"কক্সবাজারে রাতের দৃশ্য"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৯ শে আগস্ট, শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি কক্সবাজার ভ্রমণের- কক্সবাজারে রাতের দৃশ্য" এই পর্বটি শেয়ার করবো।
জীবনে প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছিল। দিনের আলোর সমুদ্র যেমন সুন্দর, ঠিক তেমনি রাতের সমুদ্রের সৌন্দর্যও ছিল একেবারেই আলাদা। চারপাশ অন্ধকারে ঢাকা, আর দূরে সমুদ্রের গর্জন যেন মনে করিয়ে দিচ্ছিল সমুদ্রের বিশালতাকে।
রাতের কক্সবাজারে হাঁটার অভিজ্ঞতা ছিল অসাধারণ। সৈকতের বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সবাই গল্প করছিলাম। কারও মুখে ছিল হাসি, কারও মনে আবার ছিল প্রথম সমুদ্র দেখার উচ্ছ্বাস। চারপাশে নীরবতা থাকলেও সমুদ্রের ঢেউয়ের শব্দ সেই নীরবতাকে প্রাণবন্ত করে তুলেছিল।
ঠান্ডা হাওয়া যেন মনকে অন্য রকম এক প্রশান্তি দিচ্ছিল। দিনের ভ্রমণের ক্লান্তি ভুলে আমরা সবাই সমুদ্রের হাওয়ায় মুগ্ধ হয়েছিলাম। মনে হচ্ছিল, এই মুহূর্তে পৃথিবীর আর কোথাও এমন শান্তি খুঁজে পাওয়া যাবে না। রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম, আর সেই ছবিগুলো আপনাদের সাথেও শেয়ার করেছি।
সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা সবাই একসাথে অনেক রাত পর্যন্ত সময় কাটিয়েছি। কেউ হাঁটছিল, কেউ আবার বালুর উপর বসে গল্পে মেতে উঠেছিল। চারপাশে এমন এক পরিবেশ ছিল যা মনে হয়েছিল শুধু আমাদের জন্যই সাজানো হয়েছে।
সেদিন কক্সবাজারে কাটানো রাত আমার জীবনের সেরা একটি মুহূর্ত হয়ে থাকবে। সমুদ্রের বিশালতা, ঠান্ডা বাতাস, ফটোগ্রাফির আনন্দ আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো সব মিলিয়ে সেই রাতটি সত্যিই ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে কক্সবাজার ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1962914064541294927?t=ApSk-w1lTFI7hF19kGhI0Q&s=19
https://x.com/aongkonbd/status/1962914640809300233?t=uJ3H-R-5grs0xNKajCKnEA&s=19
https://x.com/aongkonbd/status/1962914972473909688?t=pOCO4CNu0p5_2mo7L7tyhQ&s=19
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
@aongkon, what a beautiful glimpse into your trip to Cox's Bazar! Your passion for travel shines through in every word and photograph. The way you described the experience of seeing the sea at night, the sounds, and the overall atmosphere is truly captivating. The photos are stunning and perfectly complement your storytelling.
It's wonderful to see your dedication to the "Amar Bangla Blog" community and your desire to enrich it with your creative content. Keep sharing your adventures and insights with us! I'm eager to read more about your travels in future posts. Thank you for bringing a piece of Bangladesh's beauty to the Steemit community! What was your favorite moment during your trip?
রাতের সৌন্দর্য দেখতে সত্যি অনেক ভালো লাগে। আর কক্সবাজারের রাতের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল ভাইয়া। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লেগেছে।
খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার একটি পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো৷ কিছুদিন আগেও আমি এই কক্সবাজারের রাতের সৌন্দর্য উপভোগ করেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই ফটোগ্রাফি গুলোর মধ্য দিয়ে খুব সুন্দর ভাবে এই সৌন্দর্যকে উপভোগ করেছেন৷ খুব সুন্দরভাবে আপনি এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