গল্প-একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ২৩)||
আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47 আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি গল্প শেয়ার করতে যাচ্ছি।গল্প লিখতে বা পড়তে ভীষণ লাগে আমার।কিন্তু সময়ের অভাবে হয়তো সেটা হয়ে উঠে না।আজ আমি একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প (পর্ব ২৩) লিখতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।
একটি দরিদ্র মেয়ের বড় হওয়ার গল্প(পর্ব ২৩):

Source
আজ ছাবিনার মেডিকেল পরীক্ষার রেজাল্ট হয়।ছাবিনা তো খুব ভয়ে থাকে। কি হবে রেজাল্ট সেটা নিয়ে।অনি ও অয়ন পাশে থেকে শান্তনা দিচ্ছিল তাকে।অয়ন যখন রেজাল্ট দেখে সে একদম মাথায় হাত দেয়।কোনো কথা বের হচ্ছিল না তার মুখ থেকে।ছাবিনা অয়ন কে বলে কি হয়েছে কিছু বলছেন না কেনো।
অয়নের চুপ থাকা দেখে ছাবিনা কান্না শুরু করে দেয়।আর বলে কেনো এমন টা হয় আমার সাথে বার বার।এত কষ্টের পরেও কিছু হলো না।অয়ন এইসব দেখে বিকট শব্দে হাসে।ছাবিনা কান্না ছেড়ে অবাক হয়ে তাকিয়ে থাকে অয়নের দিকে।আর বলে আমার কষ্ট দেখে আপনার হাসি পাচ্ছে।
এইসব বলে ছাবিনা আবার কান্না শুরু করে দেয়।অয়নের হাসি যেন কিছুতেই থামছে না।কোন কিছু বলার আগেই সে হাসিতে গড়াগড়ি খাচ্ছে।এইসব দেখে ছাবিনা আরও বেশি রেগে যায় যায়।জোরে জোরে কান্না করে আরো।অয়ন তো শুধু দেখছিল এইসব।ছাবিনা রেগে লাল হয়েছিল।
ছাবিনা যত বেশি রাগ করছিল অয়ন ততো বেশি আনন্দ পাচ্ছিল।সে ভীষণ মজা নিচ্ছিল ছাবিনার এইসব পাগলামি দেখে।অনি তো এইসব দেখে কিছু বুঝতে পারছিল না।দুইজনের দিকে হা হয়ে তাকিয়ে ছিল শুধু।কোনো কিছু বলার ভাষা খুজে পাচ্ছিল না।তার সব কিছু উলট পালট হয়ে যাচ্ছিল একদম।নীরব দর্শক হয়ে দেখছিল শুধু।ছাবিনা এক সময় রুম থেকে বের হয়ে ছাদের এক কোণে গিয়ে বসে কান্না শুরু করে।অনেক কথা ভাবতে থাকে।
এত পড়াশুনার পরেও এমন হবে বুঝতে পারে নি সে।এইদিকে অনি অয়ন কে বলে কি হয়েছে ভাইয়া কেনো এমন করছো ভাবির সাথে। দেখতো কত কষ্ট পাচ্ছে।ভাবির রেজাল্ট এর ব্যাপারে কিছু বললে না যে কিছু।এরপর অয়ন বলে তোর ভাবি মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।আর সে প্রথম স্থান অধিকার করেছে।এটা শুনে অনি লাফ দিয়ে বলতে যাবে ছাবিনা কে।এমন সময় অয়ন বলে এখন না একটা সারপ্রাইজ আছে ওর জন্য।কি সারপ্রাইজ দিচ্ছে অয়ন ছাবিনা কে সেটা জানতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।আজ এই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

https://x.com/Maria182143171/status/1971927635161936112?t=l-7vQKRTGFDpiLUakWB-SA&s=19
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1972107854460198930?t=aOGPqpv3wZRUAu52VC6a4Q&s=19