স্বরচিত কবিতা // "অভিমানী"।
শুভ রাত্রি,
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম স্বরচিত কবিতা পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ভালোবাসায় অভিমান থাকবে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কিছু কিছু অভিমান এতটাই গাড় হয় প্রিয় মানুষকে ছেড়ে যেতে কখনোই দ্বিধাদ্বন্দের মাঝে পড়তে হয় না। বুকের ভিতরে হাজারো কষ্ট থাকা সত্বেও ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। অভিমান করে একবার চলে গেলে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়া সম্ভব নয়। একটি মেয়ের ক্ষেত্রে অভিমান যেমন বেশি থাকে, তেমন ছেলের দিক দিয়ে রাগ অভিমান অনেক অংশে বেশি থাকে। একটি মেয়ের একাকীত্ব এবং অসহায়ত্ব মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক বেশি। তাই কাছে থাকলে ভালোবাসার মূল্য দেওয়া উচিত। অভিমান করে দূরে চলে গেলে আবেগ এবং কান্না কোনো কাজে আসে না। যাইহোক অনেকদিন পর আমি আরও একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। আমি ভালো কবিতা লিখতে পারি না, ভালো কবিতা লিখতে হলে পর্যাপ্ত সময় এবং মন মানসিকতা ভালো থাকতে হয় এবং সঙ্গে ছন্দের মিল রাখতে হয়। তারপরও চেষ্টা করেছি একটি কবিতা লেখার জন্য
আমি ভালোবাসার অভিমান ও আবেগ ময় স্মৃতি কবিতার মাঝে প্রকাশ করেছি। অভিমানী কবিতার মাঝে আমি আমার মনোভাব ব্যক্ত করেছি। এবং কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি।
জানালার পাশে বসে আমি
থাকি সারাক্ষণ,
কখন তুমি আসবে
তখন ভরবে আমার মন।
ভালোবাসি আমি তোমায়
কেন বুঝতে চাও না,
অবহেলা করে তুমি
মনে মাঝে থাকতে চাও না।
তোমার জন্য পাগল আমি
তুমি কেন অবুঝ?
চলে এসো বুকের মাঝে
রাখিব আদর যত্ন করে।
রাতের আকাশের তারা গুলো
সব সময় আমি দেখি,
তোমার দেখা না পেয়ে আমি
এখনো বসে থাকি।
কেন তুমি অবহেলা করে
চলে গেলে বহু দূরে,
অভিমান সব ভুলে গিয়ে
চলে এসো ঘরে।
আমার সব ভুলগুলো ছিল
বুঝতে পেরেছি এখন,
আমাকে তুমি মাফ করে দিয়ে
টেনে নাও তোমার বুকে।
একটি বার শেষ দেখা দিয়ে
মাফ করে দাও আমায়,
জানালার পাশে বসে থাকতে
মন চায় না আমার।
শেষ দেখার আশায় আমি
আজও আছি বেঁচে,
তোমার বুকে মাথা রেখে
ঘুমাতে চাই চিরতরে।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার স্বরচিত কবিতা "অভিমানী" আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | স্বরচিত কবিতা। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | স্বরচিত কবিতা ( অভিমানী )। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
লেখক | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করে সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার মত কবিতা লিখতে আপনিও অনেক পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/nazmulhasanbd01/status/1836491959361507596?t=Nva_UJOTrBJbX1dJpEIcvQ&s=19
চমৎকার লিখেছেন ভাই প্রতিটা লাইনের সাথে যেন ভালোবাসার মাধুর্য জড়িয়ে আছে। সকালবেলা এমন সুন্দর রোমান্টিক একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই গঠনমূলক মন্তব্য করার জন্য।
আসলে প্রিয় মানুষগুলো যখন আমাদের কাছে থাকে তখন আমরা তাদের সঠিক মর্ম বুঝি না। কেননা আমরা আমাদের ভালোবাসার মানুষগুলো কাছে থাকতে তাদের আমরা কষ্ট দিয়ে থাকি। আর সেই ভালবাসার মানুষটি যখন আমাদের ছেড়ে দূরে চলে যায় তখন আমাদের কষ্টের কোন শেষ থাকে না। আপনার কবিতার প্রতিটা লাইন সত্যিই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে পোস্ট করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক মন্তব্য করার জন্য।
মাঝে মাঝে মনের মধ্যে অনেক অভিমান জমা পড়ে যায়। প্রিয়জনের অবহেলায় অভিমানগুলো হয়তো বেড়ে যায়। ভাই আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে। অসাধারণ কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
কমেন্টের মাধ্যমে আপনার প্রশংসা পেয়ে আমি খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনাকে।
এত আকুতি মিনতি জানানো একটা কবিতা। সত্যি মনের ভাষা অনেক সময় এমনটাই হয়ে ওঠে যা ব্যক্ত করা যায় না জনসম্মুখে তাই এভাবেই ব্যক্ত করতে হয়। হয়তো নিজের অনুভূতি নাও হতে পারে তবে অনেকের অনুভূতি এভাবেই ঘরের কোণে বিরহে করে থাকে। বেশি দারুন হয়েছে কিন্তু।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
ওয়াও অসাধারণ আজকে আপনার কবিতাটি।অভিমানী কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। মেয়েদের ক্ষেত্র অভিমান থাকে তেমনি ছেলেদের মাঝেও রাগ অভিমান থাকে। তবে মনের অনুভূতি দিয়ে সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি কবিতাটি যতই পরতেছি ততই ভালো লাগতেছে। চমৎকার কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া জানালার পাশে আমরা বসে থাকি যখন আমাদের মন খারাপ থাকে। কিংবা আমরা অভিমান করি। আর ভাবি কখন আমাদের প্রিয় মানুষগুলো সামনে এসে দাঁড়াবে কিংবা পাশে বসবে আমাদের মনটা খুশিতে ভরে যাবে তখন।সেই অপেক্ষায় বসে থাকি। কবিতার লাইনগুলো বেশ ভালো লেগেছে আমার। ধন্যবাদ ভাইয়া একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে, তবে আপনার চমৎকার মন্তব্য পেয়ে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে।
এটা ঠিক যে, একবার অভিমান করে চলে গেলে সেই ভালোবাসা পেতে অনেক কষ্ট হয়।আপনি ভালোবাসা ও অভিমান নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।