স্বরচিত কবিতা "আকাশের কান্না, মাটির হাসি" by @joniprins
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বৃষ্টি প্রকৃতির এক অপার বিস্ময়। আকাশের বুক চিরে ঝরে পড়া প্রতিটি ফোঁটা যেন সৃষ্টির নতুন বার্তা।গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত মানুষ যখন হাঁসফাঁস করে, তখনই মেঘ জমে আকাশ ভরে তোলে শীতল আশ্বাস।বৃষ্টির জলে ভিজে ধুলোমাখা পথ হয়ে ওঠে স্বচ্ছ, নির্জীব বৃক্ষরা পানির ছোঁয়ায় আবার প্রাণ ফিরে পায়।শিশুরা আনন্দে দৌড়ে বেড়ায় খোলা মাঠে, যেন বৃষ্টিই তাদের সবচেয়ে কাছের খেলার সাথী। কৃষকের কাছে এই বৃষ্টি শুধু আনন্দ নয়, বরং জীবনের ভরসা, ফসলের আশীর্বাদ। শহুরে মানুষের কাছে বৃষ্টি মানে জানালার কাঁচে টুপটাপ শব্দ,মনখারাপের দিনে নতুন করে ভালোবাসা জাগানো স্মৃতি। এ বছরের টানা বৃষ্টি গরমকে করেছে সহনীয়, আর আমাদের মনে এনেছে প্রশান্তির স্নিগ্ধ ছোঁয়া।
ঝুম বৃষ্টি নামে আকাশের কোলে,
পৃথিবী সেজে ওঠে নতুন রূপে,
ধুলোমাখা শহর ধুয়ে যায় জলে,
সবুজ গাছ দোলে নবীন সুরে।
টুপটাপ শব্দে ছন্দ তোলে জানালায়,
ঘুম ভাঙে ভোরে বৃষ্টির সঙ্গীতে,
চেনা পথ ভিজে যায় হঠাৎই স্রোতে,
রোদ-বৃষ্টির খেলা চলে দিনরাতে।
শিশুরা ছুটে যায় পাড়ার মাঠে,
হাসির রোল ওঠে টিনের ছাদে,
ভিজে চুলে খুঁজে নেয় আনন্দ,
সারা গায়ে জলের ছোঁয়া অমলিন।
কৃষক তাকায় আকাশের পানে,
মুখে ফুটে ওঠে আশার হাসি,
ধানের ক্ষেতে প্রাণের জোয়ারে,
বৃষ্টি আনে জীবনভরা রাশি।
কখনও মেঘের গর্জন বাজে,
বিদ্যুতের ঝলক কাঁপায় মন,
আবার শান্ত স্রোতে ঝরে পড়ে,
ভালোবাসার মতো নিঃশব্দ বেদন।
প্রকৃতি যেন লিখে যায় গান,
জলরঙে আঁকে নতুন জীবন,
বৃষ্টি মানে আশীর্বাদ অনন্ত,
মানুষের হৃদয়ে রাখে দোলা।
বৃষ্টি কেবল আকাশের জল নয়, এ যেন জীবনচক্রের অপরিহার্য অংশ। প্রতিটি ফোঁটা আনে নতুন প্রাণ, শুকনো মাটিতে জাগায় সবুজ স্বপ্ন। যতই শহুরে জীবনে কোলাহল থাকুক, বৃষ্টির শব্দ মনকে করে শান্ত। কখনও বৃষ্টি চোখে আনে স্মৃতির স্রোত, কখনও আবার আনে ভালোবাসার গান। এ বছরের টানা বৃষ্টি আমাদের দিয়েছে গরম থেকে মুক্তি, আনন্দ দিয়েছে প্রকৃতির কাছাকাছি যাওয়ার। আমরা যেন এই বৃষ্টিকে কেবল ঝড়ো জলধারা ভেবে না দেখি, বরং এটিকে দেখি জীবনের অনন্ত শক্তি হিসেবে। কারণ বৃষ্টি মানেই নতুন সূচনা, প্রতিবার ভিজে ওঠে মন, জাগে আশার আলো।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
https://x.com/RamimHa74448648/status/1959914029666979980?t=DYn20cSagwox8tY-8akVmg&s=19
https://x.com/RamimHa74448648/status/1959914316645404900?t=pMvoN26oR2sBBA4-iEUyfw&s=19
বাহ আপনি তো খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে কিন্তু অনেক ভালো লাগলো। আসলে বৃষ্টির শব্দ মানুষের মনকে শীতল করে। আর বৃষ্টি হলে মানুষের মন এবং মাটি থেকে শুরু করে সবকিছুর ভালো হয়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।