এলোমেলো ফটোগ্রাফি❤️

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো এলোমেলো ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

IMG20250404160739.jpg

গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি

গন্ধরাজ খুবই সুঘ্রাণ যুক্ত একটি ফুল।নাম যেমন গন্ধরাজ নামের মান রেখেছে ফুলটি।চমৎকার সুন্দর সুভ্রূ একটি ফুল।আমার বাড়িতে বেশ পুরানা মানে পাঁচ বছর বয়সের দুটো গন্ধরাজ ফুলের গাছ আছে।নিজ হাতে লাগিয়েছিলাম এই গন্ধরাজ ফুলের গাছ দুটো।গন্ধরাজ গাছ দুটোতে ফুলে ফুলে ছেয়ে গেছে এবং ফুলের ঘ্রাণে গাছে মৌমাছি,ভ্রমর,মাছি ও প্রজাপতির আনাগোনা থাকে সারাটা দিন।বাড়ির উঠানের গাছটি ছেয়ে গেছে ফুলে।জানালার ধারে রয়েছে আর এক গাছ আর জানালা খোলা থাকলে ঘর ভরে যায় গন্ধ রাজ ফুলের মিষ্টি ঘ্রাণে।শুধু কি গন্ধরাজ হাসনাহেনা সারারাত গন্ধ ছড়ায়।এক কথায় আমার বাড়িতে ও রুমে কেউ আসলে ফুলের মিষ্টি গন্ধে মুগ্ধ হতে বাধ্য।

IMG_20250407_194632.jpg

ধানের মৌয়ের ফটোগ্রাফি

কৃষি প্রধান দেশ বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে এই কৃষি।এদেশের শতকরা ৭০ ভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত।কঠোর পরিশ্রমের পর যখন কৃষক সোনালি ধান ঘরে তুলবে ও তৃপ্তির হাসি ফুটবে মুখে।এখন ফসলের মাঠে গেলে চোখ জুড়িয়ে যায় কারণ ক্ষেতে ক্ষেতে ধানের গাছ থেকে ধানের শিষ বের হয়েছে এবং মৌ ভর্তি ধানের গাছ দেখতে অসাধারণ সুন্দর লাগে।আমি আজকে আমাদের জমিতে গিয়ে এই ধানের মৌ ভর্তি ধানের শীষের ফটোগ্রাফি করেছি।চোখের শান্তি।

IMG20250404160743.jpg

সুপারির ফুল

আমরা যারা গ্রামের মানুষ তারা সুপারির ফুলের সাথে পরিচিত। শহরের মানুষ সুপারিশ সাথে পরিচিত কিন্তুু সরাসরি সুপারি গাছ বা সুপারিশ সাথে পরিচিত নয়।তবে যারা গ্রাম থেকে শহরে জীবন যাপন করেন তারা চিনবেন কিন্তুু জন্ম থেকেই যারা শহরে বসবাস করেন এবং গ্রামের বাড়ি নেই শহরে বাসা তারা এই সুপারি গাছ ফুল চিনবে না।সুপারি ফুলকে গ্রামে সুপারির বাদা বলে থাকে।একটি পরিপক্ব গাছে প্রথমে সুপারিশ বাদা মানে ফুল আসে আার তা থেকে সিপারি হয় এবং মানুষ সেই সুপারি দিয়ে পান সুপারি খেয়ে থাকে।জেনে অবাক হলেও এটাই সত্যি যে গ্রামে কোন বাড়িতে কেউ গেলে মানে গ্রামের প্রতিবেশী কেউ কোন প্রয়োজনে বা গল্প করতে গেলে তাকে পান সুপারি অফার করা হয় এবং পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়।এই ফটোগ্রাফি টি সেই সুপারি ফুলের বাদার ফটোগ্রাফি।

IMG_20250407_195739.jpg

সজিনা ফুলের ফটোগ্রাফি

সজিনা আমাদের খুবই পছন্দের সবজি।সজিনা বাজারে বেশ পাওয়া যায়। অনেক দামও এই সজিনাডাঁটার।গ্রামের বেশিভাগ মানুষ তাদের বাড়ির আনাচে কানাচে সজিনা গাছ লাগায় এবং তা থেকে সজিনা ফুল,ফল পায়।সজিনা গাছের পাতা ফুল ফল সব খাওয়া যায়।সজিনা ফুলের বড়াও ভর্তা খাওয়া যায়।অনেক পুষ্টিকর সজিনা ডাটা।আজকে আমাদের বাড়ির সামনের এক বাড়ির সামনে গাছ ভর্তি সজিনা ফুলে দেখতে পেয়ে ফটোগ্রাফি করে নিলাম।গাছটি অনেক উচুতে হওয়ার কারণে খুবই কাছ থেকে তুলতে পারিনি।

IMG_20250407_200408.jpg

বাঁশ ঝাড়ের ফটোগ্রাফি

বাঁশ ঝাড় গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে রয়েছে। গ্রামের বাড়িতে খুবই প্রয়োজনীয় বাঁশ।গ্রামের মানুষ বাঁশ দিয়ে অনেক কাজ করে থাকে।গ্রামের বেশিভাগ মানুষের বাড়ি কাঁচা টিন সেট আর টিন সেটে বেশিভাগ ঘরের ভিত্তি বাঁশ দিয়ে এবং ঘরের ছাদ বাঁশের। নানান ডিজাইনের ছাঁদ বানিয়ে থাকেন অনেকে।গ্রামের মানুষের ভাষ্য মনে মরলেও বাঁশের দরকার তাই গ্রামের পাকা বাড়িওয়ালাদেরও বাঁশ ঝাড় থাকে।গ্রামের মানুষদের বিশ্বাস বাঁশ ঝাড় বাড়ির পাশে থাকলে ঝড়,তুরফানের হাত থেকেও রক্ষা পাওয়া যায় মানে ঝড় বাতাস না কি আটকিয়ে দেয় বাঁশ ঝাড়। বাঁশ ঝাড়টি আমাদের।

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



Sort:  
 4 months ago 

চমৎকার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো দিদি। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধানের ফটোগ্রাফিটি বেশি চমৎকার লাগছে। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি টি ও বেশ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি নিজে চমৎকার ভাবে বর্ণনা করেছেন। বর্ণনাগুলো পড়ে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

আজকে তুমি চমৎকার কিছু ছবি শেয়ার করেছ আমাদের সাথে তবে আমার সবথেকে ভালো লাগলো ধানের ফুলের ছবিটা। বাকি ছবিগুলো ভালো হয়েছে তবে এই ছবিটা যেন স্পষ্ট উজ্জ্বল এবং চোখে লেগে থাকার মত তুলেছ।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি ও ধান এর ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। এবং সুপারি ফুলের ফটোগ্রাফিও চমৎকার লাগলো। ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 4 months ago 

ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.32
JST 0.037
BTC 117938.58
ETH 3788.32
SBD 0.93