সৃতিচারণ পোস্ট : শৈশবে ক্রিকেট খেলার অনুভূতি।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে শৈশবে ক্রিকেট খেলার অনুভূতি সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কালকে আমি আমার কলেজে গিয়েছিলাম। আমি কালকে সকাল বেলা সাতটার ট্রেনে করে নয়টা হতেই লালমনিরহাটে পৌঁছেছিলাম। লালমনিরহাট স্টেশন থেকে আমার কলেজ দশ টাকার ভাড়া নিয়ে থাকে অটোতে করে গেলে। সাড়ে নয়টায় আমি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি। বসে বসে আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম।
বসে থাকা অবস্থায় মাঠের মধ্যে লক্ষ্য করলাম ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলতেছে। তাদের খেলা দেখে আমিও তাদের সাথে খেলায় যুক্ত হলাম গিয়ে। খেলার থেকে তাদের ফাজলামিই বেশি ছিল। বল করার পর কিপিং যে থাকে সে আবার হাত দিয়ে স্ট্যাম্প ফেলে দিয়ে বলে আউট হয়েছে। এই নিয়ে ব্যাটিং এর সাথে ঝগড়া বেঁধে যায়। আবার কেউ যদি আউট হয় তাহলে সে আউট হয়েই বল করার জন্য ছুটে যায় এবং বলে আমাকে আউট করেছিস এবার তোকে আউট করবো।
তাদের এমন ফাজলামি দেখে আমার ছোটবেলার কথা স্মরণ হয়েছিল। ছোট থাকতে আমরাও এমন ছিলাম। তখন আমরা রাবারের বল দিয়ে ক্রিকেট খেলতাম। আমাকে কেউ আউট করলে তার ব্যাটিং বেলায় আমি বল করতে যেতাম এবং জোরে জোরে ঢিল দিয়া বল করতাম। আউট তো দূরের কথা জোরে ঢেলার কারণে বেশিরভাগ বল ওয়াইট হয়ে যেত। আসলে শৈশবের স্মৃতিগুলো আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। ছোটদের খেলাধুলা দেখলেই আমাদের শৈশবের কথা মনে পড়ে যায়।
ছোটদের সাথে প্রায় এক ঘন্টা ক্রিকেট খেলেছিলাম এরপর সাড়ে দশটার ঐদিক আমার বন্ধুবান্ধব গুলো এসেছিল। এরপর ছোটদের সাথে খেলাধুলা বাদ দিয়ে আমার বন্ধুবান্ধবের সঙ্গে ডিপার্টমেন্টে গিয়েছিলাম। মূলত আমি কালকে কলেজ গিয়েছিলাম শিক্ষা সফর নিয়ে আলোচনা করার জন্য। কালকে স্যার আমাদেরকে ডেকেছিল সবাইকে। সবার মতামতের ভিত্তিতে শেষে স্বপ্নপুরীতে শিক্ষা সফর যাওয়ার পরিকল্পনা হয়। আলোচনা শেষ করে আমি ট্রেনে করে আবার বাসায় এসেছিলাম।
আজকে এ পর্যন্তই। আমার পোস্টটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাক্সগুলো:
https://x.com/Golamrabba34801/status/1888948486298845426?t=62yNUWuTRqzctbhyKtlPsg&s=19
ক্রিকেট খেলতে আমি অনেক পছন্দ করি। আমাদের এখানে বেশ কয়েকটা খেলার জায়গা রয়েছে। ছুটির দিনগুলোতে বাচ্চাদের সাথে অংশগ্রহণ করি। অনেক অনেক ভালো লাগে খেলতে। তবে ছোটবেলায় যে মন প্রাণ খুলে ক্রিকেট ফুটবল খেলেছি এখন তো এভাবে আর খেলাধুলা মানুষের মধ্যে নেই। কত ঘন্টা ঘন্টা খেলতাম তার ছিল না ঠিক। ভালো লেগেছে আপনার অনুভূতি দেখে। মাঝেমধ্যে সময় দেওয়া প্রয়োজন আছে।
আপনার পোস্ট পড়ে শৈশবে আবার ফিরে যেতে খুব ইচ্ছে করতেছে ভাই। শৈশবে স্মৃতিগুলো খুবই মনে পড়ে গেলো। শৈশবে ক্রিকেট খেলার অনুভূতি সত্যি খুব দারুন ছিলো । ক্রিকেট খেলার প্রতিটি মুহূর্ত খুব দারুন ছিলো। শৈশবের কথা মনে পড়লে এখনো হৃদয় শিহরিত হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
স্মৃতিচারণ হবে। সৃতি শব্দের অর্থ অন্য কিছু।