বৃষ্টিস্নাত সন্ধ্যায়...steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

GridArt_20231004_013256166_copy_1228x818.jpg

নমস্কার বন্ধুরা,

মাসখানেক পর ফের মোটর ট্রেনিং স্কুলের শরণাপন্ন হলাম। শেষবার যখন মোটর ট্রেনিং স্কুলে গিয়েছিলাম তখন স্থির করেছিলাম খুব তাড়াতাড়ি গাড়ি চালানো শিখে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলব। কিন্তু সময়াভাবে গাড়ি চালাতেই যাওয়া হয়ে ওঠে না। ওদিকে আবার লারনার্স লাইসেন্স মেয়াদ শেষ হয়ে যাওয়ার সময় এগিয়ে আসছে। নিয়ম হলো, লারনার্স লাইসেন্স হয়ে গেলে তার ছয় মাসের মধ্যে লাইসেন্স করিয়ে নিতে হয়। আর এদিকে আমি আমার ড্রাইভিং ক্লাস গুলোতেই যেতে পারিনা। বিগত ক'দিন ধরে অঝোরে বৃষ্টিপাত চলছে রবিবারেও তার ভিন্নতা ছিল না। সকাল সকাল তাই ঠিক করে নিলাম, আজ যেমন করেই হোক গাড়ি চালানো শিখতে যাবো। ইন্সট্রাক্টরকে ফোন করে সময় নিয়েও নিলাম।

PXL_2021001_183448652_copy_1209x907.jpg

যথারীতি আমি সময় পেয়েছিলাম একদম শেষে অর্থাৎ সন্ধ্যের আগ মুহূর্তে। তবে আমাকে গাড়িতে উঠতে হয়েছিল বিকেল পাঁচটার আগেই। তারপর বসে বসে সবার গাড়ি চালানো দেখছিলাম। আমার ইন্সট্রাক্টরের কথা অনুযায়ী কাউকে চালাতে দেখলেও অনেকটা শেখা যায় এবং সত্যি বলতে গাড়ি চালানো দেখেই আমি অনেকটা শিখে নিয়েছি। কখন ক্লাচ ধরতে হয় ও কখন ব্রেক।

PXL_20231001_183453390_copy_1209x907.jpg

গাড়িতে যখন উঠেছিলাম তখন থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছিল। তারপর সেখান দিয়ে গাড়িতে চড়ে সোজা নিউটাউনের দিকে চলে যাওয়া হলো। দুজনের পর আমার চালানোর সুযোগ তাই দুঘন্টা বসেই থাকলাম। আমার আগের জন গাড়ি চালানো শেষ করবে তার মিনিট কয়েক আগে থেকেই অঝোরে বৃষ্টি হওয়া শুরু হল। কি আর করা, আরো কিছুটা সময় বসেই থাকলাম। মজার বিষয় হলো শেষবারেও যখন এসেছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল আজকেও সেই বৃষ্টি তবে বেগ অনেকটাই কম। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেলে আমি চলে গেলাম ড্রাইভারের সিটে, মাস খানেক পরে ফের হাত দিলাম স্টিয়ারিং এ। শুরু করলাম চালানো।

PXL_20231001_191540529_copy_1209x907_1.jpg

PXL_20231001_192340494_copy_1209x907_1.jpg

সুযোগ পেয়ে পরপর দুটো ক্লাস একসাথে করে নিলাম। গাড়ি চালানো শেষ হতে হতে সন্ধ্যে আটটা বেজে গেল। নেমে বুঝলাম বৃষ্টিতে চারপাশের আবহাওয়াটা বেশ মনোরম। আর মোটর ট্রেনিং স্কুল থেকে বেরিয়েই দেখি উল্টোদিকেই একটা নতুন ফাস্ট ফুডের দোকান খুলেছে। আবহাওয়া এত সুন্দর দেখে আমি একটা রোল অর্ডার করে দিলাম। মিনিট দশেক দাঁড়িয়ে কড়া ভাজা রোল হাতে নিতেই সন্ধ্যাটা আরো জমে গেলো।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

এইটা একদম ঠিক বলেছেন ভাইয়া,গাড়ি চালানো দেখে শেখা যায় অনেকটা।এর আগেও এই কথাটা শুনেছিলাম।পরপর দুটি ক্লাস একসাথে করেছিলেন সুযোগ পেয়ে সেদিন।যেহেতু মাস খানেক পর গিয়েছিলেন।ড্রাইভিং শেষ করে রোল খেলেন সুন্দর ওয়েদার এ।সব মিলিয়ে সুন্দর সময় কাটিয়েছেন আপনি সেদিন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে বৃষ্টি ভালো লাগে আবার বৃষ্টির কারণে অনেক কাজই থেমে যায়। আপনি অনেকদিন পর আবারো গাড়ি চালানোর শিখতে গেলে জেনে ভালো লাগলো। আর গাড়ি চালানোর ক্লাস শেষে রোল খেতে খেতে নিশ্চয়ই ওয়েদারটা সুন্দর ভাবে অনুভব করছিলেন। আসলে এরকম আবহাওয়াতে গরম গরম কিছু খেতে এমনিতে অনেক ভালো লাগে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আশা করি লার্নার লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার আগেই, আপনি ড্রাইভিং লাইসেন্স করে ফেলতে পারবেন। তবে ড্রাইভিং ক্লাস গুলোতে সময় করে উপস্থিত থাকতে হবে। ইতিমধ্যেই আমি দুইটা লাইসেন্স করে ফেলেছি। একটি সাউথ কোরিয়া থেকে এবং আরেকটি বাংলাদেশ থেকে। যদিও সাউথ কোরিয়ান ড্রাইভিং লাইসেন্সটা খুব কার্যকরী। বিভিন্ন দেশে গিয়ে এটা ব্যবহার করা যাবে। যাইহোক অনেক দিন পর স্টিয়ারিং এ বসে বেশ ভালোই ড্রাইভিং করেছেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দাদা, চেষ্টা করুন টানা ক্লাসগুলো করে ফেলতে। তাহলে হাত চলে আসবে সহজেই। এখনকার গাড়িগুলো তো সব অটোমেটিক, তাই টানা কিছুদিন প্রাকটিস করলেই হাত চলে আসে। আর পার্কিং টার দিকে বেশি নজর দিবেন। বিভিন্ন কায়দায় পার্ক করা যেন বা হাতের খেল করে নিবেন ট্রেনিং অবস্থা তেই।আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.036
BTC 95707.57
ETH 1835.87
USDT 1.00
SBD 0.85