জীবনের খাতা থেকে (বৃক্ষের সমাচার)

জীবনের খাতা থেকে (বৃক্ষের সমাচার)

tmp-cam-1804362100.jpg

বায়ু চলে নিজ গতিতে,
থেমে যায় পথ চলাতে বৃক্ষের ডাকে।

স্বাধ তো সেথায় ওড়ে,
যখন তার তার দেওয়াতে প্রান বাচে।

কবি বাচে তো প্রকৃতির মাঝে,
যেথায় প্রকৃতি কবির হাতে ছন্দ বেচে।

তেই রাত দুপুরে ছন্দ খুজি,
বৃক্ষ তোমার কাছে বসি।

ভাল্লাগে না কিছু,
শহর মাঝে জীবন গেছে,
তেই ছুটছি বৃক্ষের পিছু।

জীবন সে তো মরা কাঠ,
পাইনা তাতে কিছু।
শেষ জীবনে ছুটছি লিখিতে,
বৃক্ষ কবি গুরুর পিছু।

Sort:  
 4 years ago 

খুবই সুন্দর লিখেছেন কবিতাটি।প্রকৃতির মাঝে জীবনের ছন্দ খুঁজে পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106859.49
ETH 3887.77
USDT 1.00
SBD 0.57