বিজয় দিবসে সকল শহীদের প্রতি রইলো সশস্ত্র সালাম,বিনম্র শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।
আজ আমি আপনাদের, মহান বিজয় দিবস উপলক্ষে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
সকলকে মহান বিজয় দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই
আজ বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস। আজকের এই দিবসে গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের। অত্যান্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলা স্বাধীনতা অর্জিত হয়েছে। স্মরণ করছি মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকল নেতৃবৃন্দদের। স্মরণ করছি বহি বিশ্বের যে সকল বন্ধু রাষ্ট্র আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে সকল সেনারা অংশগ্রহণ করেছে। বিশেষ করে স্মরণ করছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রতি এবং ঐ সময়ে জনগণের প্রতি যারা আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে এবং তাদের দেশে আমাদের জনগণকে আশ্রয় দিয়েছে। অত্যন্ত কৃতজ্ঞতা স্মরণ করছি ঐ সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মুক্তিযুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে দেশের প্রতি তাদের আত্মত্যাগ কখনো ভুলতে পারবো না আমরা।
১৯৭১ সালে ২৬ শে মার্চ পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি । এক সাগর রক্তের বিনিময়ে আমাদের কাঙ্খিত লাল-সবুজের পতাকা অর্জিত হয়। আমাদের মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। দীর্ঘ ৯ মাস ব্যাপক ধ্বংসলীলা চালানোর পর আমাদের মুক্তিবাহিনীর কাছে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানের পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেন। সেদিন থেকে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক শব্দটি পেয়েছি।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছরই ১৬ই ডিসেম্বর সরকার প্রধান থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। শহীদদের প্রতি জানানো হয় অকৃত্রিম ভালোবাসা। বিজয় দিবস আমরা সকলেই খুবই গুরুত্ব সহকারে পালন করা থাকি। শহীদদের প্রতি সম্মান জানানোর পরে আমরা উৎসবে মেতে উঠেছি। বিজয়ের আনন্দে আমরা আত্মহারা হই। আমরা শহীদদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি । বিজয় দিবসে আমরা দেশের উন্নয়নের শপথ গ্রহণ করি। গোটা জাতি শহীদের কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই দিনে আমরা হানাদার মুক্ত করতে পেরেছি আমাদের প্রিয় বাংলাদেশকে। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা। বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গৌরবের।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
স্বাধীনতা নিয়ে স্বল্প কিছু বলে শেষ করা যাবে না।স্বাধীনতার সময় আমাদের পার্শবর্তী যে দেশগুলো আমাদের সহযোগিতা করেছিলেন এবং যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজয় দিবসের সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
এত সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এটি অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। শত শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানের সাথে আমাদের এই দেশ পেয়েছি। গোটা জাতি শ্রদ্ধার সাথে শহীদদের স্মরণ করে। ধন্যবাদ আপনাকে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পোস্টটি দেখে কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিজয় দিবস সম্পর্কে আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে আলোকপাত করেছেন। সত্যিই এই বিজয় দিবস টা আজ আমরা উপভোগ করছি শহীদের রক্তের বিনিময়ে। যারা এই দেশের জন্য অগণিত প্রাণ দিয়েছেন রক্ত ঝরিয়েছেন। আমরা শহীদদেরকে স্মরণ করব এবং আমাদের এই বর্তমান প্রজন্ম কে তাদের সম্পর্কে তুলে ধরব।
অনেক অনেক ধন্যবাদ এতো দুর্দান্ত মতামত শেয়ার করার জন্য।