গল্প রাইটিং:-" চাপা কান্না "II written by @maksudakawsarII
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার রহমতে । আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। তবে কেন জানি আজকাল ব্যস্ততাগুলো আমায় দারুন প্যারা দিচেছ। প্যারা দিচ্ছে জীবন আর সময় দুটোই। কিন্তু আমি তো ব্যস্ততা চাই না। চাই একটু শান্তি আর প্রশান্তি। চাই একটু স্বাধীনতা। যাই হোক এসব কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। তাই চলে যাই আজ আপনাদের জন্য আমার লেখা সুন্দর গল্পে। যা কিনা বাস্তব জীবেন থেকে সংগ্রহ করা।
প্রতিদিনই চেষ্টা করি আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের বাস্তব কিছু ঘটনাকে গল্পে রূপ দিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে। যাতে করে আমার লেখার যাদুতে আপনারা মুগ্ধ হতে পারেন। যদিও সময় করে উঠতে পারি না। যদিও নিজের ক্রেয়েটিভিটি আপনাদের মাঝে তুলে ধরার সময় হয় না। তবুও চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল গল্পটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

অভি মাত্র দু বছরে পা রেখেছে। এর ভিতর হঠাৎ করে চলে গেল অভির বাবা। অভির বাবা মারা যাওয়ার পর অভির মা তাকে নিয়ে তার নানা বাড়ী উঠেছে। অভির যাবতীয় খরচ তার নানা চালায়। বেশ আদর করে অভির নানা অভিকে। এদিকে অভির মা দেখতে শুনতে বেশ দারুন। আর তাই তো অভির বাবার মৃত্যু এক বছর অতিক্রম না হতেই অভির নানী তার মাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কি করবে অভির মা যে মাত্র ২২ বছরের একজন সুন্দরী রমনী। যাই হোক বেশ কিছু দিনের মধ্যে অভির মায়ের বিয়ের ব্যবস্থা করা হলো। কারন হাতের কাছে বেশ ভালো একটি ছেলে পাওয়া গেছে। আর সেই কারনেই অভির নানী এই পাত্র কে হাত ছাড়া করতে চাচেছ না।
যাই হোক অবশেষে অভির মায়ের বিয়ে হয়ে গেল। কিন্তু অভির নতুন বাবার পৃথিবীতে কেউ না থাকার কারনে বিয়ের কিছুদিন অভির মা তার এখানেই থেকে গেল। অভির মা যখন নতুন স্বামীর সংসার করতে ব্যস্ত তখন অবুঝ শিশু প্রতি রাতে মায়ের সান্নিধ্য পাওয়ার জন্য মায়ের আদর পাওয়ার জন্য মায়ের ঘরের পাশে যেয়ে কান্নায় ভেঙ্গে পড়তো। আর অভির নানী অভিকে নিয়ে ঘুম পাড়ানো গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিতো। এক সময়ে অভির মা নতুন স্বামীর সংসার করতে স্বামীর সাথে চলে গেল অভিকে তার নানীর কাছে রেখে। আর অবুঝ এবং শিশু অভি নানীর কাছে দিনে দিনে বড় হতে লাগলো।
এক সময়ে অভি বড় হয়ে যায়। বুঝতে শিখে যায় সব কিছু। কিন্তু অভি তার মাকে মন থেকে ভালোবাসতে পারে না। অভি তার মাকে মন থেকে সম্মান করতে পারে না। কারন অভির ধারনা একটিই যে অভির মা তাকে রেখে অন্য কারও হাত ধরে চলে গেছে। আর সেজন্যই অভি তার মায়ের সাথে তেমন দেখাও করে না। অভি আজ বড় হয়েছে নিজের সংসার হয়েছে। কিন্তু অভির জীবনে কোথাও তার মায়ের অস্থিত্ব নেই। অভির মায়ের ঘরে আর দুটো সন্তান হয়েছে। তারাও আজ সবাই বড় হয়ে গেছে। কিন্তু অভির বুকের যে চাপা কান্না তা কিন্তু আর কেউ শুনতে পায়নি। মা থেকেও অভির জীবন হয়ে গেছে মা বিহীন। তাই তো অভি এখন আর তার মায়ের সাথে দেখা করে না।
এ ভাবেই যাচ্ছিলো অভির জীবন। যেখান ছিল না তার মায়ের কোন অস্থিত্ব। যেখানে অভি কেবল তার মা কে ঘৃণার চোখে দেখতো। কিন্তু একদিন অভির কাছে খবর আসলো যে তার মা আর দুনিয়াতে নেই । অভির বুকে কেমন যেন মোচর দিয়ে উঠলো। অভি দৌড়ে গেল মায়ের কাছে। কিন্তু এখন আর অভি তার মাকে খুঁজে পেল না। কেবল পেল মায়ের দেয়া কিছু কাগজ। যেখানে আছে অভির নামে রাখা ২৯ বিঘা জমির দলিল। আর কাছে অশ্রু ভরা একটি চিঠি। যেখানে অভির মায়ের সমস্ত কষ্ট আর চাপা কান্নার কথা বলে গেছে অভির মা। মায়ের চিঠি পড়ে আজ অভি তার মায়ের চাপা কান্নার সুর শুনতে পায়। শুনতে পায় রাতের আধাঁরে অভিকে লূকিয়ে দেখতে আসা মায়ের পায়ের শব্দ। কিন্তু খোজেঁ পায় না মায়ের মুখ খানি।
কেমন লাগলো আমার আজকের গল্পটি। আশা করি আপনাদের সবার কাছেই আমার গল্পটি বেশ ভালো লেগেছে। ভালো থাকবেন।
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

অভির মা ও তার ছোট্ট সন্তানের মধ্যে যে আবেগ এবং কষ্ট রয়েছে, তা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাস্তব জীবনের প্রতিফলন ঘটানো এমন গল্প পড়ে মনটা ভার হয়ে গেল।দারুন লিখেছেন আপু।তবে গল্পটি আরো বড় হলে অনেক ভালো হতো।
ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/maksudakawsar/status/1914030446066737590
https://x.com/maksudakawsar/status/1914030321475174789
https://x.com/maksudakawsar/status/1914030222422294737
https://x.com/maksudakawsar/status/1914030078071357457
https://x.com/maksudakawsar/status/1914030991695606139
সমাজে এমন অনেক অভি আছে। যারা কিনা এমন করে মায়ের কাছ হতে দূরে সরে যায়। অথচ মায়ের বুকে লূকিয়ে থাকা কষ্ট কে অনুভব করতে পারে না। বেশ ভালো লাগলো আপনার গল্পটি পড়ে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।