শুটকি ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করেছি আজকের পোস্ট।

শুটকি ভুনা রেসিপি

1000023333.jpg

1000023333.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে এখন রমজান মাস। আর রমজানে আমরা মহিলারা একটু বেশিই ব্যস্ত। তারপর বাচ্চারা রোজা রাখলে আলাদা ঝামেলা থাকে। মানে সব সময় তাদের পছন্দের জিনিস তৈরি করতে হয়।যাইহোক শত ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি আমার বাংলা ব্লগের বন্ধুদের সাথে থাকার জন্য। তবে রমজানে রেসিপি করা বেশ ঝামেলার কাজ। তবে সপ্তাহে একটি করে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আর সেই চেষ্টা থেকে আজও এসেছি একটা রেসিপি নিয়ে।আসলে সারাদিন রোজা রাখার সময় মনে হয় অনেক কিছু খায়।কিন্তু ইফতারের পরে আর খেতে ভালো লাগে না। তবে এই শুটকি গুলো গিফট পেয়েছি। যাইহোক লইট্টা শুটকি আমার অনেক পছন্দ তবে বাচ্চাদের জন্য খেতে পারি না। আসলে তারা খাওয়া তো দূরের কথা তারা গন্ধ শুনলে রাগ করে।তবে আপনাদের ভাইকে খেতে না কিন্তু এখন ভালোই খায়।যাইহোক গতকাল এভাবে শুটকি ভুনা করেছিলাম অনেক মজা লেগেছিল দুদিন ধরে খেয়েছি। সত্যি শুটকি অনেক মজার খাবার। তাহলে চলুন শুরু করি আমি কিভাবে লইট্টা শুটকি ভুনা করেছি।

1000000391.png

1000023332.jpg

উপকরণ
১.শুকটি
২.পিঁয়াজ কুঁচি
৩.রসুন কুঁচি
৪.হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের ও জিরার গুঁড়ো
৫.কাঁচামরিচ
৬.এলাচ দারচিনি
৭.আদাবাটা ও রসুনবাটা
৮.তেল
৯.লবন

1000000390.png

1000023111.jpg

1000023112.jpg

আমি আমি কিছু শুটকি নিয়েছি।তারপর শুটকি গুলো ভালো করে ভেছে খুটে নিয়েছি।

1000023114.jpg

1000023116.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে শুটকি গুলো ভেজে নিয়েছি।আসলে এভাবে ভেজে নিলে শুটকির মধ্যে ময়লা গুলো বের হয়ে যায়।

1000023117.jpg

1000023123.jpg
তারপর কড়াই গরম থাকা অবস্থায় কিছু পানি দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধের জন্য।

1000023124.jpg

1000023126.jpg

1000023127.jpg
এখন শুটকি গুলো নরম হয়ে আসলে কাটা গুলো ভেছে নিয়েছি। তারপর সাইজ করে কেটে নিয়েছি।তারপর একটা প্লেটে তুলে নিয়েছি।

1000023139.jpg

1000023140.jpg

1000023141.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে আসলে ভেজে খুটে রাখা শুটকি গুলো দিয়ে ভেজে তুলে নেব।

1000023142.jpg

1000023143.jpg

1000023144.jpg
এখন শুটকি গুলো তুলে সেই তেলে আরো কিছু তেল দিয়ে পিঁয়াজ কুঁচি রসুন কুঁচি দিয়ে দেব। তারপর এলাচ দারচিনি দিয়ে দেব। পিয়াজ বাদামি রঙের হয়ে আদা ও রসুনবাটা দিয়ে দেব

1000023145.jpg

1000023146.jpg
তারপর সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। আসলে মসলা কষাণো ভালো হলে খেতে অনেক ভালো লাগে। তারপর শুটকি গুলো দিয়ে দেব। আরোকিছু সময় কষিয়ে নেব।

1000023148.jpg

1000023149.jpg

1000023150.jpg
এখন শুটকি গুলো সিদ্ধের জন্য একটু পানি দিয়ে দেব। তারওর পানি ফুটে আসলে কিছু আস্তো কাঁচা মরিচ ও জিরার গুঁড়ো দিয়ে দেব। তারপর কিছু সময় রান্না করে নেব।
1000023152.jpg

1000023153.jpg

এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার শুটকি ভুনা রেসিপি। অনেক মজা হয়েছিল। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর


1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last month 

শুটকি ভুনা করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের রেসিপি গুলো খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আপনি যেভাবে লোভনীয় পদ্ধতিতে তৈরি করেছেন তা দেখেই লোভ লাগছে।

 last month 

1000023334.jpg

1000023335.jpg

 last month 

অতি চমৎকার রেসিপি করেছেন আপু। এমন সুন্দর সুস্বাদু রেসিপিগুলো আমি অনেক পছন্দ করি। ভালো লেগেছে আপনার রেসিপি উপস্থাপন করতে দেখে। আশা করি খুবই সুস্বাদু হয়েছে আপনার আজকের তৈরি করা এই রেসিপি। আরো বেশি ভালো লাগলো উপস্থাপনা দেখে।

 last month 

জি আপু অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।

 last month 

এত লোভনীয় রেসিপি শেয়ার করেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আপনার আজকের রেসিপিটা আমার তো দারুন পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে আমাদেরকেও কিন্তু দাওয়াত দিতে পারেন। তাহলে মজার মজার খাবারগুলো আমরাও খেতে পারতাম। এই রেসিপিটা দেখে অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে।

 last month 

ভাইয়া বোনের বাসায় সব সময় দাওয়াত ভাইদের, যেকোন সময় চলে আসবেন।

 last month 

শুটকি ভুনা রেসিপিটি দেখেই তো আপু লোভ লেগে গেল। রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল।শুটকি ভুনা আমার অনেক প্রিয়। ধন্যবাদ আপু ধাপে ধাপে সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

শুটকি ভুনার এমন সুন্দর ও লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।সত্যি বলতে, শুটকি ভুনার গরম গরম স্বাদ আর সুগন্ধই একদম অন্যরকম।শুটকির মশলাদার ঝালঝাল স্বাদ যারা পছন্দ করেন, তাদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি। আপনার রাঁধার কৌশল এত চমৎকার যে মন চাইছে এখনই প্লেট হাতে নিয়ে বসে যাই।

 last month 

হা হা হা আপু বসে পড়ুন তারাতাড়ি, ধন্যবাদ আপনাকে।

 last month 

মাঝেমধ্যে এরকম শুটকি ভুনা খেতে ভালই লাগে। আপনি লইট্যা শুটকি ভুনা করেছেন। এটা আমারও খুব পছন্দের একটা রেসিপি। বিশেষ করে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে দারুন লাগে। আপনার রেসিপিটা খুব লোভনীয় লাগছে দেখতে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last month 

জি আপু একটু ঝাল হলে খেতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।

 last month 

শুঁটকি ভুনা কেমন খেতে জানি না। তবে দেখতে ভীষণ লোভনীয়। ধাপে ধাপে দারুণ করে দেখিয়েছেন রান্নাটা। খুব সুন্দর পরিবেশন করেছেন আপু। হোটেলও হার মেনে যাবে৷

 last month 

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last month 

শুটকি ভুনা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আপনি অনেক মজাদার ভাবে শুটকি ভুনা তৈরি করেছেন, যেটা দেখে আমার তো লোভ লাগলো। একটু ঝাল ঝাল করে ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই ভুনাটা আপনারা অনেক মজা করে খেয়েছেন।

 last month 

জি আপু অনেক মজা করে খেয়েছি, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 84188.26
ETH 1605.00
USDT 1.00
SBD 0.78