পুরুষ মানুষের হাসিতে আনন্দিত হতে নেই কারণ তাদের হাসির পেছনে হাজারো দুঃখের গল্প লুকায়িত থাকে‌ ।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, পুরুষ মানুষের হাসিতে আনন্দিত হতে নেই। কারণ তাদের হাসির পেছনে হাজারো দুঃখের গল্প লুকায়িত থাকে‌ এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

adult-4793442_1280.jpg

source

পুরুষ মানুষের জীবন খুবই বৈচিত্রময়। পুরুষ মানুষের জীবনের গতিপথ কখনো স্থির থাকে না। আঁকাবাঁকা নদীর মতোন বয়ে যায় অজানা গন্তব্যে। অধিকাংশ পুরুষ মানুষের জীবনের নিশ্চয়তা খুবই কম থাকে। একজন পুরুষ মানুষ এখন থেকে এক ঘন্টা পরে কি হবে? বা, তার সাথে কি ঘটবে? কখনো বলতে পারে না। প্রিয় মানুষ গুলোকে সুখে রাখার জন্য পুরুষ মানুষ প্রতি মুহূর্তে জীবনকে বাজি রাখে। জীবন বাজি রেখে প্রিয় মানুষ গুলোর মুখে হাসি ফুটায়। একজন পুরুষ মানুষ জীবনে কত হাজার রকম কষ্ট সহ্য করে থাকে। জীবনে কত ভাবে ব্যর্থতা হয়। প্রতিটি কষ্ট এবং ব্যর্থতার কথা কাউকে বলে না।

কষ্ট এবং ব্যর্থতার চাপে সব সময় হতাশ থাকে। তবে হাজারো কষ্ট, শত ব্যর্থতার মাঝেও প্রিয় মানুষের সামনে এসে ঠোঁটের কিনারায় হাসি ফুটায়। প্রিয় মানুষদের বুঝতে দেয় না তার হৃদয়ের হাহাকার। হাসি দিয়ে ভালো থাকার মিথ্যা অভিনয় করে। পরিবেশ এবং পরিস্থিতি বুঝে মুখে হাসি দিয়ে ভালো থাকার চেষ্টা করে। শত দুঃখের মাঝেও সুখে থাকার অভিনয় করে। একজন পুরুষ মানুষ কোন কাজে ব্যর্থ হলে তাকে প্রথমে অবহেলা এবং অপমানিত করে তার প্রিয় মানুষ গুলোই। ব্যর্থার কারণে তাকে নিয়ে ট্রল করে উপহাস করে থাকে।

ব্যর্থতার সময়ে তার পাশে এসে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোন মানুষ থাকে না। এটাই হচ্ছে সমাজের বাস্তবতা। জীবনে ব্যর্থতার গল্প সে কাউকে বলতে পারে না। কারণ ব্যর্থতার গল্প যাকে বলে সেই সান্ত্বনা না দিয়ে উল্টো তাকে দোষারোপ করে। তাইতো পুরুষ মানুষ প্রিয় মানুষ গুলোর মাঝে সব সময় মিথ্যা অভিনয় করে থাকে‌। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পরিবার-পরিজন সবারই মাঝে সেই মুখের হাসি দিয়ে ভালো থাকার অভিনয় করে। কারণ পুরুষ মানুষের জানে তার ব্যর্থতা এবং কষ্টের গল্প শুনলে কেউ তাকে সান্তনা দিবে না।

উল্টো তাকে নিয়ে ট্রল এবং উপহাস করবে। সবাই তাকে ব্যর্থ কাজের জন্য দোষারোপ করবে। কিন্তু সেই যেই সফলতার জন্য শত চেষ্টা করেছে তা কেউ বলবে না। যদি ঐ কাজে সফলতা আসে সবাই মিলে উল্লাসিত হবে। আর যদি ব্যর্থতা নেমে আসে তাহলে তার পাশে কেউ থাকবে না। এটা হচ্ছে বাস্তবতার চিরন্তন সত্য চরিত্র। তাইতো পুরুষ মানুষ নীরবে তার কষ্ট গুলো নীল আকাশে প্রাণে তাকিয়ে সহ্য করে যায়। নিজের দুঃখ কষ্টগুলো বুকে চাপা রেখে প্রিয়জনদের ভালো রাখার চেষ্টা করো সব সময়।

অন্যকে ভালো রাখার জন্য শত দুঃখ কষ্টের মাঝেও মুখে হাসি ফুটায়। হাসি দিয়ে মিথ্যার অভিনয় করে। তার মিথ্যের অভিনয়টা হয়তো কেউ ধরতে পারে না। সবাই তার মুখের হাসি দেখে উল্লাসিত হয়ে থাকে। সবাই ভেবে নেয় সে বেশ সুখে আছে।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

