কবিতা-শূন্যতার দেয়াল||আমার বাংলা ব্লগ [10% shy-fox]
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি। যদিও ভালো কবিতা লিখতে পারিনা। তবুও সবার লেখা কবিতা পড়ে পড়ে এখন মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে। বিশেষ করে আমার বাংলা ব্লগ কমিউনিটির এবিবি কবিতার আসরে অংশগ্রহণ করার মাধ্যমে দুই এক লাইন কবিতা লেখার চেষ্টা করছি। আসলে আমার বাংলা ব্লগের এই দারুন উদ্যোগটি আমাদের সবাইকে কবিতা লেখার প্রতি উৎসাহ জুগিয়েছে। আমরা সবাই নিজেদের দক্ষতায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় কবিতা লেখার চেষ্টা করছি। অনেকে আছেন যারা অনেক ভালো কবিতা লিখেন। তবে আমি যে খুব ভালো কবিতা লিখতে পারি সেটা কখনো বলবো না। কারণ এর আগে কখনো সেভাবে কবিতা লিখা হয়নি। নতুন ভাবে কবিতা লিখার চেষ্টা করছি এবং সবার লেখা কবিতা গুলো পড়ে পড়ে শেখার চেষ্টা করেছি। যাইহোক এবার চলুন আমার লেখা কবিতাটি পড়ে নেয়া যাক।
শূন্যতার দেয়াল:

Source
জীবন জুড়ে শুধু তারই অনুভব
জীবন মানেই যেন শূন্যতার খেলা
তারই প্রতীক্ষায় কেটেছে দিন
ফুরিয়ে এসেছে জীবনের বেলা।
শূন্যতার দেয়াল ঘিরে ধরে চারপাশ
হৃদয় থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস
শূন্যতার মাঝে জীবনটা যেন
বড্ড বেশি বেমানান
শূন্যতা নিয়ে বেঁচে আছে জীবন
বেঁচে আছে আহত প্রাণ।
হয়তো হটাৎ দমকা হওয়া এসে
নিভিয়ে দিয়ে যাবে জীবন
কিংবা সময়ের স্রোতে বিলীন হবে
সেই অপূর্ণ আমি কিংবা জীবন।
শূন্যতার মাঝে আজও
খুঁজে ফিরি জীবনের মানে
আর খুঁজে ফিরি জীবনের
হারানো সেই সোনালী দিন
সবকিছুই যেন আজ অতীত
স্মৃতির পাতায় আজও অমলিন।
স্মৃতির মাঝে খুঁজে বেড়াই
হারানো আপনজন
স্মৃতিগুলো আঁকড়ে ধরে
বেঁচে আছে এই পাগল মন
স্মৃতির ভাঁজে ভাঁজে আজও খুঁজি
হারানো সেই আপনজন।
হয়তো সময়ের বেড়াজাল
এই আহত হৃদয়কে
আসঠে পৃষ্ঠে বেঁধে ফেলে
খুঁজবে আমায় সেদিন তুমি
হঠাৎ হারিয়ে গেলে।
মাঝে মাঝে জীবনটাকে বড্ড বেশি শূন্য মনে হয়।শূন্যতার মাঝে জীবনটাকে বড্ড বেশি বেমানান লাগে। শূন্যতার দেয়াল যখন চারপাশ ঘিরে ধরে তখন সেই শূন্যতার মাঝে বেঁচে থাকা ছোট্ট প্রাণটাকে দেখে মনে হয় যেন দমকা হাওয়ায় নিভে যাওয়া জীবন প্রদীপ। কিংবা সময়ের স্রোতে বিলীন হয়ে যাওয়া জীবন। তবুও যেন সবকিছু মিলিয়ে ভালো থাকতে চাই আমরা। হয়তো ভালো থাকার জন্যই আমাদের সব প্রচেষ্টা। শূন্যতার মাঝেও যেন খুঁজে ফিরি জীবনের মানে। কিংবা হারিয়ে ফেলা সেই পুরনো দিনগুলো। শূন্যতার মাঝে আজও খুঁজি হারিয়ে যাওয়া সেই প্রিয় মানুষগুলো। হয়তো ইচ্ছে করেই হারিয়েছে অচেনা পথে। কিংবা আড়াল হতে চেয়েছিল বলেই আড়াল হয়েছে। আর তারই মাঝে খুঁজে ফিরি সেই আপনজন। হয়তো সময়ের পরিক্রমায় কাছের মানুষগুলো হারিয়ে যায় কিংবা বদলে যায়। তবুও যেন জীবন চলছে জীবনের মত। হয়তো ভরসার সেই হাত দুটো হারিয়ে ফেলেছি। কিংবা ভরসা নামক শব্দটি জীবন থেকে বিলীন হয়েছে। শূন্যতার মাঝে যেন খুঁজে ফিরে আশার আলো। তবুও প্রতীক্ষায় থাকে এই আহত হৃদয় হয়তো সে ফিরবে কোন একদিন। হাতটি ধরে আবারও বলবে আমি পাশে আছি প্রিয়। এভাবেই হয়তো কেটে যাবে পুরোটা জীবন। কারো প্রতিক্ষায় কিংবা হতাশায়।
