জমি সেচ দেওয়ার জন্য ব্যবহৃত শ্যালো মেশিন || ১১ এপ্রিল ২০২৩

in Steem For Tradition2 years ago (edited)

★আসসালামু আলাইকুম



আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে জমি সেচের শ্যালো মেসিন নিয়ে কিছু কথা শেয়ার করব।


কভার ফটো


ক্যানভা দ্বারা তৈরি

১৯৫০ সাল থেকে বাংলাদেশে পানি সেচ দেওয়ার জন্য ব্যবহার হয়ে আসছে এই শ্যালো মেশিন। এইত আশির দশকেও পানি সেচের একমাত্র মাধ্যম ছিলো ডিজেল চালিত শ্যালো মেশিন। শ্যালো মেশিন আবিষ্কার করেন জাপান। প্রথমত জানোট পারা যায় দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জাপানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাদের ইলেকট্রনিক অবস্থা অনেক খারাপ দিকে চলে যায়। আর এই থেকে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা হিসাবে তারা শ্যালো মেশিন আবিষ্কার করেন। শ্যালো মেশিন মূলত ডিজেল তেল দিয়ে চলে এবং ইঞ্জিন চালানোর জন্য মবিল ব্যবহার করা হয়ে থাকে।


শ্যালো মেশিন একটি মধ্যযুগীয় প্রযুক্তি। শ্যালো মেশিন আমাদের দেশে আসে প্রায় ১৯৫০ সালের দিকে। তারপরে থেকে ব্যবহার হয়ে আসছে। তবে সেই সময় জমিদার ছাড়া এত দামে কেউ ব্যবহার করতে পারতো না। অনেক বেশি দাম হওয়ায় সবাই কিনতে পারত না। অনেক সময় পরে আমাদের দেশে এর প্রযুক্তি অনেক পুরানো হওয়ার পরে তৈরি হতে শুরু করে আমাদের দেশে। আগেই বলে নেই শ্যালো মেশিন আবিষ্কার হওয়ার পর কত উপগার হয়েছে আমাদের দেশের মানুষের। আগে মানুষ কূপ খুড়ে অনেক কষ্ট করে জমিতে পানি তুলে সেচ দিতো। অনেক সময় সেচের অভাবে জমির ফসল মরে জেতো। কিন্তু তারপর আর বেশি দিন কষ্ট করতে হয়নি আমাদের দেশের মানুষকে। শ্যালো মেশিন আসার পরে আমাদের দেশের কৃষিতে নতুন মাত্র যোগ কয়েছে। সহজে পানি সেচ দিয়ে জমি চাষ করতে পারে।


শ্যালো মেশিনের ভিতরে বেশ কিছু যন্ত্রপাতি থাকে যার মাধ্যমে মেশিন থেকে হাওয়ার মাধ্যমে মাটির তল থেকে পানি তুলে। শ্যালো মেশিনের ভিতরে একটি লায়লার ও একটি পেস্টন থাকে আর অইখানে একটি ফাকা অংশ থাকে যেখানে লুবরিকেন্ট জাতীয় পদার্থ দিয়ে পিচ্চিল করে লায়লার পেস্টনকে অনাবরত ঘুরানো হয়। বিপরীত দিকে থাকে একটি পাম্প। পাম্পের অংশ কে লায়লার পেস্টনকে ঘুরানো হয়। আর পাম্পঘুরানোর কারনে বাতাস উৎপত্তি হয়। আর এই বাতাসা থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি উঠায় এই মেশিন।

শ্যালো মেশিন একক ভাবে চলতে পারায় আমরা যেকোনো জায়গাতে নিয়ে যেতে পারি বহন করে। মেশিনের সাথে একটি মিনি টিউবওয়েল থাকে। আর এই টিউব ওয়েলে আগে মেশিন সিটিং দিয়ে পানি তুলে স্টার্ট করতে হয়। শ্যালো মেশিন অনুযায়ী পাওয়ার হয়ে থাকে। শ্যালো মেশিন এর পাওয়ার হর্স হিসাবে ধরা হয়। শ্যালো মেশিন সর্বনিম্ন ২ হর্স পাওয়ার থেকে শুরু করে ৩৫ হর্স হয়ে থাকে। তবে বাংলাদেশে সবথেকে বেশি গ্রাম অঞ্চলে ব্যবহার হয় ৪ হর্সের মেশিন। এই শেমিন কম ওজনের হওয়ায় সব জায়গাতে পরিবহন করে নেওয়া জেতে পারে। তবে শ্যালো মেশিন চালানোর জন্য সর্বনিম্ন ৫৫ ফিট বরিং করা লাগে। তবে জায়গা বিশেষে এর গভীরতা অনেক কম বেশি হয়ে থাকে। যে জায়গাতে পানির লেয়ার অনেক গভীরে থাকে সেখানে বরিং অনেক দূর অবধি করতে হয় বিশেষ করে ১০০ ফিট অবধি করতে হয়। আবার নদী এলাকায় বরিং করতে গেলে কম লেয়াদ দিতে হয়। তারপর সেই মেশিন লাগিয়ে পানি তুলানো হয়ে থাকে।



