গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য |নদী, কুঁড়ে ঘর এবং পাল তোলা নৌকা

in Steem For Tradition3 years ago

গ্রামীণ দৃশ্য


প্রিয় স্টিমীট বন্ধুরা,


আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গ্রামীণ প্রকৃতির চিত্র উপস্থাপন করব। আজকে চিত্রেয আমি এঁকেছি একটি বড় গাছ, ২কি কুঁড়েঘর, ১টি খড়ের গাদা,নদী এবং একটি পালতোলা নৌকা। চলুন শুরু করি।

20221224_134430.jpg


ব্যবহৃত উপকরণ


  • সাদা কাগজ
  • পেন্সিল
  • ইরেজার

ধাপ-০১


প্রথমেই আমি একটি সাদা কাগজ নিই এবং সাদা কাগজের মাঝ বরাবর পেন্সিলের সাহায্যে একটি লম্বা করে দাগ নিই। এই দাগকে কেন্দ্র করেই আমি আমার সম্পূর্ণ চিত্রটি আঁকা শেষ করব।

20221224_133156.jpg


ধাপ-০২


আমি বাম পাশ থেকে চিত্রটি আঁকা শুরু করি এবং সবার আগে একটি বড় গাছ আঁকাই। প্রথমে আমি আমার গাছের কান্ডটি এখনো শেষ করি। তারপর আমি গাছের উপরের অংশটি আঁকাই।

20221224_133231.jpg20221224_133402.jpg

ধাপ-০৩


তৃতীয় ধাপে আমি আমার গাছটি এখনো সম্পূর্ণভাবে শেষ করে এবং একটি কুড়ে ঘরের ছাওনি আঁকাই।তারপর আমি আমার কুঁড়েঘরটি আঁকানো সম্পন্ন করি।

20221224_133658.jpg20221224_133841.jpg

ধাপ-০৪


এই ধাপে আমি কুঁড়েঘরটির পাশে আরো একটি ছোট করে কুড়েঘর অঙ্কন করি । আমি একটি গাছ ও দুটি কুঁড়েঘর অংকন শেষ করে ফেলি।

20221224_134015.jpg


ধাপ-০৫


তারপর আমি দুটি কুঁড়ে ঘরের মাঝখানে একটি ছোট করে কলা গাছ অঙ্কন করি। আমার আঁকানো কলা গাছটির কান্ড দেখা যায় না শুধু পাতাগুলো দৃশ্যমান।

20221224_134101.jpg


ধাপ-০৬


এইভাবে আমি একটি খড়ের গাদা অঙ্কন করি। একটি গ্রামীণ দৃশ্য খরের গাদা ছাড়া অসম্পূর্ণ থাকে।

20221224_134236.jpg


ধাপ-০৭


এই ধাপে আমি একটু দূরে একটি পালতোলা নৌকা অঙ্কন করি। পালতোলা নৌকাটি একটু ছোট করে অংকন করি। এই নৌকায় একজন মাঝি অংকন করে চিনি নৌকাটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

20221224_134324.jpg20221224_134325.jpg

ধাপ-০৮


এই ধাপে আমি দূরে কিছু পাহাড় এবং তালগাছ অঙ্কন করি।আমি প্রথমেই যে মাঝ বরাবর দাগটি টেনে ছিলাম সেটির উপরে পাহাড় আর তাল গাছগুলো অঙ্কন করি।

20221224_134401.jpg


শেষ ধাপ


সর্বশেষ ধাপে আমি যে কাজটি করি সেটি হল একটি আঁকাবাঁকা নদী অংকন করি এবং ফাঁকা জায়গায় একটি মানুষের ছবি এঁকে দেই। ভাবেই আমি আমার চিত্রটি শেষ করি।

20221224_134430.jpg


ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ-১২
ফটোগ্রাফার@pea07
লোকেশনJJHH+X6 Dinajpur
Sort:  
 3 years ago 

আপনি অনেক ভালো ভাবে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য নদী, কুঁড়ে ঘর এবং পাল তোলা নৌকা এঁকেছেন আপহ। আপনার আকা ছবি আসলেই প্রসংসার দাবি রাখে। মোট নয়টি ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার আগে খুন ইচ্ছে ছিল আমার নদীর পাড়ে একটি বাড়ি থাকবে, নদীর ধারে ঘাটে একটি আমার নৌকা বাধা থাকবে, পশু পাখি হাস মুরগি থাকবে। আবাদী ফসলের খড়কুটা থাকবে। অর্থাৎ সাজানো গোছানো কিন্তু যখন বড় হয়ে শুনি (সর্বনাশা পদ্মা ন....দী.... তোর কাছে সুধাই...... বল আমারে তোর কি কোন আর কুল কিনারা নাই....।) ভাই মাফ চাই লাগনে না স্বপ্ন পূরন করতে বেঁচে থাকলে আরো ভালো স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। শেষে স্নপ্ন পূরনের ঠেলায় ভিটামাটি সব যাব। যাই হোক আপু অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা গ্রামীন দৃশ্যটি।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

 3 years ago 

বরাবরের মতো খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন আপু। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আমাকে অনেক ভালো লেগেছে আপনার চিত্রটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি বেশ চমৎকার একটি ছবি অংকন করেছেন। প্রতি টি ধাপ সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার অংকন করা ছবিটি দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ্ আপনি তো অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনি প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করছেন। অনেক ভালো লাগলো, শুভ কামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি অনেক সুন্দর একেছেন আপু।রং করা হলে দৃশ্য টি আরো সুন্দর হতো।আপনি আপনার গ্রামীণ দৃশ্য টি প্রতিটি ধাপ সহ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু।খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere and any tags.
Curated by : @alegnita

Screenshot_20221130-164846_Canva.jpg

 3 years ago 

গ্রামের দৃশ্য নিয়ে আপনি খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপু।গ্রামের প্রাকৃতিক দৃশ্যর প্রতিটি ধাপগুলি ও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ আপু

 3 years ago 

আপনি অনেক সুন্দর আর্ট করেন। অনেক সুন্দর ভাবে লিখেছেন ও ব্যাখা করেছেন। সবথেকে ভালো দিক হইতেছে আপনি প্রতিটি ধাপে ধাপে আর্ট করার বিষয়টি তুলে ধরেছেন।সহজে আপনার এই লেখা ও আর্ট দেখে অন্য একজন করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনি সুন্দর একটা ছবি এঁকেছেন।গ্রাম বাংলার এই প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক ভালো লাগলো । আপনার পোস্ট পড়ে আমার অনেক ভালো লাগলো। সুন্দর একটা পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.33
JST 0.034
BTC 112989.01
ETH 4357.61
SBD 0.86