চাঁদ রাতের দিন ঘুরতে যাওয়া। পর্ব :১

in #traveling4 months ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারো আপনাদের সামনে চলে আসলাম। আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি হচ্ছে চাঁদ রাতের দিন বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যাওয়া।আমরা বন্ধুবান্ধব যারা সবাই একসাথে থাকি তারা প্রত্যেকে ঘুরতে অনেক ভালোবাসি। সময় সুযোগ হলে আমরা সকল বন্ধু-বান্ধব মিলে একসাথে ঘুরতে চলে যায়। বন্ধুবান্ধব মিলে এরকম একসাথে ঘুরতে যাওয়ার অনেক স্মৃতি আমার কাছে রয়েছে।

আমরা বন্ধুবান্ধব মিলে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশের দর্শনা সীমান্ত এলাকায়। আমার বাসা থেকে এটি প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সন্ধ্যার একটু আগে বাসা থেকে বের হলাম উদ্দেশ্য সীমান্তবর্তী এলাকার দর্শনা। আমরা ছয় জন বন্ধু তিনটা মোটরসাইকেল নিয়ে সবাই বের হয়ে গেলাম।আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে প্রায় ৭:৩০ বেজে গেল। এরপর আমরা মোটরসাইকেলগুলো পার্কিং করলাম। আমরা একটি দোকানে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তা করলাম।নাস্তা শেষ করে যখন আমরা বাইরে বের হলাম এবং আশেপাশে পরিবেশটা একটু দেখেছি।

তখনই একজন দায়িত্বরত বিজিবি আমাদের কাছে আসলো। সে যে কথাটি বলল সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাদেরকে বলল এখানে ছয় টার পরে ঘুরাঘুরি করা নিষেধ আছে। কারণ এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা। আমরা দায়িত্ব বিজিবিকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কোন কাজ হলো না। তবে কয়েকটা গ্রুপ ফটো তোলার অনুমতি সে আমাদেরকে দিয়েছিল।
আমরা ঠিকমত ঘুরতেও পারি নাই এবং ছবিও তুলতে পারি নাই। স্বাভাবিকভাবে ওই অবস্থায় আমাদের অনেক খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না এখানে এইটাই নিয়ম। আর এর আগে আমরা কখনো ওই জায়গায় যায়নি তাই আমরা এই নিয়মটা জানতাম না।

1659635688080.jpg
বেশি রাত হয়ে যাওয়ার জন্য আমরা ওই জায়গায় যেয়ে ভালোভাবে ঘুরতে পারিনি এবং ছবিও তুলতে পারিনি তাই বেশি ছবি দিতে পারলাম না।

এরপর আমরা অন্য একটি জায়গায় যাওয়ার প্ল্যানিং করলাম এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যে সবাই মিলে মোটরসাইকেলগুলো নিয়ে রওনা করলাম।

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা কোন জায়গায় গিয়েছিলাম সেটা পরবর্তী ব্লগে বলবো। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65834.02
ETH 2696.36
USDT 1.00
SBD 2.87