ডাউনলোডের মেসেজ পেয়েছেন? সাবধান! ভুলেও ক্লিক করবেন না |

in #steemit2 years ago

beware-of-Tiktok-pro-scam-sms-TikTok-Pro-ডাউনলোডের-মেসেজ.webp
সম্প্রতি বহু মানুষ এই এসএমএস পেয়েছেন৷ তাতে দাবি করা হচ্ছে, TikTok-র ভারতীয় সংস্করণ এসে গিয়েছে, নাম TikTok Pro৷ হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এ আসছে এই মেসেজ৷
৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার৷ এই অ্যাপগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল TikTok৷ দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে অ্যাপগুলি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র৷ নিষিদ্ধ ঘোষণার আগে ভারতে TikTok ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ২০ কোটি৷ TikTok-এর এই জনপ্রিয়তাকেই এ বার কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা৷
![beware-of-Tiktok-pro-scam-sms-TikTok-Pro-ডাউনলোডের-মেসেজ

কী রকম এসএমএস? সম্প্রতি বহু মানুষ এই এসএমএস পেয়েছেন৷ তাতে দাবি করা হচ্ছে, TikTok-র ভারতীয় সংস্করণ এসে গিয়েছে, নাম TikTok Pro৷ হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এ আসছে এই মেসেজ৷ মেসেজে লেখা থাকছে, ‘Tiktok ভিডিও উপভোগ করুন, ফের ভিডিও তৈরি করুন৷ নীচের লিঙ্কে ক্লিক করে TikTok pro ডাউনলোড করুন৷’

লিঙ্কে ডাউনলোড খুললেই টিকটক অ্যাপ-এর আইকন আসছে৷ তারপর ক্যামেরা, মাইক সহ নানা পারমিশন চাইছে ইউজারের থেকে৷ পারমিশনগুলিতে অনুমোদন পেয়ে গেলেই ফোনে থেকে যাচ্ছে অ্যাপটি৷ এই অ্যাপটি গুগল প্লে স্টোরে নেই৷ সুতরাং সাবধান৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65074.63
ETH 2635.72
USDT 1.00
SBD 2.83