প্রকৃতির মাঝে সময় উপভোগ ও কিছু চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বাংলা ব্লগ? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা যেন সর্বদা সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি।

আজ আমি আপনাদের মাঝে প্রকৃতির মাঝে চমৎকার সময় উপভোগ এবং কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আমি আশাবাদী, সমস্ত ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালো লাগবে এবং আপনারা উপভোগ করবেন।

20251023_111723.jpg

মাঝে মাঝে যখন আমার মন খারাপ থাকে তখন আমি প্রকৃতি উপভোগ করি। কারণ প্রকৃতি উপভোগ করলে মনের ভেতরে একটা তৃপ্তি আসে এবং মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। বিশেষ করে আমি কৃত্রিম সৌন্দর্য অপেক্ষা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি পছন্দ করি।

আজকে দুপুরের ঘটনা, যখন মনটা বেশ বিষন্ন ছিল এবং কোন কিছু ভালো লাগছিল না, এমন সময় আমি প্রকৃতি উপভোগ করার জন্য বের হয়ে গিয়েছিলাম। ইতিমধ্যেই আমার আশেপাশে থাকা মানুষগুলো তাদের নিজেদের কাজকর্মে বিজি ছিল। তবে যেহেতু আমি শুধুমাত্র একজন ব্লগার তাই দিনের ২৪ ঘন্টা আমি ব্লগিং করে থাকি।

সকালে দুইটা পোস্ট লেখার পর নাস্তা করি এবং আমি বেশ কিছুক্ষণ সময় বিছানায় শুয়েছিলাম। যখন অনেক বেশি টেনশন হচ্ছিল এবং মনের ভেতরে ভালোলাগা কাজ করছিল না সময়টা আমার জন্য বেশ দুঃসহ ছিল। তখন আমি সোজা চলে গিয়েছিলাম প্রকৃতি উপভোগ করার জন্য।

20251023_111717.jpg

আমি যখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি, তখন আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বেশ মুগ্ধ করেছিল। বিশেষ করে খেজুরের গাছ থেকে কৃষকেরা রস সংগ্রহ করার প্রক্রিয়া চলমান রেখেছে। ওই দূর আকাশে চমৎকার নীল মেঘ, হালকা বাতাস মনের ভেতরের যেন সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করে দিয়েছিল। সবকিছু মিলিয়ে চমৎকার একটি সময় উপভোগ করতে সক্ষম হয়েছিলাম।

কিছু কিছু কৃষক তাদের কৃষি জমিতে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে। গ্রামের বৃদ্ধ উদ্যোক্তা তার গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করা শেষ করে বাড়িতে ফিরছে ঘাসের বস্তা নিয়ে।

20251023_111719.jpg

20251023_111721.jpg

বেশ কিছুক্ষণ সময় আমি পুকুরের পাশের সৌন্দর্য উপভোগ করেছিলাম। বিশেষ করে বিশাল বড় পুকুর এবং এর ওপরে রয়েছে নীল আকাশ। নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছিল।

পুকুরের পাশে রয়েছে গবাদি পশুর জন্য ঘাস। হালকা বাতাস এবং গাছগুলো নড়াচড়া করছিল। বেশ ভালো লাগছিল আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য।

বেশ কিছুটা দূর যাওয়ার পর আমি লক্ষ্য করছিলাম কয়েকজন মানুষ পুকুরে বরসি দিয়ে মাছ শিকার করছিল। আমি বেশ কিছুক্ষণ সময় সেখানে গিয়ে মাছ ধরার দৃশ্য উপভোগ করেছিলাম। পুকুরে মাছ ধরার দৃশ্য আমাকে বেশ আনন্দিত করেছিল এবং আমি খুব বেশি খুশি হয়েছিলাম।

20251023_111728.jpg

সর্বশেষ আমি সেখানে থেকে প্রাকৃতিক সৌন্দর্যের প্রধান আকর্ষণ সূর্যের ফটোগ্রাফি করি। তখন বেলা প্রায় বারোটা বেজে গিয়েছিল। সূর্য প্রচন্ড রোদ ছড়ানোর চেষ্টা করেছিল। তবে সূর্য খুব একটা তাপযুক্ত আলো দিতে পারেনি। সর্বশেষ পরিস্থিতি, আমি সূর্যের ফটোগ্রাফি করেছিলাম এবং এটি ছিল আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে সেরা এবং অন্যতম ফটোগ্রাফি ।

অবশেষে আপনাদের মাঝে চমৎকারভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও অভিজ্ঞতা শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে। আমি আশাবাদী, ফটোগ্রাফি গুলো এবং আমার একটিভিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহ প্রদান করুন। উপভোগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।




VOTE @bangla.witness as witness



witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power


|250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |



ezgif.com-video-to-gif (6).gif

আমি


আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

উষ্ণ শুভেচ্ছা


20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 5 days ago 

প্রকৃতির মাঝে সময় কাটাতে পারলে সেটা আরো চমৎকার হয় এবং মনের প্রফুল্লতা বেড়ে যায় কেননা প্রকৃতির মাঝে চমৎকার ধরনের অনুভূতি অনুভব করা যায়। আপনার পোস্টের ফটোগ্রাফি গুলি আমার ভীষণ ভালো লেগেছে এরকম ফটো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 days ago 

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে মন ভালো হয়। আপনি কিন্তু প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আমারও মন খারাপ থাকলে আমি মাঝে মধ্যে প্রকৃতির মাঝে ঘুরতে যাই। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.034
BTC 114465.10
ETH 4124.03
USDT 1.00
SBD 0.59