কবিতা নং-৩৬ “নূরী”

in #poem6 years ago

2013-01-25_0861.jpg

“নূরী”

-- হামিদুল হক তরুন

2009-07-10-PIC_0160.jpg

নূরী ! আমার নাম
থাকি পদ্মা নদীর ধারে
দেখলাম আর বুঝলাম এই ধরনীর পরে
কেউ আমায় দিলো নাকো দাম ।

প্রেমের ছোঁয়া লেগেছিলো মনে
কি জানি হায় কেমন করে
এসে আবার সরে গেলো দুরে
বিষ মাখা শূল হানিয়ে দিয়ে প্রাণে।
2012-01-02-DSC_0000158.jpg

অবিশ্বাস আমার নিত্য দিনের সঙ্গী
প্রেমের নামে ছলনা পেয়ে
আছি বেঁচে নিঃস্ব হয়ে
সবার চোখের আড়ালে গিয়ে কান্দি।

মনে পড়ে সেই বৃষ্টি ভেজা সাঁঝে
প্রিয়তম, তার বন্ধু আর আমি
হাটছিলাম আর আকাশ ভেঙ্গে ঝরছিলো পানি
এসব স্মৃতি কিছুতেই ভুলতে পারি না যে।

কি করে মানুষ এমন হতে পারে
নিঃস্বাস সম সময়ের মধ্যে
সবই আনতে পারে সাধ্যে
যারে কাছে ডাকে দুরে ছুড়ে ফেলে দেয় তারে।

মাঝে মাঝে ইচ্ছা করে আমার
সব লাঞ্চনা অপবাদ মুছে
অতীত কে ঝেড়ে ফেলে পিছে
নতুন সাঁজে খেলতে নামি এবার।

আবার ভাবি কি-ই বা লাভ তাতে
এতই যদি সুখী হয় সে
আপন দুঃখ ভুলবো হেঁসে
ভাঁসবো না হয় অবহেলার ¯্রােতে।

জানালার পাশে দাঁড়িয়ে থেকে
দু’চোখে যা দেখবো আমি যখন
বুক ফাটা হাঁক ছেড়ে যে হায় তখন
নীরব ভাষায় মনের কথা বলবো তারে ডেকে।
2008-10-30-Sahana-01.BMP

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63754.85
ETH 3055.95
USDT 1.00
SBD 3.85