আমার লেখা কবিতা " ভালোবাসার রঙ্গিন ঘুড়ি"

in আমার বাংলা ব্লগ22 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালোবাসার রঙ্গিন ঘুড়ি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000076519.jpg
source

ভালোবাসার রঙ্গিন ঘুড়ি

তোমায় দিয়ে শুরু হয় আমার প্রতিটা সকাল,
নিস্তব্ধ মনে জেগে ওঠে ভালোবাসার প্রভাত।
তোমার নিয়ে ঠোঁটের কিনারায় হাসি ফুটে,
তোমায় ভেবে মন হারায় আনন্দের সুখে।

তোমার নিয়ে দুচোখে মনের হাসিতে স্বপ্নের মেলা,
উন্মাদনা মনে সুখের খোঁজে আনন্দ ভ্রমণের খেলা।
তোমার কণ্ঠ ঝরে পড়ে বৃষ্টির ধারা,
শ্রাবণের বৃষ্টি বিলাসে ভিজে ভালোবাসার তারা।

তোমার ছোঁয়ায় আমার হৃদয়ের কত আশা,
চঞ্চল হৃদয়ে যেন পায় শান্তির ভাষা।
তোমার হাসিতে সোনালি রোদের ঝলকানি,
তোমার অনুভূতিতে হৃদয়ে সুখের চাওয়া।

তোমার মুখে উজ্জ্বলতা আলো ঝলমলে দিন,
তোমার ছায়া ছুঁয়ে যায় আমার হৃদয়ের আবেগ।
তোমার অনুভূতিতে হৃদয়ে কাব্যিক ছন্দ,
তোমার মন খারাপে ভালোবাসাতে দ্বন্দ্ব।

তুমি না থাকলে জীবনটা আমার একা,
তুমি রইলে পাশে সুখের অনুভব হৃদয়ে থাকা।
তোমার নামে আমার জীবনের গল্পের শুরু,
হৃদয়ের ক্যাম্পাসে তোমার ছবি আঁকা।

ভালোবাসা মানে তোমার অন্তরে আমার অনুভূতি,
হাজার কষ্টেও তোমায় জন্য জীবন বাজি।
তুমি মানেই আমার ভালোবাসার রঙ্গিন ঘুড়ি,
তোমার ভালবাসার তরে জীবন দিতে রাজি।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয়জনকে ভালোবেসে হৃদয়ে অনুভূতিগুলো কবিতার ছন্দে প্রকাশ করেছি। আসলে প্রিয়জন পাশে থাকলে সবসময় ভালো লাগে। প্রিয়জনের কথা সব সময় মনে পড়ে। প্রিয়জনকে ভেবে একটি নতুন সকাল শুরু হয়। প্রিয়জনকে ভেবে গোধূলি বিকেলের সন্ধ্যে কাটে। প্রিয়জনের আশা, অনুভূতি, ভালোবাসার মাঝে জীবনের সময় অতিবাহিত হয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 22 days ago 

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। ভাইয়া আপনার কবিতার ভাষায় দারুন অনুভূতি তুলে ধরেছেন। আপনার লেখা কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে।

 22 days ago 

আপনি ঠিক বলেছেন আপু, ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি।

 22 days ago 

আজকে আপনার ভালোবাসার রঙিন ঘুড়ি কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে। আপনার কবিতা পড়ে মনে হচ্ছে ভালোবাসায় ডুবে আছেন আপনি। কবিতাগুলো আমার কাছে পড়তে ভীষণ ভালো লাগে। এভাবেই আপনি সব সময় কবিতা শেয়ার করেন যেগুলো আমি মাঝেমধ্যে পড়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ কবিতা শেয়ার করার জন্য।

 22 days ago 

কবিতাটি পড়ে এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 22 days ago 

ভালোবাসা নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। সুন্দর একটি আবেগ অনুভূতি প্রকাশ করেছেন আপনি আপনার এই কবিতার মাধ্যমে। বেশ ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।

 22 days ago 

কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 111779.75
ETH 2765.47
USDT 1.00
SBD 0.80