"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৪৩ [ তারিখ : ০৫.০৫.২০২৫ ]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৪২ তম রাউন্ড শেষে আজ ৫ মে ২০২৫, ৬৪৩ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@purnima14



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃপূর্ণিমা বিশ্বাস। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ ছাত্র। বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন । তিনি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন । স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৪ সালের জানুয়ারি মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

ছবিটি নেওয়া হয়েছে-@purnima14-র পোস্ট থেকে

সাবুদানার কাঁচের পায়েস রেসিপি। ( Publish: 04.05.2025 )


আজকে একটা ইউনিক রেসিপি দেখলাম। এই ধরণের রেসিপি, বিশেষ করে মিষ্টি জাতীয় দেখিনি। আমি যদিও মিষ্টি ভক্ত না, কিন্তু সাবুদানার কাঁচের পায়েস নামটা আজ প্রথম দেখলাম। ফলে মনে হলো নতুন কোনো একটা অজানা রেসিপি। সাবুদানা দিয়ে আসলে আমরা প্রায় সময়, বিশেষ করে যারা উপবাস করি তারা মাঝে মধ্যে খেয়ে থাকে। তাছাড়া এই সাবুদানা দিয়ে এই ধরণের মিষ্টি তৈরী করার বিষয়টা সত্যি অনেক সৃজনশীলতার বিষয়।

এই রেসিপি সূত্রে বলতে গেলে একটা কথা বলতে হয় যে, এটি আমাদের বাঙালি সমাজের একটি আবেগ, ঐতিহ্য এবং অভিনবতার একটা দারুণ মেলবন্ধন। এই রেসিপিটা এর আগে না থাকায় এটার সাথে ঐতিহ্যের বা প্রাচীন কোনো রেসিপির মিল না থাকলেও বর্তমানে আধুনিক রান্নার ভিন্নতা এবং নতুন ধারার উপাদান হয়ে উঠেছে, যাকে একধরণের ক্রিয়েটিভ মিষ্টি বলা চলে। রেসিপির উপস্থাপনা এবং তৈরী পদ্ধতিগুলো বেশ সুন্দর গুছিয়ে তুলে ধরা হয়েছে এই পোস্টের মাধ্যমে। সব মিলিয়ে পোস্টটি দারুণ ছিল।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

আমার পোস্টে ফিচারড হিসেবে মনোনীত হয়েছে দেখে আমি ভীষণ খুশি হয়েছি। অনেকদিন পরে আমার একটি পোস্ট ফিচারড হিসেবে মনোনীত হলো। আসলেই রেসিপিটি ভীষণ মজাদার। দেখতে যেমন রসমালাই এর মত তেমনি মুখে দিলেও একেবারে নরম তুলতুলে। আমি অবশ্য খুব একটা মিষ্টি পছন্দ করি না। তবে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট রেসিপিটি। আপনার কাছে ভালো লাগাই পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.27
JST 0.033
BTC 105924.59
ETH 2651.90
USDT 1.00
SBD 0.87