স্বরচিত কবিতা || চেয়ে আছি স্বপ্নের দিকে
স্বরচিত কবিতা
সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ হঠাৎ করে আসা,কিছু কালো রাত্রি পেরিয়ে ঠোঁটে মুখে বিষণ্ণতার প্রলেপ মেখে, আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ আবারো নিজের লেখা আর একটি কবিতা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
কবিতাটির শিরোনাম “চেয়ে আছি স্বপ্নের দিকে” মূলত স্বপ্ন ও জীবনের সম্পর্ককে কেন্দ্র করে রচিত। কবিতায় স্বপ্নকে ধরা-ছোঁয়ার বাইরের একটি রহস্যময় বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে, যা আমাদের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্বপ্ন আমাদের মনে আশার জন্ম দেয়, আমাদের প্রতিদিনের জীবনযুদ্ধে টিকে থাকার শক্তি যোগায়।
স্বপ্ন হলো এমন একটি অবস্থা, যেখানে আমরা আমাদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ও কল্পনাকে মিশিয়ে ফেলি। কিন্তু এটি ধরা দেয় না, যেমনটি আমরা চাইলেই সেটিকে সহজে পেতে পারি না। তবুও, স্বপ্ন দেখার মধ্যেই রয়েছে এক ধরনের সৌন্দর্য, এক ধরনের জীবনের প্রেরণা।
কবিতায় বলা হয়েছে যে, যদিও আমরা স্বপ্নের দিকে চেয়ে থাকি, এবং তা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করি, তবুও সেই স্বপ্ন অনেক সময় আমাদের কাছে ধরা দেয় না। তবুও আমরা স্বপ্ন দেখার অভ্যাস ছাড়তে পারি না, কারণ এটি আমাদের জীবনের আশাকে জাগিয়ে রাখে এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
স্বপ্নের দিকে চেয়ে থাকা আমাদের জীবনের একটি প্রতিচ্ছবি, যেখানে আমাদের আশা, আকাঙ্ক্ষা, এবং আমাদের জীবনের উদ্দেশ্য সবকিছু মিলে এক হয়ে যায়। কবিতায় স্বপ্নকে জীবনের একমাত্র সত্যি হিসেবে বিবেচনা করা হয়েছে, যেখানে সবকিছুই সম্ভব এবং সবকিছুই সুন্দর। এই স্বপ্ন আমাদের জীবনের অন্ধকার পথে আলো হয়ে দাঁড়ায় এবং আমাদেরকে বাঁচার শক্তি দেয়।
"চেয়ে আছি স্বপ্নের দিকে"
চেয়ে আছি স্বপ্নের দিকে—
একটি ছায়া যেনো ধীরে ধীরে এগিয়ে আসছে, ধরা দিতে চায়, কিন্তু মিলিয়ে যায় হাত বাড়ালেই। স্বপ্ন, তুমি কি সত্যিই সত্যি? নাকি তুমি শুধুই মনের এক মায়াজাল, যেখানে আমরা প্রতিদিন নিজেরাই হারিয়ে যাই, নিজেদের এক নতুন রূপে খুঁজে পাই?
স্বপ্নের দিকে চেয়ে থাকাটা যেনো এক অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিনের এই জীবনযাত্রা, এই বেঁচে থাকার লড়াই—সবকিছুই যেনো স্বপ্নের দিকেই নিয়ে যায়। বাস্তবের প্রতিটি মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে এক স্বপ্ন, এক আশা, যা আমাদের টেনে নিয়ে যায় অজানার দিকে।
স্বপ্ন, তুমি আমাদের কাছে কতো কিছু এনে দিয়েছো। তুমি নিয়ে এসেছো অমিত সম্ভাবনা, নিয়ে এসেছো অজানা সম্ভাবনাময় পৃথিবী। তবুও, তুমি কেনো এত দূরে? কেনো তোমার কাছাকাছি যেতে পারি না? কেনো তুমি শুধু এক ঝলক দেখিয়ে চলে যাও, আবার নতুন করে ফিরে আসো নতুন রূপে, নতুন মায়ায়?
আমাদের এই জীবনের প্রতিটি কণায় মিশে আছে তোমার ছোঁয়া। আমরা হয়তো জানি না, কিন্তু প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তেই আমরা তোমার পিছু ছুটছি, তোমার দিকে চেয়ে আছি। সেই ছায়া, সেই আলো—যা আমাদের ভেতর থেকে টানে, আমাদের বিশ্বাস করায় যে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন আমরা তোমার কাছে পৌঁছে যাবো।
স্বপ্নের দিকে চেয়ে থাকা মানেই হলো এক ধরনের নির্ভীকতা। এখানে পথ হয়তো অন্ধকার, কিন্তু মনে আশার আলো জ্বলে। আমরা চলি, আমরা খুঁজি, আমরা স্বপ্ন দেখি। বাস্তবের কঠোরতা, জীবনের তিক্ততা, সবকিছু ছাপিয়ে স্বপ্নের দিকে চেয়ে থাকা যেনো আমাদের নিজের মধ্যেই এক নতুন জীবনের সন্ধান দেয়।
স্বপ্ন, তুমি আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। তোমার দিকে চেয়ে থাকা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মধুর করে তোলে, আশা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়। তুমি আমাদের শেখাও বাঁচতে, শেখাও এগিয়ে যেতে, শেখাও নতুন করে স্বপ্ন দেখতে।
চেয়ে আছি স্বপ্নের দিকে—যেনো সেই মায়াবী আলোতে হারিয়ে যেতে ইচ্ছে করে। কারণ, জানি, সেই স্বপ্নই আমাদের জীবনের একমাত্র সত্যি, যেখানে সবকিছুই সম্ভব, যেখানে সবকিছুই সুন্দর।
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
Upvoted! Thank you for supporting witness @jswit.
স্বপ্ন দেখতে সবারই ভালো লাগে। আর সেই স্বপ্ন যদি বাস্তবে রূপ নেয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। যাই হোক আপু আপনার কবিতার কথা কি আর বলব সে তো সবসময় খুব চমৎকার হয়। আজকের কবিতাটিও খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
একজন লেখক কিংবা কোভিদ সার্থকতা তখনই যখন পাঠক মহলে তার লেখা সমাদৃত হয়। আমার লেখা কবিতা গুলো পাঠকদের অনুপ্রেরণামূলক।উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।