পুরুষ মানুষ স্বার্থ পূরণের মেশিন একটা। পুরুষ মানুষ পরিবারের প্রতিটা মানুষকে ভালো রাখতে যেয়ে যে নিজের ভালো থাকা হারিয়ে ফেলে কখন বুঝতেই পারে না।পরিবারের মানুষগুলি অনেক শখ পূরণ করে কিন্তু একটা পুরুষ মানুষ কিভাবে যে টাকাটা অর্জন করতেছে এর বাইরের কষ্টগুলো কখনোই কেউ দেখতে আসে না। কষ্ট এবং ব্যর্থতা চাপে সবসময় হতাশা রয়েই যায়। হাঁসির ভিতরে অনেক কষ্ট আছে কেউ বুঝতে পারে না।প্রতিটা সময় একটা মাথায় টেনশন কাজ করে আমি আমার পরিবারকে কিভাবে ভালো রাখবো। কবে চাকরি পাব? কবে পরিবারের হাল ধরতে পারবো। একটা পুরুষ মানুষ কিন্তু কোন কাজে ব্যর্থ হলেই প্রিয় মানুষের সাথে অনেক কথা শুনতে হয়। কিন্তু অপরপক্ষে প্রিয় মানুষের উচিত তাকে সাহস দেওয়া তাকে সাপোর্ট করা।অনেক সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া। ভীষণ ভালো লাগলো

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, পুরুষ মানুষ স্বার্থ পূরণের মেশিন। এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

খুবই চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনারা এই পোস্ট করে সত্যিই নিজের কাছে অনেকটা বেশি ভালো লাগলো। পুরুষ মানুষ যখন কোন কাজে সফলতা অর্জন করে তখন সবাই তাকে বাহবা দেয় কিন্তু যখন সে কোন কাজে ব্যর্থ হয় তখন কেউ পাশে থাকে না। তার সুসময় অনেকেই তার পাশে থাকে কিন্তু যখন দুঃখের সময় আসে তখন সবাই তাকে নিয়ে উপহাস করে এটা আসলে পুরুষ মানুষের নিত্যদিনের পথ চলার একটি অংশ। পুরুষ মানুষ তার প্রিয় মানুষদেরকে খুশি রাখতে রাত দিন পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রমের কথা কেউ কখনোই বলে না, মাঝে মাঝে আমার মনে হয় পুরুষ মানুষের জন্যই হয়েছে অন্যকে খুশি করার জন্য যদিও পৃথিবীতে কেউ কখনো কাউকে খুশি করতে পারে না। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি আপনি ভাই বাস্তব কথা বলেছেন, প্রিয় মানুষদেরকে খুশি রাখতে রাত দিন পরিশ্রম করে কিন্তু এই পরিশ্রমের কথা কেউ কখনোই বলে না। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 2 years ago 

খুব সুন্দর পোস্ট করেছে ভাইয়া।আসলেই প্রতিটি পুরুষ মানে একজন বাবা,একজন ভাই,একজন ভালো স্বামী সব সময় তার পরিবারকে সুখে রাখতে গিয়ে অনেক সময় নিজের আনন্দ গুলোকে বিসর্জন দিয়ে থাকেন।ভালো থাকুন পৃথিবীতে সব ভালো দায়িত্ববান পুরুষ। ধন্যবাদ

 2 years ago 

পোস্টটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতিটি পুরুষ মানুষ জীবন ক্ষেত্রে যুদ্ধ করে থাকে। প্রিয় মানুষের মুখে হাসি পোড়ানোর জন্য তারা নীরবে কষ্টগুলো সহ্য করে। তবে এটি ঠিক তাদের মুখের হাসির মধ্যে অনেক ধরনের কষ্ট লুকিয়ে থাকে। আর যদি কোন কাজে ব্যর্থ হয় তাকে নিয়ে সবাই অনেক ট্রল করে। তবে পুরুষ মানুষের কষ্টগুলো ঠিকমতো পরিবারের লোক গুলো বুঝে না। খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্ট টি দেখে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটি ঠিক পুরুষ মানুষের হাসির মধ্যে অনেক কষ্ট লুকিয়ে থাকে। পুরুষ মানুষ পরিবারের জন্য অনেক কষ্ট লুকিয়ে রেখে মুখে হাসি দেখায়। এবং পরিবারের সুখের জন্য তারা অনেক কষ্ট করে। এবং কোন কাজে যদি ব্যর্থ হয় তখন সবাই অনেক ট্রল করে। তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করেনা। তাই নীরব কষ্টের মধ্যেও একটু হলেও সুখের হাঁসি দেই পরিবারকে দেখানোর জন্য। মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পুরুষ মানুষের কষ্ট গুলো কেউ বুঝতে চায় না‌ এইটাই সমাজের বাস্তবতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ভাই একজন পুরুষ মানুষ, নিজের পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেক পরিশ্রম এবং বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষা করে থাকে। নিজে অনেক কষ্টে থাকলেও হাসিমুখে সবকিছু করে ফেলে এবং কাউকে কিছু বুঝতে পর্যন্ত দেয় না। প্রতিটি পরিবারের ছায়া হিসেবে কাজ করে। কিন্তু দিনশেষে সেই পুরুষ মানুষ কারো কাছ থেকে নূন্যতম সাপোর্ট পর্যন্ত পায় না। এমনকি পরিবারের মানুষজনেরাও অনেক সময় ভীষণ কষ্ট দেয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্টটি পড়ে এতো দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 112231.07
ETH 4466.94
SBD 0.85