আমার লেখা কবিতা " মা বাবা "

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি মা-বাবাকে নিয়ে একটি খুব সুন্দর কবিতা লিখেছি। পৃথিবীতে অনেক অভাগা রয়েছে যারা মা-বাবার সাথে থাকে না এবং তাদের খেদমত করে না। কিন্তু তারা যে অভাগা এই বিষয়টা তাদেরও জানা নেই। আসলে পৃথিবীতে যারা মা-বাবাকে পাশে রাখেনা তারা একেবারে অভাগা। অসংখ্য ছেলে সন্তানকে অনেক বড় বড় ডিগ্রী পাস করার পরেও তারা মা বাবার খেদমত দূরে থাক খবর নিতে চায় না। টাকা পয়সাও কখনো দেয় না। এমন অভাগা যেন সবাইকে না করে।

আসুন শুরু করি


book-3199610_1280.jpg

মা বাবা

মা আমার নয়নের মনি
বাবা আমার কলিজা,
তাদেরকে ছাড়া পারবো না
থাকতে এই দুনিয়ায়।।

যাদের আছে মা বাবা
করো তাদের সেবা
হারালেই বুঝবে কি হারালে
নয়তো যাবে না বোঝা।।

যদি পারি করতে সেবা
মা বাবা করবে দোয়া
দোয়া যদি পেয়ে থাকি
পারবো আমরা সুখে থাকতে।

মা বাবার সেবা করে না যারা
পৃথিবীতে সবচেয়ে অভাগা তারা
হৃদয়ের তৃপ্তি নাই তাদের
দুনিয়াতে দুর্ভাগা থেকেও দুর্ভাগা তারা।

জীবন দিয়ে চেষ্টা করব
তোদের ভালবাসতে,
সারা জীবন একসাথে
থাকবো মা বাবাকে নিয়ে।

আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা পরিবারের বসবাস করি। জীবনের খুশি আনন্দের মাঝে থাকে কিছু প্রিয় মানুষ। জীবনে এই চলার মাঝে আমরা কোন প্রিয় মানুষকে খুব বেশি হৃদয়ের আপন করে নিয়ে থাকি। তাকে সব সময় হৃদয়ে দিয়ে অনুভব করি। তার ভালো থাকাতে হৃদয় আনন্দে উচ্ছ্বাসিত হয়‌। আর তার খারাপ থাকাতে চোখের অশ্রু গড়িয়ে পড়ে। কিছু সময় দেখা যায় বৈশাখের ঝড়ে হৃদয়ের মাঝে দেয়াল সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝিতে ভেঙে যায় হৃদয়ের সকল চাওয়া পাওয়া। প্রিয় মানুষ যদি ভুল বুঝে তা কখনো মেনে নেওয়া যায় না। হৃদয়ের মাঝে গভীরতা সৃষ্টি হয় যা কখনো পূর্ণতা পায় না। রাগ অভিমানের ফাঁদে পড়ে বন্ধ হয় হৃদয়ের কণ্ঠস্বর। চোখের চাউনিতে তবুও বলা হয় ভালো থেকো প্রিয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

মা-বাবাকে ঘিরে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আসলে ঠিকই বলেছেন পৃথিবীতে অনেক সন্তান রয়েছে যারা বাবা-মার খেদমত করে না। আসলেই তারা অনেক অভাগা। আমাদের পৃথিবীতে আমাদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা-মা তাদেরকে যদি আমরা অবহেলা করি তাহলে আসলেই আমরা অভাগা। আপনি খুবই সুন্দরভাবে কবিতা লিখেছেন এরকম কবিতা আরো চাই।

 2 years ago 

মা-বাবা মানেই আমার কাছে পুরো পৃথিবী। সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন ভাই আপনি। বাবাকে সবসময় ভালোবাসতে হবে তাদের দোয়া এবং আশীর্বাদ নিতে হবে তাহলে জীবনে সুখ লাভ হবে। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 2 years ago 

পৃথিবীতে মা বাবা ছাড়া আপনজন নেই ৷ যে বাবা মা সুখে দুঃখে যে প্রতিনিয়ত পাশে থেকে শক্তি দিয়ে যায় ৷ যার বাবা মা নেই সেই বোঝে বাবা মা না থাকার যন্ত্রনা কতটা ৷ অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন মা বাবা কে নিয়ে ৷ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন ভাই আপনি যথার্থ বলেছেন এই পৃথিবীতে অনেক সন্তান আছে যারা মা বাবাকে ভালোভাবে দেখে না। এত কষ্ট করে লেখাপড়ার পর চাকরি পেয়ে শহরে থাকে অথচ মা-বাবার খবরা-খবর রাখেনা। মা বাবা নিয়ে কবিতাটা অসাধারণ লিখেছেন আপনি। আপনার কবিতা গুলো সব সময় ভালো হয় অনেক ধন্যবাদ সুন্দর কবিতা লেখার জন্য।

 2 years ago 

বাবা মাকে নিয়ে লেখা আপনার কবিতাটি চমৎকার হয়েছে। সত্যি ভাইয়া আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। আসলে কবিতার ভাষা আর লাইনগুলো যেন হৃদয় ছুঁয়ে গেল। পিতা-মাতা আমাদের জীবনের সবচেয়ে আপনজন। তাই তাদের প্রতি সব দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য।

 2 years ago 

ভাই, খুবই সুন্দর কবিতা লিখেছেন মা-বাবাকে নিয়ে।আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে যারা বাবা-মাকে কাছে পেয়েও তাদের সেবা যত্ন করে না, তাদের ভালবাসেনা, তার চেয়ে অভাগা আর কেউ নেই। কবিতার মাধ্যমে মা বাবাকে নিয়ে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই অসাধারণ একটি কবিতা উপস্থাপন করার জন্য। সত্যি বলতে কবিতাটির মর্মার্থ অসাধারণ। পিতা-মাতার যারা খেয়াল রাখে না তারা মানুষের কাতারে পরে না। এমনকি তাদের ইহকাল এবং পরকালে কঠিন কষ্ট অপেক্ষা করছে। ধন্যবাদ ভাই চমৎকার কবিতা উপহার দেয়ার জন্য।

 2 years ago 

মা নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন দাদা। আপনার কবিতা পড়ে বুকের মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করছে। এই কবিতাটি অসাধারণ ছিলো।

 2 years ago 

আমাদের সকলের জীবনের খুবই মূল্যবান সম্পদ হচ্ছে মা বাবা। সবার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মা বাবা। আসলে এটা কিন্তু ঠিকই বলেছেন যারা বাবা-মার খেদমত করে না তারা আসলেই অভাগা। আপনারা কবিতার প্রত্যেকটা লাইন মনটা একেবারে ছুঁয়ে গিয়েছে। সত্যি আপনার আজকের কবিতা লেখার টপিক একেবারে মনটা ভরে গিয়েছে দেখে। এরকম কবিতাগুলো আপনার কাছ থেকে আশা করছি আরও দেখতে পাবো।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110661.82
ETH 4298.00
USDT 1.00
SBD 0.82