শুধু ব্যর্থতা

শুধু ব্যর্থতা আর দিন শেষে ডুবে যাওয়া
আমি অদ্ভুত কবিতা লিখি রাত জেগে
কেউ পড়বে না এই কবিটাখানা
এ শুধু আমার পরাজিত জীবনের সাক্ষী।
আর কত বার নিজের সাথে লড়াই
আর কত ভাবে ভেঙে হবো চুরমার
আমাদের গল্পের কোনো মানে নেই
অবাঞ্চিত এক অর্থহীন গোলমাল।

image.png

Image
অনেক রাত জেগে ,অনেক ভেবেচিন্তে
আর এক বার উঠে দাঁড়ানোর লড়াই
অনেক অজানা প্রশ্নের উত্তর খোঁজা বাকি,
যত দিন বাঁচি আরো লড়ে যেতে রাজি।

Sort:  
 4 years ago 

বাহ!অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। ভাইয়া ধন্যবাদ জানাই আপনাকে।

 4 years ago 

অসাধারণ লেখা। ধন্যবাদ দাদা।

 4 years ago 

অনেক সুন্দর হয়েছে। লিখার মধ্যে অনেক গভীরতা আছে। দারুন ।ধন্যবাদ শেয়ার করার জন্য

 4 years ago 

কে পড়বে না কবিতা বলেন,এইতো আমি পড়ে ফেললাম। সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 118568.65
ETH 4344.41
SBD 0.79