দেয়াল পেইন্টিং ||গাছের ডালে ২টি রঙিন পাখি বসে থাকার দৃশ্য।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আমার সবচেয়ে প্রিয় কাজ হল বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা।আর আজকে আমি একদম ভিন্ন কিছু নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।আজকের ব্লগে থাকছে ভিন্ন রকম একটি আর্টের ছোঁয়া। সাধারনত আমরা ক্যানভাস বোর্ড অথবা খাতার মধ্যে পেইন্টিং করে থাকি।প্রায় অনেক দিন আগে আমি দেয়ালের মধ্যে একটি ফুলের পেইন্টিং শেয়ার করেছিলাম সবার সাথে। তারপর আবার একটা খাঁচায় পাখি উড়ে যাওয়ার দৃশ্যটা অংকন করে শেয়ার করেছিলাম। আশা করি আপনারা সবাই দেখেছেন। আর আজকে আরো একটু ভিন্নতা নিয়ে চলে আসলাম। আজকে আমি আবারো দেয়ালের মধ্যে পেন্টিং করেছি। তবে এখানে আপনারা দেখতে পাবেন একটি ডালের মধ্যে দুটি পাখি বসে আছে এরকম একটি দৃশ্য। পাখিগুলো দেখতে অনেকটা টিয়া পাখির মত। তবে একটু রংবেরঙের পাখি আঁকার চেষ্টা করলাম। কারণ মনের কল্পনায় এই দুটি পাখি এসেছিল বলেই আঁকার মাধ্যমে শেয়ার করার চেষ্টা। দুটো রঙিন পাখি একটি ডালের উপরে বসে আছে এই দৃশ্যটা আমি আমাদের ড্রয়িং রুমের সুইচের উপরে করার চেষ্টা করেছি।যাইহোক আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
---|
পোস্টার রঙ
রঙের প্যালেট
পেন্সিল
পানি
তুলি
প্রথম ধাপ |
---|
প্রথমেই দেয়ালের মধ্যে একটি ডালের উপরে দুটি পাখি বসে আছে এইরকম একটি চিত্র পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নিয়েছি। তারপর আকাশী রঙের সাহায্যে বাম পাশের পাখি দুটির ডানা, লেজ এবং মাথার উপরের কিছুটা অংশ রং করে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
পাখিটির মুখের কিছুটা অংশ এবং বুকের খালি অংশটাতে প্রথমত হলুদ রং দিয়ে রং করলাম। তারপর আবার কমলা রঙের সাহায্যে পাখিটির বুকের চারপাশের অংশটাতে হালকা করে রং করে নিয়ে এবং মাঝখানে অংশটা হলুদ রেখে দিলাম।
তৃতীয় ধাপ |
---|
সাদা এবং কালো রঙের সাহায্যে পাখিটির চোখ এঁকে নিলাম। তারপর পাখির পুরো শরীরের বর্ডার টাকে কালো রঙের সাহায্যে এঁকে নিয়েছি। তারপর নীল রঙের সাহায্যে পাখির ডানার পাশের কিছুটা অংশ উজ্জ্বল করে দিলাম।পাশাপাশি পাখিটির ঠোট অঙ্কন করলাম।
চতুর্থ ধাপ |
---|
ডান পাশের পাখিটি আঁকার জন্য বেগুনি রং নিয়ে প্রথমত ডানার অংশ এবং লেজের অংশ রং করে নিলাম।
হালকা গোলাপি রঙের সাহায্যে বুকের অংশ রং করলাম।
পঞ্চম ধাপ |
---|
এখন গোলাপি রঙের সাহায্যে মুখের অংশ অঙ্কন করলাম। নীল এবং সাদা রঙ দিয়ে চোখ অঙ্কন করলাম। তারপর হালকা গোলাপি রঙের সাহায্যে পাখিটির বিভিন্ন অংশে উজ্জ্বল করার জন্য রং করে নিলাম।লাল রঙ দিয়ে পাখির ঠোঁট অংকন করলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এই ধাপে আমি নিচে যে ডালটি রয়েছে সে ডাল খয়েরি রঙ দিয়ে অঙ্কন করলাম।
সপ্তম ধাপ |
---|
তারপর ধীরে ধীরে এই সব ডাল এবং শাখা প্রশাখা গুলোর মধ্যে ছোট ছোট কিছু সবুজ রঙের পাতা আঁকতে থাকলাম। প্রথমত পাতাগুলোর গ্রাফ এঁকে নিলাম তারপর সবটা রং করে নিলাম।
অষ্টম ধাপ |
---|
সবুজ রং দিয়ে পাতাগুলোর মধ্যে কিছু ভাঁজ অঙ্কন করলাম এবং শেষ দিকে দুটো পাখির মাথার মাঝখানে ছোট্ট একটা লাভ অংকন করে দিলাম।আর আমার কাজটাও শেষ করলাম।
অংকনের পরবর্তীতে অনেকগুলো ছবি তুলে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
দেওয়ালের মধ্যে চমৎকার পেইন্টিং করেছেন। দেওয়ালের মধ্যে এ ধরনের পেইন্টিং গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আইডি আমার কাছে খুবই ভালো লেগেছে। গাছের ডালে বসে থাকা পাখি দুটিকে দেখতে খুবই কিউট লাগছে। কালার কম্বিনেশন বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আমার কাছেও দেওয়ালের মধ্যে এ ধরনের পেইন্টিং গুলো দেখতে খুবই ভালো লাগে।
