একটি স্বপ্নের অপমৃত্যু (দ্বিতীয় পর্ব)।
সন্ধ্যায় আসাদের বাবা এসে আসাদের মাকে জিজ্ঞেস করলো আসাদ কিছু খেয়েছে কিনা? তখন আসাদের মা রাগ করে আছাদের বাবাকে বলে আমি জানিনা তুমি কিভাবে কি করবে। কিন্তু আগামী কয়েকদিনের ভিতর যদি ছেলেকে মোটরসাইকেল না কিনে দাও। তাহলে আমি ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। ছেলেটা আমার কয়েকদিন ধরে না খেয়ে আছে। এই কথা শুনে আসাদের বাবার মনটা খারাপ হয়ে যায়। 
সে চিন্তা করে আমি তো ছেলে ভালোর জন্যই তাকে মোটরসাইকেলটা কিনে দিচ্ছি না। কারণ আজকালকার রাস্তাঘাটে বের হলেই শুধু দুর্ঘটনার খবর শোনা যায়। আর এই দুর্ঘটনার ভেতর সবচাইতে বেশি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল চালকের। তার পরিচিত কত মানুষ তাদের ছেলেকে হারিয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এই দুশ্চিন্তাতে আসাদের বাবা ছেলেকে মোটরসাইকেল কিনে দিতে রাজি হয় না। কিন্তু এখন সে বুঝতে পারে হয়তো শেষ পর্যন্ত তাকে মোটরসাইকেল কিনে দিতেই হবে। 
রাতে আসাদের বাবা আসাদের দরজায় গিয়ে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করে তাকে অনেক অনুরোধ করে খাওয়ার জন্য। কিন্তু আসাদ দরজাও খোলে না বাবার সাথে কোন কথাও বলে না। পরদিন আসাদের বাবা আসাদের কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে তাদেরকে বলে আসাদ কে বোঝানোর জন্য। তারা আসাদের বাবাকে কথা দেয় ঠিক আছে আঙ্কেল আমরা আজকে আসাদের সাথে কথা বলছি। কিন্তু আড়ালে তারা হাসতে থাকে। কারণ তাদের পরামর্শেই আসাদ এমন কাজ শুরু করেছে। 
আসাদের মোটরসাইকেল কেনার পেছনের জেদের কারণটা তার বন্ধুদের জানা। আসাদ একটি মেয়েকে অনেক পছন্দ করে। সেই মেয়ের পেছনে আবার অন্য আরেকটি ছেলে ঘুরছে। সেই ছেলেটির একটি দামি মোটরসাইকেল আছে। আসাদ যখন মেয়েটির সাথে কথা বলতে গিয়েছে। তখন মেয়েটি বলেছে যদি প্রেম করতেই হয় তাহলে তমালের সাথে করবো। মোটরসাইকেলে করে ঘুরতে আমার অনেক ভালো লাগে। এই কথা শোনার পর থেকে আসাদ পাগল হয়ে গিয়েছে। তারপর থেকে তার বন্ধুদের পরামর্শে সে এই অভিনয় শুরু করেছে। 
পরদিন সকালে আসাদের কয়জন বন্ধু আসাদের বাড়িতে আসে। তারা আসাদের রুমে ঢুকে দরজা আটকে আসাদের সাথে গল্প করতে থাকে। তারপর তারা আসাদকে জানায় যে গতকাল তার বাবা তাদের কাছে গিয়েছিল আসাদকে বোঝানোর জন্য। এই কথা বলে তারা সবাই মিলে হাসতে থাকে। তারা আসাদকে পরামর্শ দেয় তুই আর দুই একদিন এমন অভিনয় চালিয়ে যা। তাহলে দেখবি তোর বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তোকে মোটরসাইকেল কিনে দিয়েছে। 
আসাদ তখন তার বন্ধুদেরকে বলে ঠিক আছে আমি আরো কয়েকদিন এরকম অভিনয় চালিয়ে যাচ্ছি। তারপর সে বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে যায় খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে সে আবার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দরজা আটকে বসে থাকে। বাইরে যাওয়ার পর তার আরেক বন্ধু তাকে একটি পরামর্শ দিয়ে বলেছে। যদি তুই এই কাজ করতে পারিস তাহলে আগামী ২-৩ দিনের ভিতরেই তুই মোটরসাইকেল পেয়ে যাবি। (চলবে)
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i | 
|---|---|
| ফটোগ্রাফার | @rupok | 

Support @heroism Initiative by Delegating your Steem Power 
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP | 
 

 Support @Bangla.Witness  by Casting your witness vote  
Support @Bangla.Witness  by Casting your witness vote 
VOTE @bangla.witness as witness

OR



বন্ধুদের পাল্লায় পড়ে আসাদ পুরোপুরি বিগড়ে গিয়েছে। আর তার এই চাহিদায় তার বাবা-মায়ের কষ্ট কতটা হচ্ছে সে বুঝছে না।মেয়ের প্রেমে মুগ্ধ কিন্তু যাদের জন্য সে আজ বর্তমান তাদের কষ্ট দিচ্ছে। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। পরবর্তী পর্বের অপেক্ষায় আছি।