ঈদ মোবারক

in Steemit BD - বিডি2 years ago

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আপনারা সকলেই অনেক ভাল আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি অনেকদিন পরে দুইটি পোস্ট নিয়ে এসেছি। এই দুইটি পোস্ট আইটেল ফোন দিয়ে তোলা হয়েছে প্রথম যে ছবিটি রয়েছে ওই ছবিটির আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওই জায়গাটি হলো নদীর কাছে এই জায়গাতে যে বিল্ডিং রয়েছে এটি একটি পানির ফ্যাক্টরি। এখানে নিচে পানি শুকিয়ে গেছে তাই আপাতত এই ফ্যাক্টরিটি বন্ধ এবং নিচে বাচ্চারা খেলাধুলা করতেছে ক্রিকেট।
IMG_20230424_122428.jpg
আর এই ছবিটি একটি পুকুরের সামনে তোলা। এটি চলন্ত একটি গাড়িতে তোলা হয়েছে। আমার সাথে যে রয়েছে তিনি আমার ছোটদোলা ভাইয়া। আশা করি আপনাদের এই ছবিটি ভালো লেগেছে।
IMG_20230424_122355.jpg
আজকের মত এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


আমার পরিচয়ঃ

আমার নাম মো: সাইম হোসেন
আমার বাড়ি, পাবনা জেলার বেড়া থানায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নে।

Sort:  
 2 years ago 

image.png

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
BTC 111302.25
ETH 4040.90
USDT 1.00
SBD 0.61