জানিনা আমার লেখা কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই কবিতাটা লিখতে ভালোই লেগেছে। আসলে মাঝে মাঝে চেষ্টা করি কবিতা লিখতে। যদিও ভালো কবিতা লিখতে পারি না। তবুও নিজের অনুভূতি থেকে হয়তো মনের অজান্তেই কয়েক লাইন লিখে ফেলার চেষ্টা করি। আর আপনাদের মাঝে উপস্থাপন করতে ভালই লাগে। হয়তো অনেকের মনের কথার সাথে কবিতার লাইন গুলো মিলে যাবে। তবুও চেষ্টা করেছি নিজের মতো করে কবিতা লিখে উপস্থাপন করার জন্য। আশা করছি সবার ভালো লাগবে।
কি বলছেন আপনি আপু আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন না। জাস্ট অসাধারণ আপনার কবিতা। প্রিয়জনকে হারানোর শূন্যতা নিয়ে খুব সুন্দর কবিতা রচনা করেছিলেন আপু। আমি কিন্তু আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।
আপু আমি এখনো ভালোভাবে কবিতা লিখতে শিখিনি। তবুও চেষ্টা করি আপু। প্রিয়জনকে হারানোর শূন্যতা সত্যি বড় কঠিন। হয়তো অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
একদম ঠিক বলেছেন আপু অণু কবিতা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এখন সবাই অনেক ভালো কবিতা লিখতে পারে। যাইহোক আজকের শূন্যতার দেওয়াল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ।আসলে প্রতিটি মানুষের জীবনে শূন্যতা থেকে শুরু হয় সেই শূন্যতা পূরণের লক্ষ্যে জীবনের শেষ অবধি চেষ্টা করে যায় কখনো কেউ সার্থক হয় আবার কেউ ব্যর্থ হয় শূন্যতা আসলেই জীবনকে শেষ পর্যন্ত সমাপ্তি ঘটায়।
ঠিক বলেছেন ভাইয়া অনু কবিতার প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই কবিতা লিখা শিখেছি। যদিও ভালো কবিতা লিখতে পারি না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টায় লেখার চেষ্টা করছি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
বাহ বাহ অসাধারণ আপু ৷
কবিতার প্রতিটি চরণ ছিল অনেক অনেক গভীর কঠিন কথা যা সত্য আর বাস্তবিক ছিল ৷ আর এটা ঠিক বলেছেন আপু এবিবি ফান না থাকলে হয়তো আমরা কবিতা লিখতে পারতাম না ৷ অনেক সুন্দর ছিল কবিতাটি আপু ৷
কবিতার লাইন গুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে লিখার চেষ্টা করি। তবে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এবিবি কবিতার আসরের মাধ্যমে। অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি তো দেখছি অসাধারণ কবিতা লিখেন। আসলেই আমাদের চারদিকে যতটাই পরিপূর্ণ থাকুক না কেন আমাদের ভেতরটা কিন্তু শূন্যতায় ভরা। প্রতিটি মানুষ কোন না কোন দিক থেকে শূন্যতায় ভোগে। আপনার কবিতা এত সুন্দর একটি বিষয়বস্তু ফুটিয়ে তুলেছেন খুবই ভালো লাগলো পড়ে।
আপু আমি অসাধারণ লিখেছি কিনা জানিনা তবে একটু একটু চেষ্টা করি। আপনাদের মন্তব্য গুলো আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি। সত্যি আপু আপনি কিন্তু দারুণভাবে নিজের মতামত তুলে ধরেছেন।
আপনার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি অসাধারণ একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে একটু বেশি ভালো লাগে। আসলে ঠিকই বলেছেন প্রতিটি মানুষের জীবনে শূন্যতা থেকে শুরু হয় সেই শূন্যতা পূরণের লক্ষ্যে জীবনের শেষ অব্দি চেষ্টা করে যায়। সম্পূর্ণ কবিতাটি ভালোই ছিল বলতে হয়।
আমার লেখা কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আসলে কবিতার টপিক নির্বাচন সত্যি অনেক কঠিন ব্যাপার। তবুও চেষ্টা করেছি জীবন শূন্যতা নিয়ে কিছু কথা উপস্থাপন করার জন্য।
