সিজন-৫ "১০ স্টিম পাওয়ার আপ"⚡

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

প্রতি সপ্তাহে মতো আমার শক্তি বৃদ্ধি করতে আবারও আজকে পাওয়ার আপ সিজন-৫ এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করলাম। স্টিমেট প্লাটফর্ম শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবি গুরুত্বপূর্ণ।তাই আমি শক্তি বৃদ্ধি জন্য আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ৩X ডলফিন হবো ইনশাআল্লাহ। তাই আজকে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ৩X ডলফিন হতে পারি।৩X ডলফিন জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। আমি যে ভাবে পাওয়ার আপ পোস্ট করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম।


1000026714.jpg

আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন এবং মডারেটরদের অসংখ্য ধন্যবাদ।পাওয়ার আপ প্রতিযোগিতা সিজন-৫ তে আমার টার্গেট হলো ৩x ডলফিন হবো।সেই লক্ষ্য নিয়ে আমি পাওয়ার আপ করে যাব ইনশাআল্লাহ।


1000058551.jpg

  • পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।

1000058552.jpg

  • আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।

1000058553.jpg

  • তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।


পাওয়ার আপ এর পরিমাণ

পূর্বে এসপি ছিল১১,৪৫৭.৪১৫স্টিম
পাওয়ার আপ১০ স্টিম
বর্তমান এসপি১১,৪৬৭.৪১৫ স্টিম


প্রতি সপ্তাহে মতো আজকে ১০ স্টিম পাওয়ার আপ সম্পন্ন করলাম। নিজেকে শক্তিশালী করতে পাওয়ার আপ নিয়মিত ভাবে করে যাচ্ছি। তাই আজকে শক্তি বৃদ্ধি জন্য ১০ স্টিম পাওয়ার আপ করলাম । পাওয়ার আপ এর মাধ্যমে স্টিমেট প্লাটফর্ম নিজেকে টিকিয়ে রাখা সম্ভব। এভাবেই আমার শক্তি বৃদ্ধি করতে নিয়মিত পাওয়ার আপ করে যাবো ইনশাআল্লাহ। পাওয়ার আপ এর মাধ্যমে আমি ৩x ডলফিন এর সপ্ন পূরণ করতে চেষ্টা করে যাচ্ছি । সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন এভাবেই আমার শক্তি বৃদ্ধি করে একদিন আমি ৩x ডলফিন হতে পারি।

standard_Discord_Zip.gif

আমার পরিচয়

IMG_20230821_180423.jpg

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবসি ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।

Amar_Bangla_Blog_logo_png.png

👉বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন🌺🌹🌺

Sort:  
 13 days ago 

নিজের একাউন্টের সক্ষমতা ধরে রাখার জন্য প্রতি সপ্তাহেই আপনি কিছু কিছু পাওয়ার আপ করে যাচ্ছেন। যা কিনা আপনার একাউন্ট কে বেশ অনেক দূর নিয়ে যাবে। আশা করবো পাওয়ার আপ করার এই ধারাবাহিকতা সব সময় বজায় থাকবে।

 13 days ago 
 13 days ago 

টার্গেট ডিসেম্বর সিজন - ৫ এ ভাইয়া আপনি ১০ স্টিম পাওয়ার আপের মাধ্যমে ১১,৪৬৭.৪১৫ এসপি তে পৌঁছে গেছেন দেখে বেশ ভালো লাগলো। ক্রমাগত নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ করেছেন ভাইয়া আপনি। এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে ইনশাআল্লাহ দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 13 days ago 

সক্ষমতা বৃদ্ধি করতে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাই।পাওয়ার আপ মানেই সক্ষমতা অর্জন। যত বেশি পাওয়ার আপ করা যাবে নিজের একাউন্ট তত বেশি উন্নীত হবে। অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকুন।

 13 days ago 

আপনি ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ১১,৪৬৭+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। যত বেশি পাওয়ার আপ তত বেশি শক্তি অর্জন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে, আপনার কাঙ্খিত লক্ষ্য ট্রিপল ডলফিন এই সিজনে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 13 days ago 

১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ারের কোন বিকল্প নেই। প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ আপনাকে আশা করছি এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন।।

 13 days ago 

আপনি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত অল্প অল্প করে হলেও পাওয়ার আপ করা। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 13 days ago 

1000058550.jpg

 13 days ago 

ভাই আপনি এভাবে চেষ্টা করতে থাকলে অবশ্যই থ্রি এক্স ডলফিন অর্জন করতে পারবেন। আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 82716.06
ETH 1812.57
USDT 1.00
SBD 0.72