My Original Bengali Poetry - "নিষ্ঠুরভাবে পুড়েছি"

in #poetry6 years ago (edited)


image credit

তুমি ও ভাবে আমাকে আর উপেক্ষা করোনা
তুমি যতবার আমাকে উপেক্ষা করেছো
আমি ততবার শ্মশানে গিয়ে নিষ্ঠুরভাবে পুড়েছি,
এখন হাড়গুলো পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে
আগুনও আর আনন্দ পায় না পুড়িয়ে মিছে মিছে।
কারো সামান্য অবহেলা ও আমি সহ্য করিনি
মুছে দিয়েছি তাকে একেবারে হৃদয়ের থেকে।
বিশ্বাস করো কখনো সেখানে থাকেনি কোনো ক্ষত
যে জন্ম নেবে কোনো নিঃসঙ্গ রাতে ব্যাথ্যাভরা স্মৃতি
তবে কেন বেড়েই চলেছে ভালোবাসা তোমার প্রতি?

যে চোখে একদিন নীলনদের ঢেউ গিয়ে মিশতো নীলাকাশে
সেই চোখে আজ পড়ন্ত রোদের অসহ্য ঝলকানি
আমার মনে একে একে জমে কালো পুঞ্জীভূত কাদম্বিনী।

এখন রহস্যময় মরুদ্যানে একটি বীজ অপেক্ষায় বৃষ্টির
কোথাও তখন তুমি আনন্দে মশগুল খেলছো আবির।

I already published this poem on my blog : http://www.bangla-kobita.com/sujoy12/post20170129015453/

*** I added a link of my steemit profile to bangla-kobita.com. Please, check : http://www.bangla-kobita.com/sujoy12

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63585.64
ETH 3035.86
USDT 1.00
SBD 3.84