আমার স্বরচিত কবিতা: "মরীচিকা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমি ও মোটামুটি ভালোই আছি।যদিও আজ ঘুম ভাঙলো অস্বস্তিকর গরমে এক অদ্ভুত ভোরের স্বপ্ন দিয়ে।তাই আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।যদিও কবিতাটি বেশ ছোট,তবে পড়তে খুব একটা মন্দ লাগবে না বলে আশা করছি।

IMG_20230510_055650.jpg
লোকেশন

এখানে একজনের মনের গভীর ক্ষোভ ফুটে উঠেছে তার প্রিয়জনকে নিয়ে।প্রিয়জনের চিন্তাভাবনার বদল ঘটলে প্রিয়তমার মনে অনেক বাস্তব কিছু রেখার সূত্রপাত হয়।প্রদীপের ক্ষীণ আলোর মতোই জীবন চলতে থাকে কিন্তু তার স্মৃতিগুলো অতীতের গল্প হয়েই থেকে যায়।কিন্তু মরুভূমির মতো এই ব্যথার সাগরে লড়াইটা চলতেই থাকে।সেটা একের সঙ্গে নয়, দুইয়ে দুইয়েই।দুই মিললেই আসলে কোনো কিছুর পরিপূর্ণ রূপ ফুটে ওঠে না সেটারই ইঙ্গিত বহন করা হয়েছে এখানে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন কবিতাটি শুরু করা যাক----

মরীচিকা

ঝর্ণার গা বেয়ে ধারাগুলো টুপ টুপ, টুপ টুপ---
দেওয়ালের গায়ে শ্যাওলা জমেছে
ফাটল ধরেছে আমার হৃদয়ের গভীরে
অনুভবের মাত্রাটা একটু বেড়েছে।
শুধু বদলে গেছ তুমি ও তোমার অদ্ভুত চিন্তারা।
দু'লাইন লিখলেই যেমন কবিতা হয় না
তেমনি মিথ্যার আড়ালে সত্য ঢাকা থাকে না,
দু'কলি লিখলেই যেমন গান হয় না
তেমনি যন্ত্রণা,বিরহ চিরকাল থাকে না।
কাগজের গায়ে তুলি বুলালেই অঙ্কন হয়ে যায় না
তেমনি কথা মেলালেই জীবনের ছন্দ ফিরে আসে না,
প্রদীপের আলো যেমন ধীরে ধীরে নিভে যায়
তেমনি জীবন থেকে এক একটি গল্প অতীতে পাড়ি জমায়।
মরীচিকাময় ব্যথার সমুদ্র পাড়ি দিতে হয়---
রক্তের স্রোত বইতে দিতে হয় নীরবে ,নিভৃতে
দুইয়ে দুইয়ে লড়াইটা তাই বলে চিরস্থায়ী।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সত্যিই অসাধারণ কবিতার। কবিতার ভাষা গুলো ছিল খুবই সুন্দর, পড়ে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি আপু মরীচিকা তো মরীচিকায়। সত্যি বলেছেন দিদি প্রদীপের মত জীবন চলতে থাকে কিন্তু স্মৃতি গুলো গল্প হয়েই থাকে।কবিতাটি সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ভালো লাগলো কবিতাটি পড়ে দিদি।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রিয়জনকে নিয়ে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আপনার মরীচিকা কবিতাটি অসম্ভব ভালো ছিল। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার আজকের এই কবিতাটি লেখাটা টপিক সবথেকে বেশি ভালো ছিল। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার কবিতা।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমি লেখার প্রতি উৎসাহ পাই,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমরা হয়তো কাউকে দেখে বুঝতে পারিনা তার মনের ভিতরে কি চলছে। আলোর পিছনে অন্ধকার সবসময়ই থেকেই যায়। দিদি একদম ঠিক বলেছেন প্রদীপের ক্ষীণ আলোর মতোই জীবন চলতে থাকে কিন্তু তার স্মৃতিগুলো অতীতের গল্প হয়েই থেকে যায়।যাই হোক খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

মরীচিকাময় ব্যথার সমুদ্র পাড়ি দিতে হয়---
রক্তের স্রোত বইতে দিতে হয় নীরবে ,নিভৃতে
দুইয়ে দুইয়ে লড়াইটা তাই বলে চিরস্থায়ী।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও অসাধারণ একটি কবিতা যাপনে আমাদের মাঝে শেয়ার করেছেন কবিতার প্রতিটি চরণ পড়ে আমার অনেক ভালো লাগলো। কবিতাটির নাম দিয়েছিলেন মরীচিকা ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার লেখা মরীচিকা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আপু চলমান জীবনের সকল ঘটনাগুলোই দিনের পর দিন অতীত হয়ে যাচ্ছে। গভীর ভাব বিজড়িত দারুন একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112607.90
ETH 4350.64
SBD 0.85