কয়েকটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।
📸ফটোগ্রাফি এক📸:
- খাঁচার ভেতরেও যেন দুনিয়ার সব ভালোবাসা জমে আছে এদের চোখে।সবুজ পাখিটা বসে আছে রাজকীয় ভঙ্গিতে, আর নীল পাখিটা তাকিয়ে আছে যেনো কোনো গোপন গল্প বলছে। মনে হয়, দু’জনার ছোট্ট খুনসুটি চলছে—“তুমি আমার জন্যই গান গাও, তাই না?” খাচার তারের ফাঁক গলে তাদের ভালোবাসা ছড়িয়ে পড়ে বাতাসে।
📸ফটোগ্রাফি দুই📸:
- আমরা প্রায় প্রত্যেকেই জানি এটি হলো ড্রাগন ফলের ফটোগ্রাফি।ড্রাগন ফল দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি সুস্বাদু। গোলাপি বা লাল খোসার ভেতরে সাদা কিংবা লাল শাঁস আর ছোট ছোট কালো বীজ থাকে।এতে প্রচুর ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরের জন্য খুব উপকারী।
হজমে সাহায্য করে, ত্বক ভালো রাখে আর শক্তি বাড়ায়।তাই একে বলা হয় "সুপারফ্রুট"।
📸ফটোগ্রাফি তিন📸:
- আমার এই বারের ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন মোরগ ফুল।মোরগ ফুল বা সেলোসিয়া দেখতে মোরগের ঝুঁটির মতো হওয়ায় এর নাম হয়েছে।এটি লাল, হলুদ, বেগুনি, কমলা ইত্যাদি উজ্জ্বল রঙে ফোটে।বাগান বা টবে সাজানোর জন্য দারুণ জনপ্রিয় এই ফুল।এর সৌন্দর্য ঘর-বাগানে আনন্দ ও প্রাণের ছোঁয়া আনে।
অনেকে একে শুভলক্ষণ হিসেবেও মানে।
📸ফটোগ্রাফি চার 📸:
বন্ধুরা এবারের ফটোগ্রাফিতে রেখেছি পিং কালারের একটি চমৎকার ফুল।পিং কালারের ক্রিপ মার্টল ফুল খুবই সুন্দর ও আকর্ষণীয়।এ ফুল ছোট ছোট গুচ্ছ আকারে ফোটে এবং গাছকে আরও মনোরম করে তোলে।গরমের দিনে এ ফুল বাগানকে রঙিন করে রাখে।ফুলের কোমল রঙ মনকে প্রশান্তি দেয়।
এর ফুল দীর্ঘসময় ধরে টিকে থাকে।
📸ফটোগ্রাফি পাঁচ 📸:
- এইবার দেখতে পাচ্ছেন ময়ূর ফুল।লাল রংয়ের ময়ূর ফুল দেখতে সত্যিই অপূর্ব ও নজরকাড়া।এর উজ্জ্বল লাল রঙ চারপাশকে করে তোলে রঙিন ও আনন্দময়।গ্রীষ্মকালে গাছে গাছে এই ফুলের রঙে যেন আগুন ঝরে পড়ে।ময়ূর ফুলকে অনেকে "গ্রীষ্মের শোভা" বলেও ডাকে।এ ফুল শুধু সৌন্দর্য নয়, বরং প্রকৃতির প্রাণবন্ততার প্রতীক।একে দেখে মন ভরে যায় সুখ আর প্রশান্তিতে।
📸ফটোগ্রাফি ছয়📸:
- এইবার শেয়ার করেছি আর্বোরভিটা গাছের চমৎকার ফটোগ্রাফী।আর্বোরভিটা একটি চিরসবুজ শোভাময় গাছ, যাকে অনেকেই "লাইফ ট্রি" বলে ডাকে। এটি সাধারণত বাগান, বাড়ির আঙিনা ও রাস্তার পাশে সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করা হয়।গাছটির পাতা আঁশের মতো ছোট ছোট এবং সারা বছর সবুজ থাকে।এটি বাতাস ও দূষণ শোষণ করে পরিবেশকে শীতল ও পরিষ্কার রাখে।আর্বোরভিটা খুব সহজে বেড়ে ওঠে এবং নিয়মিত ছাঁটাই করলে সুন্দর আকারে রাখা যায়।বাড়ির সৌন্দর্য, ছায়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এর গুরুত্ব অনেক।অনেকে ফেং-শুই মতে এটিকে শুভ গাছ হিসেবেও মনে করে।
আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1961094812465283121?t=Jw_v-Vn4hZFaV1qvoZ-74A&s=19
https://x.com/mdetshahidislam/status/1961094250701246689?t=jRsQnS5rZQCUG1ov8SqjIg&s=19
https://x.com/mdetshahidislam/status/1961071258524860434?t=mYyrHUGoUvv2Tx9MhvOK1Q&s=19

X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1961222599142510662?t=XaHehXp_q1dpfO-PyQa0VA&s=19
ওয়াও অসাধারণ আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। তবে ড্রাগন ফল এর ফটোগ্রাফি এবং মোরগ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লাগলো আমার কাছে। এবং ফটোগ্রাফি গুলো সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন বর্ণনা দিয়ে।
খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ফটোগ্রাফি করতে বেশ ভালই লাগে। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। মোরগ ফুলের ফটোগ্রাফি এবং পাখির ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার এবং গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার মন্তব্য পড়ে ফটোগ্রাফির প্রতি আরো বেশি উৎসাহ পেলাম।
ভাইয়া আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এই রকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাদের ভালোলাগাতেই কেবলমাত্র আমার কাজের প্রশান্তি মেলে। চেষ্টা করব আগামীতেও এরকম ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে।
আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি এই ফটোগ্রাফি গুলোকে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন আপনার কাছ থেকে দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এর পাশাপাশি এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার ফটোগ্রাফির দক্ষতাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি যে লাল রঙের ময়ূর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