পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কিছুক্ষণ

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, পড়ন্ত বিকেলে নদীর পাড়ে কিছু সময় কাটানোর অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1668562978483.jpg

source
Device :- Redmi note 7

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9X9Qbc8mqzZ9BjCKRDeYWY8tC8UrZePeyq2MncuhdkoHSemRNdwHDRWZUb2YyJWQ4KUwDGn4vLrTKEXeZGKjyUn1FWm (1).gif

ppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N5FUZa3wtXAHG6qBhgqRU3t9N2sgBreZ2yD7sGxhWBfb6PeY5P2BtDHSUnphNFxrgT9FWCbUz.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaWuJriC1dwvP3MH6BQsuw5DmpRMdgkQT6aXuDWykkNVHvPKh4iVdtxSwphoj3XvhXfawWbRX9B2hghLYPvMPbkJ.jpeg

IMG_20210523_160223.jpg

IMG_20210523_154741.jpg

জীবন যখন জীবিকা সংগ্রামে যুদ্ধরত জীবন যখন আর চলতে চায় না। মন যখন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ভীষণ ভরাকান্ত। তখন একটু প্রাকৃতিক পরিবেশে নিজেকে কিছুক্ষণ বিলীন করে দিতে পারলে জীবনের সজীবতা ফিরে আসে। ছোটকালে দাদা দাদীরা বলতে শুনেছি, যাচ্ছে দিন অনেক ভালো আসচ্ছে দিন অনেক খারাপ। তখন এ কথার শুনে তেমন কিছু বুঝতাম না তখন মনে মনে ভাবতাম দাদা দাদীরা হয়তো এমনিতে বলতেছে। কিন্তু এই কথা বাস্তবতা এখন প্রতিটি মুহূর্তে টের পাচ্ছি। যতই সময় আমাদের জীবন থেকে পার হচ্ছে তত কঠিন থেকে কঠিনতম সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। পরিবার, আত্মীয়স্বজন এবং জীবিকার জন্য সময় দিতে দিতে নিজের জন্য সময় ব্যয় করা খুবই কঠিন হয়ে পড়ে। তারপরও দেখা যায় এত ব্যস্ততার থাকা পরেও বিভিন্ন সময় পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বুঝে বা, না বুঝে অভিমান করে। তখন হয়তো এ জীবন বৃথা মনে হয়।

IMG_20210523_160236.jpg

IMG_20210523_160618.jpg

স্কুল জীবনে প্রতিটি বিকেল নিজের জন্য স্বাধীন ছিলো। মন চাইলে তখন যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারতাম। এখন মন চাইলে পাঁচ মিনিটের জন্য কথায় ঘুরতে যাওয়া হয় না। পরিবার আত্মীয়স্বজনের মন রক্ষার্থে কোন না কোন কোন কাজ করে যেতে হয়। অনেকদিন পর গত পরশুদিন বিকেলবেলা ঘুরতে বের হয়েছি। মূলত আমি একটি কাজের উদ্দেশ্যে নদীর পাড় এলাকায় গিয়েছিলাম। কাজটি তাড়াতাড়ি সম্পাদন করার পর। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মাঝে নিজের জন্য কিছুক্ষণ সময় ব্যয় করেছি।

IMG_20210523_170134.jpg

IMG_20210523_175943.jpg

এখন শীতকাল চলছে নদীর পানি প্রায় শুকিয়ে যাচ্ছে। বর্ষাকালে এসব নিম্ন অঞ্চল পানির নিচে চলে যেতো। বলা যায় যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এই দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম সৌন্দর্য চোখে ধরা পড়ে। বর্ষাকালে নদীর এক রকম সৌন্দর্য চারদিকে অথই পানি । আবার শীতকালে পানি শুকিয়ে যাওয়াতে চর জাগে মাঝে মাঝে বিভিন্ন গাছপালা জেগে উঠে। প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্য যে কোন ভীষণ মনকে ভালো করে দিতে পারে। নদীর পারে কিছুক্ষণ অবস্থান করলেই নদীর পানি ঢেউয়ের কুল কুল শব্দে প্রাকৃতিক সজীবতা হৃদয়তে গ্রহণ করা যায়। তার সাথে সাথে সুন্দর অনুভূতি অনুভব করা যায়। প্রাকৃতিক এমন অপরূপ সৌন্দর্যের ছোঁয়াতে মন তখন উল্লাসিত হয়ে ওঠে।

IMG_20210523_180418.jpg

সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত নদীর পাড়ে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের কিছু কিছু দৃশ্য মোবাইলে ক্যামেরা বন্দি করেছি সবমিলিয়ে খুব দুর্দান্ত সময় পার করেছি বলা যেতে পারে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

সম্ভবত এই জায়গাটি মুহুরী প্রজেক্ট, যেখানে আমরা অনেকবার গিয়েছি।আর জায়গাটি অনেক সুন্দর এবং চারিদিকে মনোরম পরিবেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকারভাবে মুহুরী প্রজেক্ট এর কিছু দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

এত চমৎকার মতামত উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 3 years ago 

তুমি ও অনেক অনেক ভালো থেকো, ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।

