চাণক্য শ্লোক বাংলা: ৩৫ ও ৩৬

in #palnet5 years ago

:::::::::::::::::৩৫ সেনাধ্যক্ষ:::::::::::::::::::

সমস্ত নীতিশাস্ত্র এ যে সুদক্ষ প্রবীণ।
গজ অস্ব রথে চড়ি রয় ক্লান্তিহীন।।
শৌর্য বীর্য গুণে সেই হয় গুনবান।
সেনাপতি পদের তিনি হন সুমহান।।

বঙ্গানুবাদ: সমস্ত নীতিশাস্ত্র এ যে ব্যক্তি সুদক্ষ, এবং গজ, অশ্ব, রথ প্রভৃতি যানবাহন আরহনে যিনি সুনিপুণ, বীর্যবান ও গুণবান, সেই ব্যক্তি সেনাধ্যক্ষ পদের উপযুক্ত।


knight-2565957_640.jpg

:::::::::::::::::::৩৬ ব্যবহার:::::::::::::::::::::

সকলের সাথে সমান আচার কখনো নাহি চলে।
শঠের সাথে শাঠোতা রেখো অহঙ্কারী খলে।।
নারীর সাথে চলিবে ছলিয়া সাধুতে রাখিবে প্রীতি।
শত্রুর সাথে বীরত্ব প্রকাশ এ হয় উচিৎ রীতি।।
দাক্ষিণ্য করো আপনজনে সরলতা বিদ্বানে।
গুরুজনের ক্ষ্যমিও সদাই দয়া করো পরজনে।।
যে যেমন জন সজনে তেমন করো সদা ব্যবহার।
মঙ্গল আর উন্নতিতে তবে ভরে যাবে সংসার।।

বঙ্গানুবাদ: সকলের সাথে সমান ব্যবহার উচিৎ নয়। খারাপের সাথে খারাপ, খলের সাথে অহঙ্কারী মনোভাব, নারীর সাথে ছলনা, সাধু ব্যক্তির সাথে সম্প্রীতি, বিদ্বানের সাথে সরলতা, শত্রুর প্রতি বীরত্ব প্রকাশ, আপনজনকে দাক্ষিণ্য দেখানো, গুরুজনকে ক্ষমা এবং অপরজনকে দয়া করা উচিৎ কর্ম। সুতরাং যে যেমন মানুষ, তার প্রতি সেরূপ ব্যবহার সংসারে উন্নতিতে সহায়ক হয়।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Sort:  

Hey @sunit!
We noticed you like games so we have a small gift! 🎁
1 STEEM is waiting for you at SteemSlotGames.com!

To claim your gift visit our website, log in with your Steem account and use the 1 STEEM we have added to your account. We use SteemConnect for login and transactions, so all your keys remain 100% private.

On SteemSlotGames.com you can win STEEM in slot games, dice, and roulette. Soon we are planning to release more classic games that will provide the community with a lot of fun!

We hope you don't mind this comment and you will accept our invitation! 😉

GOOD LUCK & HAVE FUN! 😎

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70753.86
ETH 3589.34
USDT 1.00
SBD 4.75