ভ্রমন পোস্ট - " প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে "

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।

প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতেঃ


20250112_114729.jpg

20250112_114722.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্ট মূলত ভ্রমন বিষয়ক পোস্ট। আমরা প্রতিনিয়ত নানান রকমের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে গিয়ে থাকি।সেই রকম একটি ভ্রমন বিষয়ক পোস্ট নিয়ে আজকে হাজির হয়ে গেলাম।বেশকিছু দিন আগে ছেলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর নিউ মার্কেটে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে।সেই বিষয় নিয়েই আমার আজকের ব্লগ।

20241215_102559.jpg

20241215_102708.jpg

কোথাও বেড়াতে গেলে সর্বপ্রথম যে জিনিসটির দরকার তা হলো প্রয়োজনীয় কাপড় ক্যারী করতে সুন্দর একটি ব্যাগ দরকার।তাই ছেলের এক্সামের পর স্কুল খোলার আগে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়।আর দূরে কোথাও ঘুরতে গেলে প্রয়োজনীয় জিনিস গুলো নিতে হলে ব্যাগ ভীষণ দরকার।তাই এক্সাম শেষ হলে আমরা নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম।প্রয়োজনীয় লাগেজের সাথে প্রয়োজনীয় আরো কিছু কেনাকাটা আমরা সেদিন করেছিলাম।লাগেজটি তো দেখলেন। কেমন হয়েছে বন্ধুরা?? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে লাগেজটি।

20241211_190119.jpg

20241211_190112.jpg

নিউ মার্কেট গিয়েছি আর আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলোতে যাব না তা কিন্তু আমার দ্বারা হয়না।তাইতো সেখানে গিয়ে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলাম।চমৎকার চমৎকার ফুল আজকাল দেখতে পাওয়া যায়।চোখ জুড়ানো সব ফুল আর পাতা বাহারের গাছ গুলো সবার দৃষ্টি আকর্ষন করে থাকে।আমার দৃষ্টি কখনো এসব দৃশ্য থেকে এড়িয়ে যায় না।কি বলেন ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে না ?

20241211_185906.jpg

20241211_185843.jpg

20241211_185711.jpg

সেদিন প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে আমি আরো কিছু দোকান ঘুরে ঘুরে দেখছিলাম।আসলে আমরা মার্কেটে গেলে তখন অনেক অনেক জিনিস চোখে পরে যা আমরা নিয়ে থাকি।তা কিন্তু আমাদের লিস্টের বাইরেই থাকে।উপরে যে লাল গোলাপ ফুল গুলো দেখতে পাচ্ছেন তা এতোটাই জীবন্ত লাগছিলো যে আমি বাসার ফুলদানীর জন্য কয়েকটি গোলাপ ফুলের স্টিক নিয়েছিলাম।সেদিন আমাদের কেনাকাটা করতে যাওয়ার মেইন টার্গেট ছিল লাগেজ।লাগেজ তো নিয়েছি দেখলেন।এরপর আরো টুকিটাকি অনেক কিছুই আমি সেদিন নিয়ে এসেছিলাম।কেনাকাটা শেষ হলে আমরা বাসায় চলে এলাম।

কেনাকাটা করার কিছু সুন্দর অনুভূতি আমি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।আজ এখানেই শেষ করছি।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থাননিউ মার্কেট,ঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 7 months ago 

Screenshot_20250131-173145_SuperWalk.jpg

Screenshot_20250131-173016_Chrome.jpg

Screenshot_20250131-172457_Chrome.jpg

Screenshot_20250131-134734_X.jpg

 7 months ago 
 7 months ago 

এটা আপনি ঠিক বলেছেন আপু। বাইরে গেলে আর্টিফিশিয়াল ফুলগুলো যেন অনেক ভালো লাগে দেখতে তাই সেগুলোর ফটো ধারণ করতে মন চায়। চোখের সামনে থাকা আর্টিফিশিয়াল ফুলগুলো যদি ফটোগ্রাফি না করা যায় তাহলে নিজের কাছেই খারাপ লাগবে। অনেক ভালো লাগলো কেনাকাটা করতে গিয়ে এত চমৎকার ফটোগ্রাফি করেছেন দেখে।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

এটা আপনি ঠিক বলেছেন আপু। বাইরে ভ্রমণ করতে গেলে ভালো একটি ব্যাগের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমার একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। আমি প্রায় প্রত্যেক মাসেই ঢাকা থেকে মেহেরপুরে যাওয়া আসা করি। এখন মেহেরপুর এ অবস্থান করছি। তাই প্রয়োজনীয় জামাকাপড়ের জন্য ভালো ব্যাগ সব সময় দরকার হয় আমার। যাইহোক বাবুর পরীক্ষার পরে ঘুরতে যান,ব্যাগের প্রয়োজন অনুভব করেন। কেনাকাটা করতে গিয়ে অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলগুলো চমৎকার ছিল।

 7 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 7 months ago 

প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছেন বেশ ভালো হলো আপু। বেশ সুন্দর ব্যাগ কিনেছেন দেখে খুব ভালো লাগলো। যে কোনো জায়গা যাওয়ার জন্য ব্যাগের খুব প্রয়োজন হয়ে থাকে। আর্টিফিশিয়ালি ফুলের বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি‌ । ধন্যবাদ আপনাকে আপু।

 7 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

ছেলের পরিক্ষা শেষে নিউমার্কেট গিয়েছিলেন লাগেজ কিনতে জেনে খুবই ভালো লাগলো।কোথাপ গেলে সত্যি সুন্দর একটা লাগেজ দরকার হয় কাপড়চোপড় নেয়ার জন্য কাপড়ও সুন্দর থাকে লাগেজে।লাগেজটা খুবই সুন্দর হয়েছে আপু।আসলে কিছু কিনতে গেলে নিদিষ্ট কিছু কেনার মাঝেই সীমাবদ্ধ থাকে না অনেক কিছু কেনা হয়ে যায় সেরকমই হয়েছে আপনারও।আর্টিফিশিয়াল ফুল আর বাস্তব ফুলেট পার্থক্য বোঝা মুসকিল। সত্যি তরতাজা লাল গোলাপ লাগছে।কিনেছেন গোলাপ জেনে ভালো লাগলো।সব গুলো আর্টিফিশিয়াল ফুলেই অসম্ভব রকমের সুন্দর কিন্তুু আমার নজর কেরেছে চেরির গাছটি কি সুন্দর চেরি গাছ ভর্তি মনে হচ্ছে সত্যিকারের। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।

 7 months ago 

সুন্দর মতামত তুলে ধরেছেন দিদি।অনেক ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

হ্যাঁ আপু দূরে কোথাও ঘুরতে গেলে ব্যাগ এর প্রয়োজন হয়। আপনি দেখছি পছন্দ করে ব্যাগ ও কিনেছেন। আর আপু মার্কেটে গেলে আর্টিফিশিয়াল দোকানে গেলে মাথা এমনিতে ঘুরে। কারণ বিভিন্ন ধরনের ফুল গাছ ও পতাকা অনেক কিছু দেখা যায়। যাইহোক প্রয়োজনীয় কিছু কিনতে গিয়ে পোস্টটি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 7 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 109238.80
ETH 4347.73
USDT 1.00
SBD 0.83