ফলাফল!!

in আমার বাংলা ব্লগ10 days ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৬ শে অক্টোবর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000591228.jpg

Source


আমির খানের থ্রি ইডিয়েট একটা জনপ্রিয় সিনেমা। আমি নিজেও যে কতবার দেখেছি সেটার ঠিক নেই। এই সিনেমার মধ্যে শিক্ষার্থীদের জন্য দারুণ কিছু ম‍্যাসেজ দেওয়া আছে। পাশাপাশি শিক্ষাব‍্যবস্থা নিয়ে রয়েছে নানা রকম প্রশ্ন। এই মুভির একটা অংশে দেখা যায় আমির খান অর্থাৎ রাঞ্চো তার স‍্যারকে বলছে স‍্যার শিক্ষার্থীদের পরীক্ষার যে ফলাফল সেটা নোটিশ বোর্ডে টানানো উচিত না। এতে করে একজনের দূর্বলতা আরেকজন দেখে ফেলে এবং মজা নেয়।যে পরীক্ষায় খারাপ করে তার মনোবল ভেঙে যায়। এমন কিছু করা যায় না যেখানে ঐ শিক্ষার্থীর ফলাফল শুধু সেই দেখতে পারবে। অন্য কেউ দেখতে পারবে না।

অর্থাৎ রেজাল্ট শিট নোটিশ বোর্ডে টানানোই হবে না।। সবার ফলাফল তাকে ব‍্যক্তিগতভাবে পাঠিয়ে দেওয়া হবে। যদিও মুভিতে আর ঐটা করা হয়নি। তবে আমাদের ইউনিভার্সিটি প্রশাসন হয়তো এটা একটু সিরিয়াস ভাবে নিয়েছিল। কথাটা হয়তো তারা শুনেছিল। এইজন্যই আমাদের ইউনিভার্সিটির ফলাফল দেখানোর সিস্টেম বেশ আলাদা। আমাদের ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট সার্ভার আছে। এবং আমরা যখন অ‍্যাডমিশন নেয় তখন আমাদের একটা বিশেষ ইমেইল দেওয়া হয় আইডি দিয়ে। মেইলটা এমন [email protected]. এই ইমেইল দিয়ে ঐ সার্ভারে লগইন করে আমাদের একটা প্রোফাইল অপেন হয়ে যায়। যেখানে আমাদের সবকিছু থাকে।



আমরা কতগুলো কোর্স কমপ্লিট করেছি। এই সেমিষ্টারে আমাদের কোর্স কতগুলো। পাশাপাশি অ‍্যাটেনডেন্স কেমন। সেমিষ্টার ফি সবকিছু। এবং আমাদের কোর্স চয়েজ সেটাও দিতে হয় ঐ সার্ভার দেখেই। মোটামুটি সরাসরি আমরা কোন কাজ করি না। বাংলাদেশের প্রায় সব প্রাইভেট ইউনিভার্সিটিরই অবস্থা এমন। সবারই একটা প্রাইভেট সার্ভার আছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা সঠিকভাবে বলতে পারব না। এসব কিছু তো ঠিক আছে। আমাকে সবচাইতে বেশি অবাক করে রেফাল্ট দেওয়ার সিস্টেম টা। আমাদের অথোরিটি হয়তো থ্রী ইডিয়েট মুভির ঐ কথাটা খুবই সিরিয়াসলি নিয়েছে। তারা আমাদের সেমিষ্টার ফাইনালেরর ফলাফল কোন নোটিশ বোর্ডে টানায় না। তারা সরাসরি সেটা আমাদের ঐ সার্ভারে দিয়ে দেয় যার যার ব‍্যক্তিগত প্রোফাইলে।

সেই প্রোফাইলে লগইন করতে হয় এই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি ছাড়া যেটা অন্য কেউ পারবে না। অর্থাৎ আপনার ফলাফল শুধু আপনিই দেখতে পারবেন আর কেউ পারবে না। এটা বেশ দারুণ। আপনি ভালো করুন খারাপ করুন সেটা অন্য কেউ দেখতে পারছে না। এটা বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে। কয়েকদিন আগে যখন সেমিষ্টার ফাইনালের ফলাফল দিল তখন অনেকেই জিজ্ঞেস করছিল তোর সিজিপিএ কত আসছে। ব‍্যাপার টা যেমন হাস‍্যকর তেমনই মজার। আপনি না চাইলে আপনার ফলাফল কেউ জানতে পারবে না। যদিও আমি বলে দেয় কেউ জানতে চাইলে। কারণ ইউনিভার্সিটিতে উঠে সিজিপিএ জিনিসটা গোপন করার কিছু নাই। টপার বাদে সেটা সবারই খুবই খারাপ।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.034
BTC 101394.59
ETH 3277.28
USDT 1.00
SBD 0.52