https://twitter.com/bristy110/status/1642790182176051203?s=20
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গাছের ডালে বসে থাকা দুইটি রঙিন পাখির দৃশ্য দেওয়ালে তৈরি করে। আসলে আপু এই সব দৃশ্য তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হয়। আপনি তো দেখছি বেশ সুন্দরভাবে দেওয়ালে দৃশ্য তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন এই সব দৃশ্য তৈরি করতে হলে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন হয়।
দেয়ালে পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে ।আমিও দু-একটা পেইন্টিং করেছিলাম দেয়ালে ।তা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। অনেক সুন্দর ভাবে ডালে বসে থাকা পাখি অঙ্কন করেছেন। দেখতে খুবই ভালো লাগছে।
ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।।
পেইন্টিং করতে আমারও খুব ভালো লাগে। সময় পেলেই পেইন্টিং করতে বসে যাই। যদিও এখন খুব একটা সময় পাচ্ছিনা পেইন্টিং করার। আপনার মত যদিও দেয়ালে পেইন্টিং করি নি। দেয়ালে এভাবে পেইন্টিং করলে দেখতে সুন্দর দেখা যায়। আপনি খুব সুন্দর করে গাছের ডালে বসে থাকা রঙিন দুটো পাখি পেইন্টিং করেছেন।
ভাইয়া দেওয়ালে পেইন্টিং করতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
প্রথমত আপনার আইডিয়া প্রশংসা করতেই হবে ৷ এতো সুন্দর ইউনিক আর্ট অংকন সত্যি চোখ ধাঁধানো ছিল ৷ দেয়ালে এসব অংকন ঘরের বাড়তি সৌন্দর্য বহন করে ৷
গাছের ডালে দুটি পাখি বসে দারুন লাগছিল ৷ সর্বোপরি গাছের ডালে দেয়াল পেইন্টিং আর্ট টি সত্যি অসাধারণ ছিল ৷ অসংখ্য ধন্যবাদ এভাবেই নিত্য নতুন ইউনিক আর্ট পেইন্টিং দেখবো এমনটাই প্রতার্শা ৷
আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য পেয়ে অনেক বেশি আনন্দিত ধন্যবাদ ভালো থাকবেন।
দারুন আর্টওয়ার্ক আপু।
এই ধরনের আর্টগুলো যেমন ইউনিক তেমনি দৃষ্টিনন্দন এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধিতেও দারুন সহায়ক।
ধন্যবাদ আপু সুন্দর আর্টওয়ার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।🖤
জি ভাইয়া আমিও মনে করি এই ধরনের আর্টগুলো যেমন ইউনিক তেমনি দৃষ্টিনন্দন এবং দেয়ালের সৌন্দর্য বৃদ্ধিতেও দারুন সহায়ক।
আপনি দেয়ালে দারুন একটি পেন্টিং করেছেন। আপনার দেয়ালের পেইন্টিংটা আমার কাছে দেখতে বেশ ভালই লেগেছে। পাখি ২টা দেখতে বেশ কিউট লাগছে। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর পেইন্টিং করার প্রক্রিয়াটা আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
ধন্যবাদ যথাযথ একটি মন্তব্য করার জন্য ভাইয়া ভালো থাকুন সর্বদায়।
আপু আজকে আপনি আমাদের মাঝে খুব খুবই সুন্দর একটি দেয়াল পেন্টিং শেয়ার করেছেন। আমি যদি ভুল না করি এর আগেও আপনার আরো দেওয়াল পেন্টিং পোষ্ট আমি দেখেছি।মানতে হবে আপনার হাতের চারু কারু কলা অনেক সুন্দর এবং আপনি অনেক অভিজ্ঞ । আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি ভাইয়া আমি এর আগেও দেওয়ালে পেইন্টিং করেছি আর পোষ্ট এর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ।
আপনার পেইন্টিং আমার বরাবর ভাল লাগে। আপনি আজ দেয়ালে সুন্দর পেইন্ট করেছেন। এর আগেও দেয়ালে আপনার সুন্দর সুন্দর পেইন্ট দেখেছি। এই ধরনের পেইন্ট করার জন্য দক্ষতা এবং পারফেকশন দরকার হয়। অসাধারণ লাগছে আপনার দেয়ালে আকা পেইন্ট দেখে। ধন্যবাদ আপু।
জি ভাইয়া এই ধরনের পেইন্ট করার জন্য দক্ষতা এবং পারফেকশন দরকার হয়।