থেকো প্রিয়।
আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা পরিবারের বসবাস করি। জীবনের খুশি আনন্দের মাঝে থাকে কিছু প্রিয় মানুষ। জীবনে এই চলার মাঝে আমরা কোন প্রিয় মানুষকে খুব বেশি হৃদয়ের আপন করে নিয়ে থাকি। তাকে সব সময় হৃদয়ে দিয়ে অনুভব করি। তার ভালো থাকাতে হৃদয় আনন্দে উচ্ছ্বাসিত হয়। আর তার খারাপ থাকাতে চোখের অশ্রু গড়িয়ে পড়ে। কিছু সময় দেখা যায় বৈশাখের ঝড়ে হৃদয়ের মাঝে দেয়াল সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝিতে ভেঙে যায় হৃদয়ের সকল চাওয়া পাওয়া। প্রিয় মানুষ যদি ভুল বুঝে তা কখনো মেনে নেওয়া যায় না। হৃদয়ের মাঝে গভীরতা সৃষ্টি হয় যা কখনো পূর্ণতা পায় না। রাগ অভিমানের ফাঁদে পড়ে বন্ধ হয় হৃদয়ের কণ্ঠস্বর। চোখের চাউনিতে তবুও বলা হয় ভালো থেকো প্রিয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | Redmi note 7 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
.jpg)









ভাইয়া আপনি বেশ সুন্দর সুন্দর কবিতা লিখেন।পড়তে বেশ ভালো লাগে।কবিতার টাও বেশ সুন্দর ভালো থেকো প্রিয়।আজকেরটা একটু ভিন্ন রকম কবিতা ছিলো।প্রতিটি লাইন অসাধারণ। ভালো লাগলো। ধন্যবাদ
কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1637498510550642688?s=20
আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। এই কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
প্রিয় মানুষটিকে নিয়ে দারুন একটা কবিতা লিখেছেন। পড়ে খুব ভাল লাগলো। প্রিয় মানুষটিকে নিয়ে অভিমান ভরা মন নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করলেন। শেষে প্রিয় মানুষটির ভালো থাকাটাও কবিতাতে লিখলেন।ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য। শুভকামনা রইলো।
এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।