ফটোগ্রাফি-মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু আলাইকুম


আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি


ei_1755944388161-removebg-preview.png
Device-XANON-X20
Location


ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে।ফটোগ্রাফি করার জন্য বাহিরে যদিও খুব একটা যাওয়া হয়না। তবুও প্রতিনিয়ত চেষ্টা করি নিজের মতো করে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করার জন্য।ফটোগ্রাফি করতে আমার দারুন লাগে।কিন্তু আজকে আমি মজাদার কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।



ei_1755944433039-removebg-preview.png
Device-XANON-X20
Location


প্রথম ফটোগ্রাফিটি আমি আলু দিয়ে মুরগির মাংসের মজাদার একটি রেসিপির করেছিলাম।এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে। আলু ছাড়া মুরগির মাংস আমার কাছে একদমই অসম্পূর্ণ লাগে।এভাবে লাল লাল করে মুরগির মাংস রান্না করে খেতে দারুন লাগে।এই রেসিপিটি বেশ মজা করে সকলে মিলে খেয়েছিলাম।



IMG_20250823_161528.jpg
Device-XANON-X20
Location


দ্বিতীয় ফটোগ্রাফিটি আমি বেবি সুইট মিষ্টির করেছিলাম। এই ছোট ছোট মিষ্টি গুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এইগুলা কিন্তু একদম বাসার তৈরি করা মিষ্টি। এই মিষ্টিগুলো তৈরি করার সময় যদিও কোন ছবি তুলতে পারিনি। ভীষণ তাড়াহুড়ার মধ্যে রেসিপিটি করেছিলাম।তাই তেমনভাবে রেসিপি এর ছবি তোলা হয়নি। তবে সম্পূর্ণ হওয়ার পর ছবি তুলে রেখেছিলাম। আর সেটাই শেয়ার করেছি।



ei_1755944300178-removebg-preview.png
Device-XANON-X20
Location


তৃতীয় ফটোগ্রাফিটি আমি বাসার তৈরি চিকেন পিজ্জার করেছিলাম। পিজ্জা খেতে সকলেই ভালোবাসে। বিশেষ করে ছোট বাচ্চাদের এই খাবারগুলো খুবই পছন্দ। শুধুমাত্র ছোট বাচ্চারা নয় বড়দেরও এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে।আমার নিজেরও অনেক বেশি পছন্দ পিজ্জা। তাই সুযোগ পেলে মেয়ের সাথে আমাদের জন্য এই মজাদার চিকেন পিজ্জা তৈরি করি।এই চিকেন পিজ্জা টি খেতে এত বেশি ভালো লাগে। যদিও কখনো রেসিপি শেয়ার করা হয়নি। তবে কোন একদিন শেয়ার করবো।



ei_1755944505831-removebg-preview.png
Device-XANON-X20
Location


চতুর্থ ফটোগ্রাফিটি আমি পটলের ভর্তার করেছিলাম। ভর্তা ভাত খেতে সকলের ভালো লাগে। আমার তো ভর্তা হলে আর কিছুর প্রয়োজনই পড়ে না। যে কোন ধরনের ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি। তাই প্রতিনিয়ত চেষ্টা করি ভর্তা তৈরি করে খাওয়ার জন্য। তবে মায়ের হাতের ভর্তা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। নিজেও মাঝে মাঝে ভর্তা তৈরি করে খাই তবে মায়ের টা অনেক বেশি মজাদার হয়।মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে পেরে খুবই আনন্দিত। খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতেই লোভ লেগে যায়। আমার খুবই ভালো লাগছে এমন কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে পেরে। আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সকলের ভালো লাগবে। আজই পর্যন্ত।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 17 days ago 

IMG_20250823_165011.jpg

 17 days ago 

ওয়াও আপনি অনেক মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সব লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 17 days ago 

এমন সুন্দর লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখেই যেন লোভ হচ্ছে। ভীষণই লোভনীয় কিছু খাবারে ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো।

 17 days ago 

পটলের ভর্তা গুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। দারুন দারুন সব ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। প্রতিটি খাবার অনেক লোভনীয় লাগছে দেখতে।

 16 days ago 

খাবারের ফটোগ্রাফিগুলো দেখলে লোভ লাগে। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন লোভনীয় খাবারের। তবে আলু দিয়ে মুরগীর মাংসের ফটোগ্রাফিটি যেমন সুন্দর লাগছে তেমনই বেশ লোভনীয় লাগছে।

 15 days ago 

আজকে আপনি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই ধরনের খাবারের ফটোগ্রাফি দেখলে বারবার দেখতে মন চায় । এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 15 days ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে যেভাবে আপনি একের পর এক সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ ভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে তৃতীয় নাম্বারে আপনি যে ঘরে তৈরি চিকেন পিজ্জার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 112638.42
ETH 4346.39
SBD 0.85