চাণক্য শ্লোক বাংলা: ৩৯ ও ৪০

in #palnet5 years ago

:::::::::::::::::৩৯ বাসযোগ্য হীন:::::::::::::::::::

যে দেশে নাই ঋণদাতা ধনী, বেদজ্ঞ ব্রাম্ভন।
দেশ চালাবার নেই রাজা নেই কোনো প্রশাসন।।
জলদানকারি নদী যেথা নাই, নেইকো বদ্যি রোগে।
সে দেশ বাসের যোগ্য তো নয় কষ্টেতে লোক ভোগে।।

বঙ্গানুবাদ: যে দেশে ঋন দেবার মতো ধনী ব্যক্তি নেই, বেদজ্ঞ ব্রাম্ভন বা জল দানকারী নদী নেই, প্রশাসনিক কাজকর্ম চালাবার জন্য কোনো রাজা নেই, চিকিৎসার জন্য বৈদ্য নেই, সে দেশ বসবাসের উপযুক্ত কখনোই নয়। সেই কারণে সে দেশে বাস করা বুদ্ধিমানের কাজ নয়।


beijing-opera-1160109_640.jpg

:::::::::::::::::::৪০ বিষকুম্ভ:::::::::::::::::::::

দূর্জনের মিষ্টবাক্য কভু না শুনিও।
ইহাদের সঙ্গ সবে সতত ত্যাজিও।।
মধুমাখা মুখ তার জানিবে সতত।
হৃদয়ে তে ভরা তার হলাহল যত।।

বঙ্গানুবাদ: দুষ্ট ব্যক্তি যতই প্রীয়বাক্য বলুক না কেন, কখনো তাকে বিশ্বাস করা উচিৎ নয়। কারণ মুখে সে যতই মিষ্টি বলুক না কেনো, হৃদয়ে তার অন্যের অনিষ্টরূপ চিন্তার বিষে ভরপুর।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.035
BTC 67020.94
ETH 3270.13
USDT 1.00
SBD 4.62