গল্প :- প্রতারণা।

in আমার বাংলা ব্লগ24 days ago

IMG_20250926_194502.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব প্রতারণা পোস্ট। কিছু কিছু মানুষ আছে এমন ভাবে প্রচারণা করে কেউ বুঝতে পারে না। তাদের মুখের সুন্দর ব্যবহার শুনলে মুগ্ধ হয়ে যায়। মনে হয় ওটাই ভালো ওটাই পারফেক্ট। এরকম কিছু লোক বিগত সময় ধরে মানুষের সাথে প্রতারণা করে আসে। আমাদের স্কুলের একজন শিক্ষক। সেই অনেক বছর ধরে স্কুলের শিক্ষকতা করা যাচ্ছে। এখন তার বয়স হয়ে গেছে তবে লোকটি একদম সরল মানুষ ছিল। বিগত কয়েকদিন আগে তার মোবাইলে কল আসলো এবং বলতে লাগলো স্যার কেমন আছেন। আর স্যার বলার সাথে সাথে লোকটি মনে করল তার কোন ছাত্রবার কিছু হবে। এরপর আমাদের শিক্ষকের সাথে কথা বলতে লাগলো।

এবং বলতে লাগলো স্যার আপনার জন্য একটা অফার আছে। এবং লোকটি জিজ্ঞেস করল কি অফার আছে। তখন লোকটিকে বলতে লাগলো আপনার বিকাশ থেকে আমাদের এই নাম্বারে ১০০০ টাকা পাঠালেন দুই হাজার টাকা পাবেন। আর লোকটা এমনিতে সরল মানুষ শিক্ষক হলো তেমন প্যাচ বুঝেনা। আর মোটামুটি বয়স অনেক হয়েছে। এরপর লোকটি তাদের কথাই পড়ে গেল। প্রতিটি কথায় স্যার স্যার বলতে লাগলো তাকে প্রতারকেরা। এবং আমাদের শিক্ষকটি অনেক ভেবেছেন যে তার মোবাইল থেকে ১ হাজার টাকা পাঠালেন ওই নাম্বারে। কিছুক্ষণের মধ্যে তার মোবাইলের ২০০০ টাকা পাঠালেন নাম্বার থেকে। এবং আমাদের শিক্ষকটি অনেক খুশি হয়ে গেল ১ হাজার টাকা পাঠালাম ২০০০ টাকা পেলাম।

তখন তার মোবাইলে আবার কল করে বলল। এইখানে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার থেকে বেশি পাবেন। এবং আমাদের শিক্ষকটি লোভে পড়ে গেল। তারপর শিক্ষক ও লোভ সামলাতে আর পারল না। এবং কয়েক ঘন্টা পর সে ১০ হাজার টাকা ব্যবস্থা করে ওই নাম্বারে পাঠালেন। এবং কিছুক্ষণের মধ্যে তার মোবাইলে 20 হাজার টাকা আসলো। তখন আমাদের শিক্ষকটি মহা খুশি। কারণ ১০ হাজার পরিবর্তে ২০ হাজার টাকা সে পেলেন। এবং সেই চিন্তা করতে লাগল বেশি টাকা পাঠালে আরো বেশি টাকা পাবে। আর ওই সময় তার বাড়ির ঘরের কাজ চলতে লাগলো। এবং ওই সময় তার হাতে টাকা ও ছিল।

যদিও এই কথাগুলোর শিক্ষকটি কারো সাথে শেয়ার করলেন না। এবং ওই সময় স্কুলে অনেক শিক্ষক ছিল কারো সাথে শেয়ার করে নাই। মূলত শিক্ষকটি লোভে পড়ে গেল। এরপর চিন্তা করতে লাগলো আরো বেশি টাকা পাঠাবে। এরপর স্কুল ছুটি হওয়ার পর আমাদের শিক্ষকটি ওই নাম্বারে ৫০ হাজার টাকা পাঠালেন। এবং ৫০ হাজার টাকা যখন পাঠালেন তখন সেই মনে করল এক লাখ টাকা পাবেন। এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করলো যখন টাকা আসলো না। ওই সময় মোবাইলে কল করে দেখলেন নাম্বারটি বন্ধ। এবং সে বারবার ওই নাম্বারে কল দিতে লাগলো। তারপরও দেখতে লাগলো নাম্বারটি বন্ধ। তারপর আমাদের শিক্ষক কি চিন্তায় ওইখানে ঘুরে পড়ে গেলেন।

এবং পরে ডাক্তারের কাছে নেওয়ার পর যখন তার জ্ঞান আসলো তখন তাকে জিজ্ঞেস করল কি হয়েছে। তখন আমাদের শিক্ষকটি বলতে লাগ তার ৫০০০০ টাকা লোক দেখিয়ে নিয়ে গেল। তারপর সে বলতে লাগলো প্রথমে তাকে অফার দেওয়া হয়েছে কত টাকা পাঠালে কত টাকা পাবে। এ কারণে সেই দুইবার টাকা পাঠালেন এবং তার ডাবল টাকা আসলো। আর এখন তৃতীয় বার পঞ্চাশ হাজার টাকা পাঠালাম এক লাখ টাকা আসবে বলল। আর এখন দেখলাম যে নাম্বারে টাকা পাঠালাম ওই নাম্বারটি বন্ধ আমার টাকাগুলো নিয়ে গেল। পরবর্তীতে সবাই বুঝতে পারল কোন চক্রের মধ্যে পড়েছেন শিক্ষকটি। আর এরকম অনেক মানুষকে প্রতারক গুলো নিচ্ছ করে। তাই এই প্রতারক থেকে সাবধান হওয়া দরকার সবাইর। আশা করি আমার পোস্টটি পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Sort:  

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 24 days ago 

IMG_20250927_220606.jpg

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 109181.94
ETH 3924.99
USDT 1.00
SBD 0.60