চাণক্য শ্লোক বাংলা: ৩১ ও ৩২

in #palnet5 years ago

:::::::::::::::::৩১ ন্যায্য শিক্ষা:::::::::::::::::::

রাজ কুলোদ্ভবে শিষ্টাচার শিক্ষণীয়।
সু ভাষণ পন্ডিতগণ হতে গ্রহণীয়।।
কপটতা শেখো যদি নারীরাই জানে।
মিথ্যা কলাকৌশল শেখো জুয়ারির থানে।।

বঙ্গানুবাদ: শিষ্টাচার শিখতে হলে রাজ কুলোদ্ভবের কাছে তা নিতে হবে। কারণ বংশ মর্যাদার উপর শিষ্টাচার নির্ভরশীল। সুশিক্ষা এবং যুক্তিসম্মত ভাষণ ক্ষমতা পণ্ডিতদের আছে। সুতরাং সু ভাষণ একমাত্র পণ্ডিত রাই শিক্ষা দিতে পারেন। নারী অতীব ছলনাময়ী, তাই কপটতা শিখতে হলে নারীর থেকে নিতে হবে। আর জুয়ারিরা মিথ্যা ভাষণে অত্যন্ত দক্ষ। অতএব মিথ্যা ভাষণের কলা কৌশল অর্জন করতে হলে জুয়ারীর কাছে করাই উচিৎ।


school-1782427_640.jpg

:::::::::::::::::::৩২ উপযুক্ত:::::::::::::::::::::

সুপুত্র সেই হয় পিতায় ভক্তি যার।
পিতা যিনি তার হাতে পোষণের ভার।।
সে আসল মিত্র যেবা বিশ্বাসভাজন।
প্রকৃত স্ত্রী সেই যাতে শান্তি পায় মন।।

বঙ্গানুবাদ: পিতৃভক্ত যারা, তারাই প্রকৃত পুত্র। যিনি সন্তানকে পালন পোষণ করেন, তিনিই পিতা। যার উপর বিশ্বাস স্থাপন করা চলে, সেই আসল মিত্র। যে রমণীর কাছে মানসিক শান্তি পাওয়া যায়, সেই প্রকৃত স্ত্রী।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Sort:  

@steemflagrewards

Bid bot abuse.

Stacking bid bots. All material unoriginal.

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 64104.40
ETH 3148.52
USDT 1.00
SBD 4.25