বাহ! আপু আপনি দারুণ লিখলেন তো! আমার বাংলা ব্লগের সবাই কবিতা লিখে থাকে। যদিও কাজটা সহজ নয়, আমার কাছে তা-ই মনে হয়। তবে মনের অনুভূতিগুলো কবিতার ছন্দে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। প্রিয়জন বা প্রিয় মানুষগুলো যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখনই আমার শূন্যতা অনুভব করি। অনুভব করি সে পাশে নেই! তার সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি মনে পড়ে!
আমার লেখা কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আসলে সবাই কবিতা লিখার চেষ্টা করে। আর নিজের অনুভূতি দিয়ে কবিতা লিখতে সত্যিই ভালো লাগে। আর কবিতার মাঝেই হয়তো নিজের অনুভূতিগুলো তুলে ধরা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও সাবলীল ভাষায় একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করি।
আমার লিখা কবিতাটি পড়তে আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর ও সাবলীল ভাষায় কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু সুন্দর মন্তব্যের জন্য।
প্রথমেই বলব খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে কবিতা যেমন সুন্দর হয়েছে তার চাইতে বেশি হৃদয় ছুঁয়েছে আপনার কবিতার নিচের লেখাগুলো। এত সুন্দর গুছিয়ে লিখেছেন অনেকক্ষণ বসে বসে আপনার সেই কথাগুলো চিন্তা করলাম। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা ও সুন্দর কিছু হৃদয় ছোঁয়া কথা তুলে ধরার জন্য।
আমার লেখা কবিতা আপনার হৃদয় ছুঁয়েছে জেনে অনেক ভালো লাগলো। ভাইয়া আমি চেষ্টা করেছি সুন্দরভাবে এই কবিতাটি লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাদের সুন্দর মন্তব্য পড়ে আবারো নতুনভাবে কবিতা লেখার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যিই শেষের কথাগুলো আসলে হৃদয় ছুঁয়ে গেছে। ধন্যবাদ এত চমৎকার কিছু লেখা উপহার দেওয়ার জন্য এবং আশা করছি আরও উপহার দিবেন।
ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য। চেষ্টা করবো আবারও নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আপনাদের মাঝে নতুন কিছু উপহার দিতে পারলে আমারও ভীষণ ভালো লাগে।
আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আমাদের মাঝেই কিছু না কিছু শুন্যতা আছে। আমরা এত শুন্যতার মাঝেও আপনজনদের খুঁজে বেড়াই। যদি কাউকে আশেপাশে নাও পাই তাও পুরনো স্মৃতি আকড়ে ধরে সামনে এগিয়ে যাই। শুন্যতার দেয়াল কবিতা পড়ে আমার খুব ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
শুন্যতা আমাদের জীবনের অংশ। হয়তো শুন্যতা নিয়েই আমাদের বেচেঁ থাকতে হবে। তবুও জীবন চলছে জীবনের মত। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবিতার প্রতিটি লাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর করে কবিতা লেখেন আপু আপনি। আমার কিন্তু প্র্রতিটি লাইন বেশ ভাল লেগেছে। তবে নিচের লাইন গুলো তো অসাধারণ-
আপু আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে কবিতার লাইন গুলো মেলানোর জন্য এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। কবিতার এই লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো আপু। এভাবেই উৎসাহ দিয়ে সব সময় পাশে থাকবেন।
পাশে থাকলে কি লাভ?