জিয়া বা চন্দ্রিমা উদ্যানে ঘুরাঘুরি করার অনুভূতি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। ঘুরাঘুরি করতে ও আমার অনেক ভালো লাগে। বেশ অনেকদিন আগে আমি গিয়েছিলাম জিয়া উদ্যানে আমার বোন ফরিদপুর থেকে ঢাকায় এসেছিল আমাদের বাসায়। তখন বোনকে নিয়ে গিয়েছিলাম জিয়া উদ্যানে ঘুরাঘুরি করার জন্য।
আমার বোন আগে কখনো জিয়া উদ্যান যায়নি। তাই ভাবলাম ওকে নিয়ে জিয়া উদ্যান যাই। প্রথমে আমরা চলে গেছিলাম এই ছোট সেতু এর কাছে।খুবই সুন্দর একটি জায়গা।
এরপরে আমরা চলে গেলাম জিয়া উদ্যানের ভিতরে। চার দিকটা খুবই সুন্দর। খুব সুন্দর গাছপালা রয়েছে এখানে। ঘুরাঘুরির জন্য খুবই সুন্দর একটি জায়গা। অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে। চারদিক খুবই জমজমাট। বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে এখানে।
বিভিন্ন ধরনের ফুলের দোকান। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এখানকার গাছপালা গুলো। ঢাকার যানজট ভুলে এখানে একদম গ্রাম্য পরিবেশ। অনেকে এখানে হাঁটাহাঁটি করার জন্য এসেছে। অনেকেই বাচ্চা নিয়ে এসেছে খেলাধুলা করার জন্য। অনেকে এসেছে বন্ধুদের নিয়ে।আবার অনেকে এসেছে পরিবারের সাথে। সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা।
অনেক বড় জায়গা নিয়ে এটি অবস্থিত। এদিকে অনেক মানুষ চন্দ্রিমা উদ্যান বলে ডাকে। জিয়া উদ্যান এর সাথে রয়েছে খুবই সুন্দর একটি লেক। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন।দর্শনার্থীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় স্থান।
এরপরে আমরা এই জায়গায় কিছুক্ষণ বসে থাকলাম।আমরা এখান থেকে আসার সময় ফুচকা খেলাম। এখানে ঘুরাঘুরি করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19