আমার লেখা কবিতা "আমি ব্যর্থ " /১০% প্রিয় 💞 @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা আমি ব্যর্থ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20221209_075218.jpg

আমি ব্যর্থ


আমি অসহায়, আমি নিঃস্ব
আমার দুর্ভাগ্য, আমি ব্যর্থ।
.

আমার কখনো দেখা হয় নি
ঘন কালো আধার কাটিয়ে
সোনালী সকালের আলো।

আমি সফলতা অনেক শুনেছি
আমার দুর্ভাগ্য আমি কখনো
সফলতার ছোঁয়া পাইনি ।

আমি অন্যের সফলতার উৎসবে
বার বার হেসেছি নিজের সফলতার
আনন্দে কখনো হাসতে পারেনি।

ভাগ্য নামক শব্দ কখনো আমার
পাশে ছিলো না
আমি অনেকবার হেরেছি ভাগ্যের কাছে।

আমি মাকড়সার মতো অনেকবার
চেষ্টা করেছি সফল হতে
ভাগ্য আমাকে সফল হতে দিল না।

আমি বইয়ের পাতা সফলতার গল্প পেয়েছি
আমি কবিতার কাব্যে সফলতা শুনেছি।

আমি উপন্যাসের ভূমিকায় সফলতার মন্ত্র দেখেছি
আমি গুণীজনদের জীবনে সফলতার চিত্র দেখেছি।

আমি প্রকৃত থেকে উপমা নিয়েছি
আমি ভাঙ্গা গড়ার খেলা উপলব্ধি করেছি।

আমি সফলতা হণ হয়ে খুঁজছি
আমি চেষ্টা করেছি শতবার থেকে সহস্রোবার
আমার দুর্ভাগ্য আমি সফল হতে পারি নি।

আমি যেদিন আশা করেছি সোনালী
রোদ্রউজ্জ্বল দিনে প্রাণ খুলে হাসবো।

সে দিনই চেয়ে গেলো চারদিক কালো মেঘে
কালবৈশাখী ঝড়ে উড়ে গেল জীবনের কিছু অধ্যায়।

আমি একটি বর্ষার দিন চেয়েছি
মনের আনন্দে টিপ টিপ বৃষ্টিতে ভিজবো বলে।

সেদিন সূর্যের উত্তপ্ত অতি বেগুনি রশ্মিতে
হৃদয় হলো মরুভূমি।

আমি এক দুর্ভাগ কখনো
ভাগ্য আমার সহায় ছিলো না।

সমুদ্রের কিনারায় এসে
গেলো আমার তরী ডুবে ।

স্বপ্নাকে খুব কাছ থেকে দেখেও
স্পর্শ করতে পারেনি।

আমি ব্যর্থ আমি বড়ই ব্যর্থ!
আমি কখনো সফল হতে পারি নি
ব্যর্থতায় আবরণে আমার জীবন।

কত বলবো হৃদয়ের ব্যথা
কাব্যিক ছন্দে কি আর হৃদয়ের
জ্বালা বোঝা যায়?

জীবনের প্রতিটি ক্ষণ কেটেছে ব্যর্থতায়
কখনো সুখের প্রদীপ দেখে নি
জন্ম যে আমার বৃথা।

মৃত্যু পরে আসবে কি
আমি দুর্ভাগার, জানাজাতে মানুষ?

দিবে কি মাটি আমার কবরেতে?


আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। কবিতাটি আমার জীবনকে নিয়ে লেখা। আসলে আমার জীবনের প্রতিটি পর্যায় ব্যর্থতায় ঢাকা । কখন আমি সফলতার মুখ দেখে নি। সফলতার দ্বার প্রান্তে এসো জীবনে বারবার হেরে গেছি। ভাগ্য কখনো আমার সাথে ছিল না। নিশ্চিত বিজয় জেনেও হয়েছি পরাজয়। এইটাই আমার ভাগ্য। জানি না মৃত্যু পরবর্তী সময় গুলো কেমন করে কেটে যায়? যদিও কথাগুলো ছন্দ আকারে হয়নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ দুপুর
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

