গল্প-একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ২৭)||

in আমার বাংলা ব্লগ7 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমি একটি গল্প শেয়ার করতে যাচ্ছি।আজ আমি একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প (পর্ব ২৭) লিখতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।


একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ২৭):


vietnam-4905789_1280.jpg

Source


নতুন সকাল নতুন জীবন শুরু ছাবিনার।রাতের বেলায় বেশ ভালোভাবে কেটেছিল। সকালেও ছিল তার বাবা মা সাথে ছিল।বেশ আনন্দ নিয়ে সময় গুলো অতিবাহিত করেছিল ছাবিনা।এরপর সে সকাল থেকে তার নতুন জীবনযাপনের জন্য প্রস্তুতি নেয়।সে একদম পুরোদমে তার নতুন জীবনের প্রস্তুতি শুরু করে দেয়।

পরের দিন সকাল থেকে তার কলেজের দিন শুরু। তাই সে সারাটা দিন নিজের জিনিসপত্র গুলোকে গুছিয়ে নেয়। নিজের টেবিল থেকে শুরু করে সবকিছু পরিপাটি করে তোলে।তার সামনের দিনগুলোর জন্য।সে এমন ভাবে প্রস্তুতি নেয় যেন তার কোন কিছুতেই কোন বাঁধা না পরে।সে যেন কোন কিছুর জন্য পিছিয়ে না থাকে। আগামী দিনের কাজগুলো সে দুই দিন আগেই করে রাখছে।

এদিকে অয়ন ছাবিনার জন্য অনেক শপিং করে নিয়ে আসে। তার নতুন জীবনের নতুন কিছু দিয়েই শুরু করতে হবে। এজন্য সে ছাবিনার জামাকাপড় থেকে শুরু করে ব্যাগ, জুতা কসমেটিক্স সবকিছু কিনে নিয়ে আসে ছাবিনার জন্য।সে চায় ছাবিনার এই পথ চলায় কোন কিছুর যেন কমতি না থাকে।ছাবিনা অবশ্য আগের ব্যাগ পত্র গুছিয়ে ছিল।পরের দিন তার কলেজে যাওয়ার জন্য।


কিন্তু অয়ন এসে সবকিছু সরিয়ে ফেলে। নতুন করে নতুন সব জামা কাপড় নতুন জিনিসপত্র দিয়ে ছাবিনার জন্য ঘর আবারো নিজের মনের মতো করে সাজায়।সে চায়না পুরনো কোন জিনিস সে ব্যবহার করুক। তার পড়াশোনার সমস্ত বই পত্র খাতা সবকিছু নিজ হাতে অয়ন নতুন করে সাজিয়ে দেয়। কলেজের প্রথম দিনের কথা ভেবে ছাবিনার খুবই আনন্দিত।


সে সারাটা দিন হাসি খুশি ছিল।এরপর রাতের বেলায় যখন ঘুমাতে যায় তখন তার যেন দু চোখের ঘুম ছিল না। কখন সে কলেজে যাবে কখন সকাল হবে এইসব নিয়েই ভাবনা চিন্তা করছিল।আসলে আমরা যখন নতুন জীবন শুরু করতে যাই তখন কারো চোখেরই ঘুম থাকে না।দিনের বেলায় পত্র গুছিয়ে রেখেছিল। তারপরও সব কিছু আবারো চেক করে নিচ্ছিল কোন কিছু বাদ পড়েছে কিনা।ঘুম না এসে সে ঘরে মধ্যে হাটা হাটি করে।এসব দেখে অয়ন রেগে যায়। বলে এত রাত জাগলে শেষে কলেজে যেতে পারবে না। কলেজে গিয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতে হবে।এরপর একটু রাগান্বিত ভাবে ছাবিনাকে ঘুম আসতে বলে এরপর অয়নের কথা মত ছাবিনা ও লক্ষী মেয়ের মতো ঘুয়ায় পড়ে।এরপর সকাল হয় আর ছাবিনার রেডি হয়ে যায় তার কলেজে যাওয়ার জন্য। কলেজে যাওয়ার পর কি হয় সেটা জানতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.036
BTC 105765.52
ETH 3631.13
USDT 1.00
SBD 0.55