Steem Bangladesh Contest : Photography
আসসালামু আলাইকুম
স্টিম বাংলাদেশ আয়েজিত ফটোগ্রাফি কনটেস্ট এ আজ আমি আপনাদের কাছে আমার ফোন থেকে করা কিছু ফটোগ্রাফি তুলে ধরবো। আশা করি সবার ভালো লাগবে।
Location-JJCJ+PJ8 Dinajpur
দিনাজপুর গোর-এ- শহীদ ঈদগাহ্ ময়দান। এটি দক্ষিন এশিয়ার সব চেয়ে বড় ঈদগাহ্ ময়দান হিসাবে বিবেচিত করা হয়। এই ঈদঁগাহ্ ময়দানে একসাথে প্রায় ৬ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারে।সরকারি মালিকানা এবং দিনাজপুর পৌরসভা ও দিনাজপুর জেলা প্রশাসন এটা রক্ষনাবেক্ষন করে থাকেন।৫১৬ ফুট দীর্ঘ সর্বোচ্চ ৬০ ফুট উচ্চতার দুটি গম্বুজসহ মোট ৫২ গম্বুজ নিয়ে এই ঈদঁগাহ্ মাঠ মিনার গুলো তৈরি করা হয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগে।আমার এ ছবি টা আমি রাতে মিনারের আলোয় তুলেছি।যা দেখতে ভালোই লাগতেছে।
Location-MR6X+RGG Gobindapur
ফুল ভালোবাসে না এমন লোক খুব কমই পাওয়া যাবে এই পৃথীবিতে। তার উপর যদি হয় আবার সেটা এই গোলাপফুল তাহলে তো কোনো কথাই নেই। ফুল প্রকৃতির ভালোবাসার এক অনন্য উদাহরন।গোলাপ এক সুপরিচিত ফুল। এই গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। এই ফুল আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত।গোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম: Rosa chinensis।বন্ধুর সাথে, বন্ধুর ক্যাফেতে আড্ডা দেওয়ার সময় তার ই ক্যাফের গাছ থেকে ছবিটা তুলেছি।
Location-JWM9+9H9 Haldibari
নাম না জানা এক ফুল,কিছু ছবি তুলতেছিলাম তার মাঝে এই ফুলের গাছটা দেখতে পেলাম ও ফুল টাও অনেক সুন্দর লাগতেছিলো।তার এতো সুন্দর পাপড়ি গুলো চারিদিকে ডানা মেলে সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তাই আর দেরি না করে ক্যামেরা বন্দি করে ফেললাম।
Location-JJ9J+HVJ Dinajpur
দিনাজপুর বানিজ্য মেলা ২০২২। দিনাজপুর আর্কষনের কেন্দ্র বিন্দুু থাকে এই দিনাজপুর বানিজ্য মেলা যা গত ২৭ মে উদ্বোধন হয়। যা আয়োজন করে থাকে দিনাজপুর চেম্বার অব কমার্স। ছবিতে যা দেখতে পাচ্ছেন বানিজ্য মেলার গেট। ছবি টা উদ্বোধন দিন গেছিলাম সে সময় তুলেছি।
Location-MW38+86P Parbatipur
বই মানুষের জীবনে অনেক ক্ষেএে বন্ধু, শিক্ষক, অভিভাবকের মতো গুরত্বপূন ভূমিকা পালন করে।বই মানুষের হৃদয় দ্বার খুলে দিয়ে এই জগৎকে প্রসারিত করে। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলে ছিলেন" বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেধে দেওয়া সাকোঁর মতো। ফটোগ্রাফি যে ছবি টা দেখতে পাচ্ছেন বন্ধু লাইব্রেরি যা পার্বতীপুর বন্ধুসভা কতৃক নিমির্ত পার্বতীপুর রেলওয়ে স্টেশনে যা সবার জন্য উন্মুক্ত।ট্রেনের সব যাএীগন এখান থেকে বই নিয়ে পড়তে পারে এবং পড়া শেষে আবার রেখে দিতে পারে।
Location-MW46+4M7 Parbatipur
পার্বতীপুর শহরের সুপরিচিত মাঠ বা ঈদগাহ্ ময়দান হিসাবে পরিচিত এই পার্বতীপুর জিন্নামাঠ।পার্বতীপুর রেলওয়ে স্টেশন একটু অদুরে এই মাঠ। মাঠের কোল ঘেষে আছে পার্বতীপুর কমিউনিটি সেন্টার ও পার্বতীপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
I am inviting on this contest @jes88 @abiga554
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
Good luck to the contest. Keep doing beautiful photographs.
Thank you Friends