কখনও কখনও এক মুহূর্তেই বদলে যায় পুরো জীবন

1000000831.jpg

কখনও কখনও এক মুহূর্তেই বদলে যায় পুরো জীবন”
এক সময় আসে সবার জীবনে,
যখন মাত্র এক মুহূর্তেই সবকিছু বদলে যায়।
কখনও কখনও ব্যথাটা নয়,
বরং এই বুঝে ফেলা যে—সবকিছু আর আগের মতো থাকবে না,
সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
তুমি একসময় কারো ওপর ভরসা করেছিলে,
তুমি তাদের কথায় বিশ্বাস করেছিলে,
তোমরা একসাথে স্বপ্ন দেখেছিলে—
আর এক সকালে ঘুম থেকে উঠে দেখলে,
সব কিছু হারিয়ে গেছে।
না কোনো ব্যাখ্যা, না কোনো বিদায়বাণী—
শুধু নীরবতা...
আর তোমার নিজের হৃদয়ের ভাঙা আওয়াজ।
তুমি পুরনো মেসেজগুলো পড়ো,
পুরনো স্মৃতিগুলো ঘুরে দেখো,
আর চোখের কোণে জল নিয়ে হাসার চেষ্টা করো।
মজার না?
একজন মানুষই তোমার জীবনের
সবচেয়ে সুখের আর সবচেয়ে অন্ধকার দিনগুলো দিতে পারে।
কিন্তু একটা সত্য আমি কষ্ট পেয়ে শিখেছি —
কেউ কখনও পুরোপুরি ভুলে যায় না সেই ব্যথা।
আমরা শুধু সেটা একটা হাসির আড়ালে লুকিয়ে রাখতে শিখি।
আমরা অভিনয় করি, যেন সব ঠিক আছে,
কিন্তু ভেতরে কোথাও সেই ভাঙা আমি এখনও ফিসফিস করে বলে —
“যদি সবকিছু একটু অন্যরকম হতো?”
হয়তো তুমি এখন এই লেখা পড়ছো,
আর তোমার বুকেও সেই একই ব্যথা টের পাচ্ছো।
হয়তো তুমিও হারিয়েছো—
কাউকে, কোনো স্বপ্নকে, কিংবা নিজেকেই।
যদি তাই হয়, মনে রেখো—
কখনও কখনও জীবন আমাদের ভালোবাসার জিনিসগুলো কেড়ে নেয়,
আমাদের নিজেদের শক্তিটা মনে করিয়ে দিতে।
হয়তো তোমার হৃদয়টা ভাঙেনি,
হয়তো সেটা কেবল আরও বড় হয়েছে ভালোবাসার জন্য।
❤️‍🔥 একদিন তুমি ফিরে তাকাবে আর বুঝবে—
এই কষ্ট তোমাকে ধ্বংস করেনি,
বরং তোমাকে নতুন করে গড়ে তুলেছে।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 106968.11
ETH 3635.25
USDT 1.00
SBD 0.51