সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। তো আজ আপনাদের সাথে শেয়ার আমার তৈরি আরো একটি ডিজিটাল আর্ট আশা করি সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
আমার তৈরি আর্ট।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। (এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগিন।
প্রথমে আমি ফটোশপ এপ্লিকেশনটি চালু করে নিউ মেনুতে যেয়ে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করি। সাইজ রাখি ২০০০*১১২৪ পিক্সেল।
এবার নতুন একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার তৈরি করি। তারপর সেটায় হলদ ও কমলার গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি।
এবার নতুন একটি লেয়ার তৈরি করি। তারপর লেসো টুল দিয়ে সেই লেয়ার এ সমুদ্রের অংশ এঁকে ফেলি। সেটির উপর ও গ্র্যাডিয়েন্ট রঙ দেই।
এবার নতুন আরো একটি লেয়ার খুলে সেটির উপর লেসো টুল দিয়ে এক সাইড এ পাহাড় ও অন্য সাইড এ পাড়ের অংশ আঁকি।
এবার নতুন একটি লেয়ার বানাই। তারপর সেটির উপর কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে গাছ এঁকে দেই।
এবার নতুন আরো একটি লেয়ার তৈরি করে সেটার উপর মারকিউ টুল ব্যবহার করে সূর্য এঁকে দেই।
এবার সূর্য, গাছ, ও গ্রাউন্ড এর লেয়ার কে একটি গ্রুপ করি। তারপর সেই গ্রুপ কে কপি করি। তারপর সেই কপি করা লেয়ার কে ভার্টিকালি ফ্লিপ করে দেই। অপাসিটি কমাই। তারপর ফিল্টার থেকে ওয়েভ ফিল্টার যুক্ত করি। এতে এটাকে পানিতে প্রতিবিম্ব মনে হবে।
এবার নতুন আরো একটি লেয়ার খুলে আকাশে পাখি এঁকে দেই।
এবার একই ভাবে পাখি গুলোর প্রতিবিম্ব আঁকি সমুদ্রের পানিতে।
এবার আমার নাম যুক্ত করে ড্রইং এর কাজ শেষ করি।

আমার তৈরি বিকেলের সমুদ্র পাড়ের ল্যান্ডস্ক্যাপ।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আপনার ডিজিটাল ল্যান্ডস্কেপ আর্ট গুলো বেশ সুন্দর। কি সুন্দর বিকালের দৃশ্য। পাহাড় সমুদ্র এবং সূর্য সব মিলিয়ে সুন্দর। গাছ পাখির ছায়াগুলো বেশ সুন্দর। ভালো ছিলো।বর্ণনা গুলোও সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।
আপনি অ্যাডোব ফটোশপ ব্যবহার করে চমৎকার করে বিকেলের সমুদ্র পাড়ের দৃশ্য অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো। ডিজিটাল হাটগুলো আমার দেখতে খুব ভালো লাগে বিশেষ করে এর কালার গুলো সুন্দর ভাবে ফুটে ওঠে। আপনার বিকেলের সমুদ্র পাড়ের দৃশ্য আমার খুব চোখে লেগেছে বিশেষ করে এর কালার টা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি বিকেলের সমুদ্রপাড়ের ল্যান্ডস্কেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
ডিজিটাল আর্টগুলো তেমন একটা না পারলেও, দেখতে বেশ ভালই লাগে।আপনার ডিজিটাল আর্টটিতে বিকেলের সমুদ্র পাড়ের দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর্টি সম্পন্ন করার পদ্ধতি গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
কি চমৎকার একটি ডিজিটাল আর্ট করলেন আপনি। আমার কাছে তো সমুদ্রের পানি গুলো যেমন সুন্দর লাগলো তেমনি পাহাড়গুলো অসাধারণ লাগলো। এরকম ডিজিটাল আর্ট গুলো আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাহ অনেক সুন্দর একটি আর্ট। আপনি তো ডিজিটাল আর্টগুলো খুবই সুন্দর করেন। বিকেলে সমুদ্রের পাড়ের দৃশ্যটা সুন্দর হয়েছে ভাই। এবং খুবই সুন্দরভাবে সম্পূর্ণ পোস্ট টা উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা।।।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
অসাধারণ একটি ডিজিটাল আর্ট করেছেন। আপনার আর্টটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ।বিকেল বেলার সমুদ্র পাড়ের দৃশ্য খুবই সুন্দর ভাবে আপনি ফুটিয়ে তুলেছেন
শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনার আর্ট দেখে মনে হচ্ছে আপনি গোধুলী বিকেলের আর্ট করেছেন। মাঝে মাঝেই আকাশের রঙ এমন হয়। অনেক ভালো লাগে এমন সুন্দর পরিবেশ। আপনি খুবই সহজ ভাবে চিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। 🎈🤟
গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
ডিজিটাল আর্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে বিকেলের সমুদ্র পাড়ের দৃশ্য অঙ্কন করেছেন। সমুদ্রের পাড়ের পাহাড়, গাছপালা এবং গোধূলি আকাশের উড়ন্ত পাখি সহ আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট তৈরি করেছেন। অঙ্কনটি আমার কাছে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
ডিজিটাল অংকন দিয়ে বিকেলের সমদ্র পারের সুন্দর চিত্র একেছেন অনেক ভাল লাগছে দেখতে অনেক নিখুত গুছিয়ে করেছেন অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ছবি অঙ্কন করে শেয়ার করে দাও আমার কাছে অনেক ভালো লাগে। আজকে অনেক সুন্দর ভাবে বিকেলে সমুদ্র পাড়ের দৃশ্য অংকন করেছেন ভাইয়া। ছবি অংকন করার পদ্ধতি দেখাও আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য