শোপিস এর কিছু ফটোগ্রাফি।
আমি @rahimakhatun
from Bangladesh
১৯ ই বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ।
২ই মে ২০২৩ খ্রিস্টাব্দ ।
|
---|
আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
একটি বল ব্যাংক। দেখতে বেশ কিউট লাগছিলো। বাচ্চাদের এই গুলো গিফট করলে বেশ খুশি হবে।বিশেষ করে টাকা জমাতে আগ্রহ হবে।
একটি বার্গার ব্যাংক। দেখতে বেশ কিউট লাগছিলো। এইটা দেখে আমার নুসুরা আপুর কথা মনে পরেছিলো।
একটি কাঁচের শোপিস । দেখতে বেশ কিউট লাগছিলো।
আসলে সবগুলো শোপিস এত সুন্দর। মনে হচ্ছিলো সব গুলো কিনে নিয়ে আসি।
এই শোপিস টা একটু অন্য রকম দেখতে বেশ ভালো লাগলো। কাচের শোপিস । আগে ছোটবেলায় দেখতাম কাছের মাছ হাঁস পাওয়া যেত বিভিন্ন মেলাতে ,এখন তেমন একটা দেখা যায় না।
আরেক রকম শোপিস। ওভেল আকৃতির। উপরটা কাঁচের ভিতরে খুব সম্ভবত তাজমহল ।
পাখিগুলার দেখতে বেশ সুন্দর ,বিশেষ করে কালার গুলো। ডিমের ভিতরে একটি পাখির বাচ্চা ও আছে।
কাঁচের ঘড়ি। এগুলা দিয়ে নাকি সময় গণনা হয়ে থাকে।
যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | flower |
link | source |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপু শো পিস কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশ সুন্দর সুন্দর কিছু শো পিস এর ফটোগ্রাফি করেছেন আপু। প্রতিটি শো পিস যে কোন ঘরে ভালোই মানাবে। তবে আপনার আজকের অন্য রকমের ফটোগ্রাফির বার্গারটিকে কিন্তু সত্যিকারের ভেবেছিলাম। হি হি হি
শো পিসের অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বার্গারের ব্যাংক শোপিসটি আমার ঘরেও রয়েছে।। আসলে এই শোপিস গুলো ঘরে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।।
আপু আপনার জন্য দোয়া রইল যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। যাই হোক আপনি আজ খুব সুন্দর কিছু শোপিস এর ফটোগ্রাফি শেয়ার করেছেন। বল আর বার্গারের ব্যাংক অনেক ভালো লেগেছে।আবার পাখির শোপিস আরও বেশি ভালো লেগেছে। আপনার পোস্টে নতুন কোনো ফটোগ্রাফি দেখতে পেলাম। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ঠিক বলছেন আপু আসলেই শরীর খারাপ থাকলে কোথাও ঘুরতে ইচ্ছে করে না বের হতে একদম মন চায় না। তবে আগের পুরাতন গ্যালারি থেকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। শো পিস গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে বার্গার ব্যাংক এবং জোড়া পাখির শো পিস টা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। অসুস্থতার মাঝেও দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন।
সত্যি বলেছেন আপু শরীরভালো না থাকলে আর কিছুই ভালো লাগে না। দোয়া করি আপনি তারাতারি সুস্থ হয়ে উঠেন। যাইহোক আপু আপনার শোপিস গুলো চমৎকার হয়েছে। প্রতিটি শোপিস গুলো দেখতে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু শোপিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে শোপিস দেখতে আমাদের সবারই ভালো লাগে । আজ আপনি কিছু ভিন্ন ধরণের শোপিস নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন যেগুলো দেখতে আমার কাছে বেশ ভালই লাগলো । ব্যাংকগুলো বেশ সুন্দর ছিল । আপনি ঠিকই বলেছেন এ ধরনের ব্যাংক পেলে বাচ্চারা টাকা জমাতে বেশ আগ্রহী হবে ।ধন্যবাদ আপনাকে ।
আসলে শরীর ভালো না থাকলে পৃথিবীতে কিছুই ভালো লাগেনা। তবে আমার কাছে শোপিস দেখতে অনেক ভালো লাগে। এগুলো দেখতে সত্যি অনেক কিউট লাগে। তবে আজকে আপনি ভিন্ন রকম ফটোগ্রাফির পোস্ট করেছেন। সত্যি আপনার ফটোগ্রাফি পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।
শপিংয়ে গিয়ে বেশ কিছু কেনাকাটা করে আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অবশ্য আপনার এ ফটোগ্রাফির মধ্যে এমন নতুন কিছু জিনিস দেখলাম খুব ভালো লাগলো, এত সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপনা দেখে।
ওয়াও দুর্দান্ত ছিল সবগুলো শো পিস 👌👌। ইস কেনার সাথে সাথে যদি এই ব্যাংক গুলো টাকা দিয়ে ভরে যেত! 😉😉। আপু আপনার এই সৎ ভাইতো এখনো বেকার আছে। একটা ব্যাংক একটু ভরিয়ে দেবেন প্লিজ? 🤗🤗