চাণক্য শ্লোক বাংলা: ৫ ও ৬

in #palnet5 years ago

৫ কর্মাফল: কর্মানুসারে বুদ্ধি প্রাপ্ত হয় লোকে।
সেই অনুসারে ফল লাভ ও হয়ে থাকে।।
কুকর্মে কুবুদ্ধি লাভ, কুফল তেমনি।
বিচারিয়া কার্য করেন যত জ্ঞানীগুণী।।

বঙ্গানুবাদ: কর্মানুসারে মানুষের বুদ্ধি প্রাপ্ত হয় এবং সেই অনুসারে ফল লাভ ও হয়। কুকর্মের ফলে কুবুদ্ধি লাভ ও তদনুসারে কুফল লাভ হয়ে থাকে। এই কারণে বিজ্ঞ বা জ্ঞানিজন ভেবে চিন্তে কাজ করে থাকেন।

saint-198958_640.jpg

৬ অনিত্য: প্রাণীর শরীর আর বৈভব অনিত্য।
ধর্ম সঞ্চয় শ্রেয় তবে, মৃত্যুই সত্য।।

বঙ্গানুবাদ: জন্মগ্রহণ করলে মরতে হবে - একথা চিরন্তন সত্য। প্রাণী মাত্রই হোক বা বিষয় বৈভব হোক, কিছুই চিরস্থায়ী নয় - অনিত্য। সুতরাং মৃত্যুকে যখন মেনে নিতেই হবে, তখন সময় থাকতে বৈভবের বদলে ধর্ম সঞ্চয় করাই শ্রেয়।


Source:
চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64678.67
ETH 3086.68
USDT 1.00
SBD 3.87