 3 years ago 

যদিও আমরা মুরব্বিদের কথা গুরুত্ব দেই না কিন্তু তাদের কথার অনেক সত্যিটা মিলে যায়।যখন আমরা ছোট ছিলাম অর্থাৎ স্কুলে জীবনে ছিলাম তখন আমাদের স্বাধীনতা ছিল অনেক। কিন্তু এখন বড় হওয়ার পরে জীবন কর্মমুখী হয়ে গেছে,চাইলেও কিছু সময় বের করা সম্ভব হয়ে ওঠেনা।এর মধ্যেও কিছু কিছু সময় যদি প্রাকৃতিক লীলাভূমিতে একটু বেড়িয়ে আসা যায় তাহলে মনের অনেক পরিবর্তন ঘটে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার ছিল।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

নদীর পাড় ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে তাই তো আমিও সময় পেলে মাঝে মাঝেই বন্ধুদের সাথে ঘুরতে চলে যাই পদ্মা নদীর তীরে।। আপনি নদীর পাড় ভ্রমণ করে সুন্দর ফটোগ্রাফি সেই সাথে আপনার সুন্দর ভেবেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে।। আসলে পড়ন্ত বিকেলের মৃদু হাওয়া নদীর পাড়ে বসে থাকতে আর গোধূলি লগ্নের রক্তিম আভা দেখতে কার না ভালো লাগে।।

 3 years ago 

এত দুর্দান্ত কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলেই যায় দিন ভাল,আসে দিন খারাপ।সময় কঠিন থেকে কঠিনতর হচ্ছে।তারপরেও এই ব্যস্ততার মাঝে থেকেই সময় বের করে জীবনকে উপভোগ করতে হবে।জায়গাটি অনেক সুন্দর।আপনার ফটোগ্রাফ গুলোতে সৌন্দর্য আরো ভালভাবে ফুটে উঠেছে।দারুন সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।ধন্যবাদ সুন্দর মুহুর্ত ও ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই যে দিন যায় সে দিন সত্যিই ভালো যায়। আগে মুরুব্বিদের কথা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাইহোক আপনি পড়ন্ত বিকেলে নদীর পাড়ে ঘুরতে গিয়ে যে ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা সত্যিই অসাধারণ। ছোট বেলায় অনেক নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম কারণ আমার বাড়ির সামনেই ছিল আড়িয়াল খাঁ নদী।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত চমৎকার মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

যাচ্ছে দিন অনেক ভালো আসচ্ছে দিন অনেক খারাপ।

দাদা দাদী দের এই কথা গুলোই যেনো সত্য ভাই। সেগুলোই যেনো ধাপে ধাপে মিলে যাচ্ছে বর্তমানে। শীত কালে বেশির ভাগ নদীর পানি কমে যায়। কিছু শুকিয়ে যায়। নদীতে পানি বেশি না থাকলে তেমন একটা ভালো লাগেনা। নদী পাড়ে ভালো সময় কাটিয়েছেন।

 3 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সময় যত যাচ্ছে আমাদের জীবন ততই কঠিন হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে জীবনের গতিপথ যেন অন্য দিকে চলে যাচ্ছে। আপনি আপনার ব্যস্ততার মাঝেও বিকেলবেলায় ঘুরতে গিয়েছেন দেখে ভালো লাগবে। বিকেল বেলায় নদীর পাড়ে ঘুরতে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায় এবং মানসিকভাবে অনেক রিফ্রেশমেন্ট আসে।

 3 years ago 

আসলে প্রাকৃতিক মাঝে কিছু ক্ষণ অবস্থান করলে মানসিকতা ভালো হয়ে যায় । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আগের দিনের মানুষের কথা আমরা গুরুত্ব কম দিয়েছি। ভেবেছি বয়স হয়েছে তাদের কথার দাম নেই। কিন্তু তাদের প্রতিটি কথায় মূল্য আছে। যায় দিন ভালো আসে দিন খারাপ। কথাটাই একদম সত্যি। আপনি নদীর ধারে কিছু সময় প্রকৃতির সাথে কাটিয়েছেন। কাজ করার ফাঁকে নদীর পাড়ে ঘুরেছেন। প্রকৃতির মাঝে নদীর পাড়ে ঘুরতে গেলে মনে প্রশান্তি আসে। শীতকালে নদীর পানি শুকিয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে চমৎকার মন্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

যায় দিন ভাল, আসে দিন খারাপ কথা সত্যি।আপনি ব্যস্ততার মধ্যে ও সময় করে নদীর পাড়ে ঘুরতে গেছেন।জেনে ভাল লাগলো। কারন প্রকৃতির ছোঁয়া পেলে মন এমনিতেই ভাল হয়ে যায়। ভাইয়া,আপনার সবগুলো ফটোগ্রাফিই ভাল হয়েছে।তবে পথের, নদীর আর আকাশের ছবি বেশী ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

আপনি নদীর পাড়ে বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন ভাই। আসলেই আমরা প্রতিনিয়ত জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে, অনেক সময় ভীষণ ক্লান্ত হয়ে যাই। তখন নিরিবিলি কোন জায়গায় একান্তে কিছু সময় কাটিয়ে নিজের সাথে বোঝাপড়া করলে, মনটা ফ্রেশ হয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত চমৎকার মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112203.77
ETH 4318.55
SBD 0.85