Train . written by samsur hamansteemCreated with Sketch.

in #poem5 years ago (edited)

IMG_20190816_215041.jpg

ট্রেন

কবি শামসুর রহমান

ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে ওই।
ট্রেন চলেছে ট্রেন চলেছে ,
ট্রেনের বাড়ি কই?
একটু জিরোয়, যে ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বল।
ফুলের ওপর বাজনা বাজে
ঝন ঝন ঝন ঝন

দেশ বিদেশে ঘুরে বেড়াই
নিগম ঘোরা শেষ। ইচ্ছা হলেই বাজায় বাঁশি
দিন কেটে যাই বেশ।
থামতে হঠাৎ মজার গাড়ি
একটু কেশে খক
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক ঝকাঝক ঝক

উপরের কবিতাংশটি ট্রেন কবিতা থেকে কবি শামসুর রহমান সংগৃহীত রচনা থেকে সংগ্রহ করা হয়েছে।এখানে প্রকৃতপক্ষে ট্রেনের যে গতি বৃদ্ধি এবং রাত দুপুরে ট্রেন চলাচল এর মূল আকাঙ্ক্ষা বোঝানো হয়েছে। এত গতি যে যে ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় তার কোন সীমানা নেই সেটি বুঝানো হয়েছে।**যদিও ট্রেন একটি লোহার এবং খুব শক্তিশালী যন্ত্র তবুও তার কিছু বিশ্রাম এর প্রয়োজন হয়।তার জন্য ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী উঠে না মেয়ে তারপর আবার পুনরায় তার চলা শুরু করে। ট্রেনের ঘোড়ার কোন শেষ নেই। ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবং ইচ্ছা হলেই বাঁশি বাজে তার দিন কাটিয়ে দেয়।

**

কবি শামসুর রহমান সেই ট্রেন কবিতায় এটি বোঝানোর চেষ্টা করেছেন

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.032
BTC 62482.14
ETH 3044.68
USDT 1.00
SBD 3.76