ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে।বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে ।চলুন তাহলে শুরু করা যাক আজকের ফটোগ্রাফি পোস্ট।
এটি হচ্ছে আমার তৈরি করা চুরি।বেশ কয়েকদিন আগে জামা বানিয়ে ছিলাম। তখন দর্জিকে বলেছিলাম জামার কাপড় বাঁচলে রেখে দিতে।দর্জি জামার কাপড় দেয়ার পর এই দুটি বানিয়েছিলাম।ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি দুটি খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
এগুলো হচ্ছে নাক চাপা ফুল। এই ফুলগুলো দেখতে কিছুটা কাঠগোলাপ এর মত। এই ফুলগুলো আমাদের গাছের। কয়েকদিন আগে গাছের একটি ডাল ভেঙে যায়। গালের সাথে অনেকগুলো ফুল ছিল সেগুলো একটি টবের মধ্যে ভিজিয়ে রেখেছি।
এগুলো হচ্ছে ড্রাগন ফল।ড্রাগন ফল আমার কাছে খুবই ভালো লাগে।সাদা ফলের থেকে আমার কাছেই লালটি বেশি ভালো লাগে।বাজার থেকে মাঝেমধ্যে ড্রাগন ফল কিনে আনা হয়। কিন্তু এগুলো একটু অন্যরকম । এগুলো আমাদের গাছের ড্রাগন ফল। বাজারের কেনা ফলের থেকে নিজে গাছের ফল খেতে বেশি ভালো লাগে।
এগুলো হচ্ছে লেবু।এই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের।প্রতিবছরই আমাদের গাছে অনেক পরিমাণে লেবু হয়।আমাদের বেশ কয়েকটি লেবু গাছ রয়েছে। নিজের গাছে যে কোন ফল খেতে খুবই ভালো লাগে।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
ফটোগ্রাফার | @mithila19 |
---|---|
ডিভাইস | samsang note 10 lite |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
নাক চাপা ফুল গুলোর ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এই ফুলগুলো আমার খুব পছন্দ। কাপড় দিয়ে খুব সুন্দর এক জোড়া চুরি তৈরি করেছেন। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আমিও এভাবে কয়েকটা চুড়ি বানিয়েছিলাম। জামার সাথে চুড়িগুলো বেশ ভালো লাগে। এখন খুব একটা চুড়ি পড়া হয় না ছোটবেলায় খুব ভালো লাগতো। নাক চাপা ফুলের ফটোগ্রাফিতেও বেশ হয়েছে। এই ফুল চিনতাম কিন্তু নাম জানতাম না। আরেকটা কাঠগোলাপ ফুলের মতো দেখতে। ভালো লাগলো আপু আপনার সুন্দর পোস্ট পড়ে।
আপনার জামা বানিয়ে বেঁচে রাখা সিট দিয়ে অনেক সুন্দর চুরি বানিয়েছেন। অনেক সুন্দর ভাবে চুরির ফটোগ্রাফি ধারণ করছেন। আমি এভাবে একটি চুরি বানিয়েছি। খুবই ভালো লাগলো আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।