কে বলেছেন আপনি ব্যর্থ সৃষ্টিকর্তা আপনাকে কতগুলো মূল্যবান সম্পদ দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছেন।মানুষ সব সময় সফলতার মুখ দেখে না।পরিশ্রম করতে করতে ধৈর্য ধরে কোন এক সময় সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে।হতাশ হবেন না ধৈর্য ধরুন আপনি একসময় সফল হবেন আশা করি।আপনি ব্যর্থতা নিয়ে অনেক বড় একটি কবিতা লিখেছেন পড়তে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। ব্যর্থ কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে কবিতাটি আমাদের মাঝে প্রকাশ করলেন। আপনার কবিতা পড়ে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ তাদের দুর্দান্ত মন্তব্য শেয়ার করার জন্য।

 3 years ago 

লেখা নিয়ে কোনো কথাই হবেনা,পুরোই উৎকৃষ্ট মানের ছিল।
তবে শেষে যেহেতু বললেন,লেখাটা আপনার জীবনকে কেন্দ্র করে তাহলে আমি বলবো,আপনার রাস্তাটা ভুল।মানুষ সবসময়ই সফল হবে, এমন কোনো নিয়ম নেই।না পারলে বারবার চেষ্টা করতে হবে।মাকড়সার মতো চেষ্টা করেছেন,তার জন্য সাধুবাদ।
কথায় বলে,রাস্তা বদলাও কিন্তু স্বপ্ন বা লক্ষ্য নয়।
আজ লিখেছেন আমি ব্যর্থ,আমি সেদিনের অপেক্ষায় থাকলাম যেদিন লিখবেন আমি সফল।
শুভ কামনা 🤍

 3 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার লিখা ব্যর্থ কবিতাটি আপনার অনেক ভালো লাগলো।বেশ দারুন ছন্দে লিখেছেন গুছিয়ে।আপনার এই কবিতাটি ব্যর্থতা নিয়ে লিখা ।কথা গুলো যেন অনেক টা আমাদের জীবনের সাথে মিলে গিয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত দুর্দান্ত মন্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ

 3 years ago 

ভাগ্য নামক শব্দ কখনো আমার
পাশে ছিলো না
আমি অনেকবার হেরেছি ভাগ্যের কাছে।

আপনার কবিতা টার সঠিক মন্তব্য এটা হবে কীনা জানি না। তবে কবিতা টা যেভাবে লিখেছেন মনে হচ্ছে সত্যি একজন ব‍্যর্থ মানুষের আত্মকথা এটা। এককথায় অসাধারণ ছিল। দারুণ লিখেছেন কবিতা টা।

 3 years ago 

এত সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

মানুষের জীবনে খারাপ সময় আসবে এটাই স্বাভাবিক খারাপ সময়টা আসবে বলেই যে এই সময়টা সব সময় থাকবে এমনটা নয়। আজ যার খারাপ সময় আছে, কাল হয়তো ভালো সময় চলে আসবে। সুতরাং আমি মনে করি খারাপ সবাইকে ধন্যবাদ জানানো উচিত। ধৈর্য ধারণ করুন অবশ্যই ভালো সময়ের দেখা পাবেন সর্বশেষ আপনার কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এরকম কবিতা আপনার থেকে প্রতিনিয়ত আশা করব।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল ভাইয়া।
তবে আপনি আপনার কবিতা লেখার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন কেননা প্রতিটা লাইনের সাথে ছন্দের মিল রেখে কবিতা লিখেছেন। সফলতা আর ব্যর্থতা নিয়েই জীবন আর আপনি ব্যর্থতার কিছু অংশ কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

কবিতা দেখে সুন্দর ভাবে মনের অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সবাই দেখছি বলছে সফলতা আসবে সফলতা আসবে, কিন্তু সৃষ্টিকর্তা কিছু সৃষ্টি জীবের কপালে ব্যর্থ লিখেই রেখেছেন। হয়তো বা পরকালে সে অনেক বড় ফল পাবে। যাই হোক আপনার সফলতা কামনা করছি।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 112892.22
ETH 3993.17
USDT 1.00
SBD 0.59