প্রথমে মেশিন সিটিং দেওয়ার সময় একটু কাদা মাটি লাগিয়ে কোনো ফুটা থাকলে সেগুলা বন্ধ করে দিতে হয়। যেন কোনো ভাবেই হাওয়া নিতে না পারে। তা করতে না একবার স্টার্ট হলে শুধু মেশিনে পানি ঢেলে দিতে হয়। মেশিন চালানোর সময় অনেক বেশি গরম হয়ে থাকে আর এই গরম বেশি হলে মেশিন ব্লাস্ট হতে পারে। তাই মেশিন কে শীতল রাখার জন্য একটি কুলিং সিস্টেম চালু আছে এর মাধ্যমে মেশিন শীতল হয়। কুলিং বা ক্রাক অংশে পানি ঢেলে দিতে হয়। আর এভাবেই আমাদের পানি দিয়ে থাকে এই শ্যালো মেশিন।একটি ৪ হর্স পাওয়ারের শ্যালো মেশিনের দাম হয়ে থাকে প্রায় ২০ হাজার টাকা। আর যতবেশি পাওয়ারের মেশিন কিনব ততবেশি টাকা লাগবে।




এই ছিলো আমার আজকের আলোচনার বিষয়। আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ

ডিভাইস সংক্রান্ত তথ্যবলিঃ
ডিভাইসরেডমি নোট ১০প্রো
ফটোগ্রাফার@mainuna
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর
ছবি তোলার সময়সকাল ১০ টা
Sort:  
 2 years ago 

জমিতে পানি সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন অনেক আগে থেকেই ব্যবহার করে হয়ে আসছে। শ্যালো মেশিন ডিজেল তৈল এ চলতো। যখন বিদ্যুতের যুগ ছিল না তখন মানুষের জমিতে পানি দেওয়ার জন্য একমাত্র ভরসা ছিল এই মেশিন। আপনি অনেক সুন্দর উপস্থাপন করেছেন ভাই অনেক জানা অজানা তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা যথেষ্ট ভাল ছিল। এবং ফটোগ্রাফি অসাধারণ করেছেন।। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ প্রিয় ভাই আমার।

 2 years ago 

শ্যালো মেশিনে একসময় গ্রামগঞ্জে জমির বাড়িতে পানি দেওয়া হতো। তবে বর্তমানে দিন দিন যেন এটি বিলুপ্তির পথে। এর প্রধান কারণ হিসেবে বলা চলে বৈদ্যুতিক মটার। শ্যালো মেশিনের ছবিগুলো খুব সুন্দর তুলেছেন ভাই। খুব সুন্দর পোস্ট লিখেছেন আপনি ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
★STEEM FOR TRADITION★

মন্তব্যঃভাই গ্রামের মানুষের জনজীবনে ব্যবহার করা খুব কমন একটা বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। পোস্ট কোয়ালিটি মোটামুটি ভালোই আছে। আবার চমৎকার ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।

💞 ধন্যবাদ💞


IMG_20230410_003926.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জমিতে সেচ দেওয়ার জন্য আগে এই মেশিনগুলো খুবই বেশি ব্যবহার করা হতো। এখন আর তেমন দেখা যায় না এগুলো ব্যবহার করা। আপনি বেশ চমৎকার একটি ঐতিহ্য আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে

Loading...
 2 years ago 

শ্যালো মেশিন এটি একটি গ্রামের ঐতিহ্য। আগে
শ্যালো মেশিন দিয়ে পানি সেচ করে জমি চাষ এবং আবাদ করা হত। তবে আধুনিকতার ছোঁয়ায় এই শ্যালো মেশিন দিন দিন হারিয়ে যাচ্ছে। শ্যালো মেশিন তেল দিয়ে চলে।ছোট্টতে এই রকম শ্যালো মেশিন অনেক গোসল করছি।শ্যালো মেশিন নিয়ে খুব সুন্দর আলোচনা করছেন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

জমি সেচ দেওয়ার জন্য ব্যবহৃত শ্যালো মেশিন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। প্রাচীন কালের মানুষ বিদ্যুৎ চালিত মটার না থাকায় এই শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিত।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111528.14
ETH 4322.76
SBD 0.83